দুদিন ধরেই অসুস্থ বিগ বস ১৩ অন্যতম প্রতিযোগী হিমাংশী খুরানা। রয়েছে করোনার উপসর্গ,সেই কারণেই কোভিড-১৯ এর পরীক্ষা করালেন এই পঞ্জাবি সুন্দরী। এই খবর নিশ্চিত করেছেন হিমাংশীর ম্যানেজার। এখন টেস্ট রিপোর্টের অপেক্ষায় হিমাংশী।
ম্যানেজার টুইট বার্তায় লেখেন, ‘হিমাংশী গত দুদিন ধরেই অসুস্থ। করোনা পরীক্ষা করা হয়েছে…আমরা রিপোর্টের অপেক্ষা করছি…আপনাদের জানাব…আপতত আমাদের পরিবার ও বন্ধুদের মেসেজ করা বন্ধ রাখুন.. সকলে সুস্থ থাকুন..ধন্যবাদ’।
হিমাংশী নিজে এই টুইট রিটুইট করে লেখেন, ‘শীঘ্রই রিপোর্ট আপনাদের সঙ্গে শেয়ার করে নেব’। হিমাংশীকে টুইটারে ‘গেট ওয়েল সুন’ মেসেজে ভরিয়ে দিয়েছেন ভক্তরা। সকলেই প্রার্থনা করছেন যেন টেস্ট রিপোর্ট নেগেটিভ আসে।
সম্প্রতি বয়ফ্রেন্ড আসিম রিয়াজের সঙ্গে একটি মিউজিক ভিডিয়োর শ্যুটিং সেরেছেন হিমাংশী। অরিজিত্ সিংয়ের গাওয়া একটি গানে তৃতীয়বারের জন্য একসঙ্গে দেখা যাবে আসিম-হিমাংশীকে। এর আগে কল্লা সোহনা নেই এবং খ্যায়াল রাখ্খা কর- এই দুটি মিউজিক ভিডিয়োয় একসঙ্গে দেখা গিয়েছে আসিম ও হিমাংশীকে।
গানের শ্যুটিং সেটের বেশ কিছু ইতিমধ্যেই ভাইরাল অনলাইনে। সেখানে আসিমের দেখা মিলেছে হার্লে ডেভিডসনের বাইকে। নীল চেক শার্টে এবং কার্গো প্যান্টে পাওয়া গেল আসিমকে অন্যদিকে তাঁর পিছনে দাঁড়িয়ে থাকা হিমাংশী সেজেছিলেন হালকা গোলাপি সালোয়ার কামিজে।'আসিমাংশী' জুটির এই প্রোজেক্ট নিয়ে বেজায় এক্সাইটেড ভক্তরা।
পঞ্জাবের ঐশ্বর্য রাই হিসাবে পরিচিত হিমাংশী খুরানা। বেশ কয়েকটি মিউজিক ভিডিয়ো এবং পঞ্জাবি ছবিতে কাজ করেছেন হিমাংশী। অভিনয়ের পাশাপাশি গায়িকা হিসাবে সুপরিচিত তিনি। বিগ বস ১৩-র সুবাদে গোটা দেশে ব্যাপক জনপ্রিয়তা পান এই সুন্দরী। এই শোয়ে আসিম রিয়াজের জন্য তাঁর রসায়নের জেরে সবসময়ই চর্চায় থেকেছেন তিনি। শোয়ের অংশ থাকাকালীন ‘এনগেজড’ থাকলেও বিগ বসের ঘরের বাইরে এসে নিজের নয় বছর দীর্ঘ প্রেম সম্পর্কে ইতি টানেন হিমাংশী। এরপর গেস্ট হিসাবে বিগ বসের ঘরে হাজির হন নায়িকা। সেখানে ন্যাশান্যাল টেলিভিশনে আসিম হিমাংশীর সামনে প্রেম প্রস্তাব রেখেছিলেন। তারপর থেকেই গ্ল্যামার দুনিয়ার অন্যতম চর্চিত কপল হিমাংশী খুরানা ও আসিম রিয়াজ।