গত ৮ ডিসেম্বর পশ্চিমবঙ্গ সাক্ষী থাকল দুটো দুর্ধর্ষ পারফরমেন্সের। একদিকে শহর কলকাতা যখন ব্রায়ান অ্যাডামসের সুরে কাঁপছিল, তখন শীতের কল্যাণী ভেসে গেল হিমেশ রেশামিয়ার সুরের জাদুতে। ভাইরাল তাঁর পারফরমেন্সের ঝলক।
কল্যাণীতে হিমেশ রেশামিয়ার কনসার্ট
এদিন সৌরভ নামক এক ব্যক্তি হিমেশ রেশামিয়ার কল্যাণী কনসার্টের একটি ভিডিয়ো পোস্ট করেন এক্স হ্যান্ডেলে অর্থাৎ যা আগে টুইটার নামে পরিচিত ছিল। সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে ম্যায় তেরা তেরা গায়ক সাদা টিশার্টের উপর কালো জ্যাকেট স্টাইল হুডি এবং কালো প্যান্ট পরে গান গাইছেন। গাইছেন তাঁর সেই জনপ্রিয় গান ঝলক দিখলা যা। গাইতে গাইতে তাঁকে শ্রোতাদের সঙ্গে কথা বলতেও দেখা যায়। কখনও তাঁর সঙ্গে মহিলাদের গান গাওয়ার অনুরোধ করেন। কখনও পুরুষদের।
এদিন শ্রোতাদেরও তাঁর সুরে ভেসে যেতে দেখা গেল। কেবল গায়কের সঙ্গে গান গাওয়া নয়। তাঁদের রীতিমত হেডব্যাং করে, নেচে কনসার্ট উপভোগ করতে দেখা যায় ভাইরাল ভিডিয়োতে। এই ভিডিয়ো পোস্ট করে সেই ব্যক্তি লেখেন, 'গায়ক এবং সঙ্গীত পরিচালক হিমেশ রেশামিয়া নদীয়ার কল্যাণী সেন্ট্রাল পার্কে পারফর্ম করছেন।'
প্রসঙ্গত এদিন কলকাতায় ছিল ব্রায়ান অ্যাডামসের কনসার্ট। এই প্রথম তিনি শহরে পারফর্ম করতে এলেন। তাঁর কনসার্ট দেখতে হাজির হয়েছিলেন ইমন চক্রবর্তী থেকে শুরু করে রূপম ইসলাম, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, রাজ চক্রবর্তী, লোপামুদ্রা মিত্র, কৌশিক চক্রবর্তী, অনিন্দ্য চট্টোপাধ্যায়, প্রমুখ। সেই কনসার্টের একাধিক ভিডিয়ো এদিন ভাইরাল হয়েছে।
ফলে শীত আসতে না আসতেই দ্রোহের শহর যে কনসার্ট উৎসবে মেতে উঠেছে সেটা বলাই যায়। দিলজিৎ দোসাঁঝ থেকে ব্রায়ান অ্যাডামস কনসার্ট অনুষ্ঠিত হয় গেল। আগামীতে ফসিলস থেকে ইন্ডিয়ান ওসেন, সুনিধি চৌহান, সহ একাধিক কনসার্ট অপেক্ষা করে আছেসঙ্গীত প্রেমীদের জন্য, এই শহরের বুকে।
আরও পড়ুন: ৭০-এও চিরযৌবনা! কপিলের শোতে সালামে ইশকের তালে ঠুমকা রেখার, সঙ্গ দিলেন কে?