'তন্দুরি নাইটস' থেকে 'তেরে নাম'— ২৫ বছরের সুদীর্ঘ কেরিয়ারে শ্রোতাদের নানা স্বাদের গান উপহার দিয়েছেন হিমেশ রেশামিয়া। এ বার আরও এক ধাপ এগিয়ে ভক্তিগীতি গাইলেন তিনি।
গণেশ চতুর্থী উপলক্ষে মুক্তি পেয়েছে হিমেশের গাওয়া প্রথম ভজন। 'গণপতি গজানন'। গানটির স্রষ্টা গায়কের বাবা বর্ষীয়ান সুরকার বিপিন রেশামিয়া। 'আদালত কে বাহার', 'ইনসাফ কে সুরজ'-এর মতো ছবিতে কাজ করেছেন তিনি। হিমেশের গাওয়া ভক্তিগীতির কথা লিখেছেন সুধাকর শর্মা।
বাড়ির গণেশ পুজোর ঝলক ইনস্টাগ্রামের মাধ্যমে অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন হিমেশ। সেই রিলেও নিজের গাওয়া গানটি ব্যবহার করেছেন তিনি। হিমেশের ভজনের ভিডিয়োটি ইতিমধ্যেই ৫০ লক্ষ মানুষ দেখে ফেলেছেন।
সঙ্গীত পরিচালক এবং গায়ক হিসেবে হিমেশ সফল। ১৯৯৮ সালে 'প্যায়ার কিয়া তো ডরনা কেয়া' ছবিতে দু'টি গান তৈরি করেন তিনি। এর পর 'হেলো ব্রাদার', 'দুলহান হম লে যায়েঙ্গে', 'হমরাজ', 'তেরে নাম'-এর মতো ছবি আসে তাঁর ঝুলিতে।
২০০৬ সালে তাঁর অ্যালবাম 'আপকা সুরুর' ঝড় তুলেছিল শ্রোতামহলে। সঙ্গীতের পাশাপাশি অভিনয়েও মন দিয়েছেন হিমেশ। একাধিক ছবিতে মুখ্য চরিত্রে দেখা গিয়েছে তাঁকে।