বলিউডের জনপ্রিয় সঙ্গীত পরিচালক, গায়ক এবং অভিনেতা হিমেশ রেশামিয়ার বাড়িতে এখন শোকের ছায়া। বুধবার প্রয়াত হন গায়কের বাবা। ১৮ সেপ্টেম্বর তিনি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে হিমেশের বাবার বয়স হয়েছিল ৮৭ বছর।
আরও পড়ুন : 'প্রশাসনের গালে চটি'! জুনিয়র ডাক্তারদের ধর্নায় 'অরাজনৈতিক' দেবলীনার স্লোগান নিয়ে প্রশ্ন কুণালের
আরও পড়ুন : গণেশ পুজোর রাগালাপ! দর্শকাশনে বসে সস্ত্রীক শঙ্কর - শিবমণি - পূর্বায়নদের পারফরমেন্স উপভোগ করছেন সচিন
প্রয়াত হিমেশ রেশামিয়ার বাবা
হিমেশ রেশামিয়ার বাবা দীর্ঘদিন ধরেই শ্বাসকষ্ট জনিত সমস্যা এবং বয়স জনিত সমস্যায় ভুগছিলেন। তিনি মুম্বইয়ের কোকিলাবেন ধিরুভাই আম্বানি হাসপাতালে ভর্তি ছিলেন। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিপিন রেশামিয়া।
গায়কের বাবার মৃত্যুর খবর নিশ্চিত করে তাঁদের এক পারিবারিক বন্ধু ই-টাইমসকে জানান, 'হ্যাঁ, ওঁর দীর্ঘদিন ধরেই শ্বাসকষ্ট জনিত সমস্যা ছিল। উনি কোকিলাবেন হাসপতালে ভর্তি ছিলেন। আজ রাত সাড়ে আটটায় মারা গেছেন। আমি ওঁর পারিবারিক বন্ধু। উনি যবে থেকে সিরিয়াল বানাতেন আমি ওঁকে তবে থেকে চিনি। পাপা বলে ডাকতাম। পরে উনি সঙ্গীত পরিচালক হন, হিমেশ ওঁর দেখানো পথেই হাঁটে।'
জানা গিয়েছে বৃহস্পতিবার অর্থাৎ ১৯ সেপ্টেম্বর শেষকৃত্য সম্পন্ন হবে বিপিন রেশামিয়ার। জুহুতেই শেষকৃত্য করা হবে তাঁর। এদিন সকালেই তাঁর বাড়িতে তাঁর মৃতদেহ নিয়ে আসা হবে বলে জানা গিয়েছে।
আরও পড়ুন : বিয়ের ১২ বছর পার, বোটক্স - কসমেটিক সার্জারি না করিয়েও এখনও বরের চোখে 'সেক্সি' থাকার রহস্য ফাঁস করিনার
আরও পড়ুন : পরপর ফ্লপ! বক্স অফিসে জাঁকিয়ে লাইন লেগেছে পুরোনো ছবির, কারণ জানিয়ে কী বললেন পরিচালক সঞ্জয় গুপ্ত?