অভিনেত্রী হিনা খানের স্তন ক্যানসার ধরা পড়েছে কিছু দিন হল। এই কথা তিনি নিজেই সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন। না, কর্কট রোগ শরীরে থাবা বসিয়েছে বলে তিনি মোটেই ভেঙে পড়েননি। বরং একজন প্রকৃত ফাইটারের মতোই লড়াই করছেন। আর নিজের এই সফরের কথা তিনি তাঁর অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন। অনুপ্রেরণা জোগান।
আরও পড়ুন: এবার বেডরুমের রহস্য ফাঁস করলেন করণ, জানালেন আলো জ্বালিয়ে অন্তরঙ্গ হতে…
হিনা খান নতুন পোস্টে কী লিখলেন?
এদিন হিনা খান একটি নতুন পোস্ট করে জানান তাঁর শরীরে ক্যানসারের যে ক্ষত দাগগুলো আছে সেগুলো দেখে তিনি কষ্ট পাচ্ছেন না। বরং ভালোবাসছেন। কারণ এই দাগগুলোই তাঁর সুস্থ হওয়ার লক্ষণ। শনিবার, ৬ জুলাই এমনই একটি পোস্ট করেছেন তিনি।
ইনস্টাগ্রামে শনিবার হিনা খান তাঁর একাধিক ছবি পোস্ট করেন। সেখানে তাঁকে গোলাপি রঙের একটি টপ পরে থাকতে দেখা যাচ্ছে। নেপথ্যে বাজছে কিশোর কুমারের জনপ্রিয় গান রুক জানা নেহি।
এগুলো পোস্ট করে তিনি এদিন লেখেন, 'এই ছবিতে আপনারা কী দেখতে পাচ্ছেন? আমার শরীরের ক্ষত, দাগগুলো নাকি আমার চোখের আশা? এই ক্ষতগুলো আমার, আমি ওগুলোকে ভালোবেসে নিজের সঙ্গে বহন করব কারণ এগুলোই হল প্রথম চিহ্ন আমার সুস্থ হওয়ার যেটা আমি ডিজার্ভ করি।'
তিনি এদিন আরও লেখেন, 'আমার চোখে যে আশা দেখতে পাচ্ছেন সেটা আমার আত্মার। আমি এই অন্ধকার টানেলের শেষে আলো দেখতে পাচ্ছি। আমি সুস্থ হচ্ছি। আমি তোমাদের সুস্থতাও চাইছি।'
হিনার এই পোস্টে তাঁকে বাহবা দিয়েছেন তাঁর অনুরাগীরা। তাঁর সাহস দেখে মুগ্ধ হয়েছেন সকলেই। প্রশংসা করেছেন। জানিয়েছেন তাঁরাও অভিনেত্রীর সঙ্গে তাঁর এই লড়াইয়ে আছেন। মোনা সিং, গুনীত মোঙ্গা, অর্জুন বিজলানি, আসিস কৌর, প্রমুখের মতো তারকারাও অভিনেত্রীকে সমর্থন করেছেন তাঁর এই লড়াইয়ে।
আরও পড়ুন: ১০ দিন হওয়ার আগেই ৪৫০ কোটির দোরগোড়ায় কল্কি ২৮৯৮ এডি! প্রভাসের ছবি নবম দিনে কত আয় করল?
প্রসঙ্গত হিনা খানের তৃতীয় স্টেজের স্তন ক্যানসার ধরা পড়েছে। তাঁকে এর আগে দর্শকরা ইয়ে রিশতা কেয়া কেহলাতা হ্যায়, কসৌটি জিন্দেগি কে, ইত্যাদির মতো ধারাবাহিকে দেখা গিয়েছে।