গত মাসের (জুন) শুরুর দিকেও হিনা খানের কাছে সবকিছু এমন ছিল না। ক্যামেরার সামনে শট দিয়েছেন, সাক্ষাৎকার দিয়েছেন, এমনকি একটা অ্যাওয়ার্ড অনুষ্ঠানেও সেজেগুজে পরিপাটি হয়ে হাজিরও হয়েছিলেন হিনা। এদিকে পুরস্কার নেওয়ার আগে ওইদিন রাতেই তিনি নিজের স্তন ক্যানসারে আক্রান্ত হওয়ার খবর জানতে পারেন। জানেন যে তিনি অ্যাডভান্স স্টেজে রয়েছেন। তবে সবটা জেনেও ঠিক থাকার চেষ্টা করেছেন। সকলের কথা ভেবে অ্যাওয়ার্ড অনুষ্ঠানেও গিয়েছিলেন সেজেগুজে। প্রতিমুহূর্তে নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করেছেন বলে জানান হিনা খান।
একদিকে যেমন অ্যাওয়ার্ড নিয়েছেন, আবার তার ঠিক পরপরই হাসপাতালে ছুটেছেন কেমো নেওয়ার জন্য। মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় তারই একটি কোলাজ ভিডিয়ো পোস্ট করেছেন হিনা খান। যেখানে শুরুতে তাঁকে সেজেগুজে পেনসিল স্লিট স্কার্ট পরে স্টেজে উঠে আওয়ার্ড নিতে দেখা যাচ্ছে। এমনকি ক্যামেরার সামনে ফটোশ্যুটের জন্য পোজও দিয়েছেন, তারপরই তিনি হাসপাতালের করিডর দিয়ে হাঁটতে হাঁটতে বলেন, ‘সমস্ত গ্ল্যামার চলে গিয়েছে, এবার আমি হাসপাতালে, প্রথম কেমো নিতে প্রস্তুত। আসুন সুস্থ হয়ে ফিরি।’
হিনার কথায়, সেদিনটি ছিল তাঁর জীবনের কঠিনতম দিন। সেদিন থেকেই তাঁর জীবনের অনেককিছু বদলে গিয়েছে। তবু ভালোকিছু দিনেই দিনটা শুরু করতে চেয়েছিলেন বলে জানিয়েছেন হিনা। অভিনেত্রীর কথায়, তিনি জীবনের এই কঠিন সময়েও ভয় পাননি। সবকিছু চ্যালেঞ্জের মতো করে গ্রহণ করেছেন। ইতিবাচক থাকার চেষ্টা করেছেন। যাতে যে সমস্ত মহিলা ও পুরুষরা এই লড়াইটা লড়ছেন, তাঁদের কাছে তিনি অনুপ্রেরণা হয়ে উঠতে পারেন। হিনার কথায়, তিনি প্রতিজ্ঞাবদ্ধ, যে মাথা নোয়াবেন না।
এদিকে হিনা খানের এই লড়াইয়ে তাঁর পরিবারের পাশাপাশি যে মানুষটা হিনার পাশে আছেন, তিনি হলেন রকি জয়সওয়াল। হিনার প্রেমিক। হিনার পোস্টে তিনি কমেন্ট করেছেন, ‘মাই ফাইটার’। হিনার সঙ্গে রকি জয়সওয়ালের আলাপ 'ইয়ে রিস্তা কেয়া কেহলাতা হ্যায়'-এর সেটে। হিনার সঙ্গে রকির দীর্ঘ ১৩ বছরের সম্পর্ক। রকি কলকাতারই ছেলে, 'ইয়ে রিস্তা কেয়া কেহলাতা হ্যায়'-ধারাবাহিকের প্রযোজক ছিলেন তিনি। তবে কেরিয়ার ও ধর্মের পার্থক্যের কারণেই নাকি তাঁরা এখনও বিয়েটা করে উঠতে পারেননি। তবে ইচ্ছে ছিল ২-১ বছরের মধ্যেই বিয়েটা করে নেওয়ার। তবে তারই মধ্যে হিনার শরীরে থাবা বসিয়েছে মারণ রোগ।