হিনা খান সম্প্রতিই গিয়ছিলেন বিগ বস ১৮-তে। আর সেখানে সলমন খানের কাছ থেকে যে আন্তরিকতা পেয়েছেন, তাতে তিনি রীতিমতো অভিভূত। যা নিয়ে লম্বা একটি পোস্টও করলেন সোশ্যাল মিডিয়াতে। কয়েকমাস আগেই হিনা জানিয়েছিলেন তিনি স্তন ক্যানসারে আক্রান্ত। বর্তমানে চিকিৎসা চলছে তাঁর, যা নিয়ে নানা আপডেট প্রায়ই দিয়ে থাকেন অভিনেত্রী সোশ্যালে। তবে মন ছুঁয়ে গেল সকলের, যখন তিনি সলমন খানকে নিয়ে লিখলন।
সলমনের প্রশংসায় পঞ্চমুখ হিনা
শুটিং থেকে ফেরার পর সলমনের সঙ্গে একগুচ্ছ ছবি শেয়ার করে তাঁকে ধন্যবাদ জানান হিনা। ‘সবচেয়ে নম্র এবং দয়ালু @beingsalmankhan-এর সঙ্গে দেখা হওয়া আমাকে সাহায্য করে কিছু নতুন নিয়ে ফিরে আসতে। এইবার যদিও সম্পূর্ণ আলাদা ছিল পরিস্থিতি। সারাদিন শ্যুটের ধকলের পরও, আমার সঙ্গে দেখা করতে যে কষ্ট তিনি করেছেন! তুমি আমার হৃদয় জিতে নিয়েছ সলমন। আমার সঙ্গে শুধু দেখাই করেনি, এক ঘণ্টারও বেশি সময় ধরে আমার সঙ্গে কথা বলেছে। আমার চিকিৎসার সব খুঁটিনাটি জেনেছে। আর যেভাবে আমার আত্মবিশ্বাস বাড়ানোর চেষ্টা করেছেন, তার কোনো তুলনাই হয় না। উনি যে শুধু নিজেকর এই ব্যাপারে জ্ঞান ও অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন তা নয়, নিশ্চিত করেছেন আমি যেন 'আগের থেকে বেশি আত্মবিশ্বাসী' হয়ে বাড়ি ফিরি। উনি আমাকে আশ্বাস দিয়েছেন, শীঘ্রই সেরে উঠব আমি।’, লেখন হিনা।
ওতিনি আরও বলেন, ‘সবচেয়ে বড় ব্যাপার হল, তাঁর এসব না করলেও চলত। তাও তিনি করেছন। ওঁর মতো একজন মানুষ, যে কত ব্যস্ত, কত কাজ পড়ে আছে হাতে। তারপরেও তাঁর সমর্থনের হাত ব্যক্তিগতভাবে আমার দিকে বাড়িয়ে দিয়েছন। এটা কেবল আমার কাছে আন্তরিকতা নয়। একটা শিক্ষা। আমি যা কোনোদিন ভুলব না। সলমন আপনাকে অশেষ ধন্যবাদ। আমার শুভেচ্ছা আপনার জন্য সবসময় আছে।’
আরও পড়ুন: মায়ের চেয়ে মাসির দরদ বেশি! কার চুমুতে হাসি মুখ রাহার, সে আবার আলিয়ার বিশেষ প্রিয়
হিনা ও সলমনকে ভালোবাসায় ভরিয়েছেন ভক্তরা এই পোস্টের কমেন্ট সেকশনে। একজন লেখেন, ‘ওয়েলকাম ব্যাক কুইন। আমি নিশ্চিত তুমি জলদি সেরে উঠবে’। আরেকজন লেখেন, ‘তুমি সত্যিই শক্তির পাওয়ার হাউজ’। তৃতীয়জনের মন্তব্য, ‘ভাইয়ের কোনো তুলনা হয় না। হেটার্সরা যাই বলুক, সলমন খান সেরা’। চতুর্থজন লেখেন, ‘সলমন খানকে ভালোবাসি। গর্ব করে বলি আমরা সলমন খানের ভক্ত’।
আরও পড়ুন: আনপ্ল্যানড চাইল্ড অনন্যা! ২৬ বছর পর ফাঁস করলেন ভাবনা পাণ্ডে, চাঙ্কিকে বিয়ে করায় মত ছিল না বাবার
বিগ বসের শের খান
আসন্ন পর্বের একটি প্রোমোতে, সালমান হিনাকে ওয়লকাম জানান বিগ বসের স্টেজে। এবাং ফাইটার বলে ডাকেন। আশ্বাস দেন, তিনি ১০০০ শতাংশ নিশ্চিত যে, সেরে উঠবেন হিনা।
মাসখানেক আগেই হিনা জানান যে, তিনি স্টেজ থ্রি স্তন ক্যান্সারে আক্রান্ত হয়েছেন। এদিনও দেখা যায়, বিগ বস এই মারণরোগ নিয়ে কথা বলতে গিয়ে কেঁদে ফেলেন তিনি। তখন তাঁকে সামলে নেন সলমন পরম মমতায়। কাঁধ চাপড়ে ‘যোদ্ধা’ বলে আশ্বাসও দেন। হিনাকে বলতে শোনা যায়, বগ বসে থাকার যে অভিজ্ঞতা, তা তাঁকে অনেক শক্ত মনের মানুষ বানিয়েছে। এমনকী, এখান থেকেই তিনি শের খান পরিচিতি পেয়েছেন।