জামাকাপড় থেকে বালিশ, চারিদিকে ছড়িয়ে পড়ে রয়েছে চুল। কেমোথেরাপির কারণে হুহু করে চুল উঠছে। অগত্যা, এবার পুরোপুরি ন্যাড়া হয়ে গেলেন টেলিপর্দার 'অকসরা' হিনা খান। হিনার এই পরিস্থিতিতে অনেকেরই হয়ত চোখে জল এসেছে, তবে অভিনেত্রী নিজে কিন্তু হাসিমুখেই ভিডিয়ো পোস্ট করেছেন।
হিনার ক্যানসার এই মুহূর্তে স্টেজ থ্রি পর্যায়ে রয়েছে। এই চিকিৎসায় কেমোথেরাপি শুরু হওয়ার পরই চুল উঠবে সেই আশঙ্কায় ছোট্ট ছোট্ট করে পিক্সি হেয়ারকাট করে ফেলেছিলেন হিনা। তবে এবার সেই চুল পড়ার পরিমান ক্রমাগত বেড়েই চলেছে। আর তাই এবার সেই চুলকে সম্পূর্ণভাবে বিদায় জানালেন হিনা খান। নিজেই ন্যাড়া হওয়ার সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন প্রাক্তন বিগ বস প্রতিযোগী।
মন স্পর্শ করে যাওয়া সেই ভিডিও পোস্ট করে হিনা লিখেছেন, ‘এখন আমি আমার চুল এতটা ছোট পরতে পছন্দ করছি, যা আগে যা আমি কখনও করতাম না। যদিও আমি আমার ছোট্ট ছোট্ট করে কেটে ফেলা হেয়ার স্টাইলটি বেশদিন আর উপভোগ করতে পারলাম না (কারণ সম্পূর্ণভাবে কেটে ফেলতে হচ্ছে)। তবে আবার যখন চুল গজাবে, তখন আমি এইরকম ছোট ছোট চুলের স্টাইলটাই চালিয়ে যাব।’
হিনা তাঁর পোশাক এবং বালিশে ভীষণভাবে চুল পড়ার ভিডিয়ো শেয়ার করে এই লড়াই চালিয়ে যাওয়ার জন্য ইতিবাচক বার্তা দিয়েছেন। হিনার কথায়, ‘আপনি কেবল তখনই এই লড়াই জিততে পারেন যদি আপনি নিজেকে আলিঙ্গন করেন। এটাকে গ্রহণ করেন। আমি আমার যুদ্ধের ক্ষতচিহ্নগুলি গ্রহণ করেছি। কারণ আমার বিশ্বাস, যে আপনি যদি নিজেকে আলিঙ্গন করেন তবেই আপনি নিরাময়ের পথে আরও এক ধাপ এগিয়ে যাবেন।' নিজের পোস্টের শেষে অবশ্য তাঁর জন্য প্রার্থনা করার কথা বলেছেন হিনা।
নিয়ন্ত্রণ পুনরুদ্ধার
করুন তিনি তার নিয়ন্ত্রণে যা আছে তার দায়িত্ব নিতে চান, যাতে তার মানসিক স্বাস্থ্যকে অগ্রাধিকার দেওয়া যায়। "মুঝে উস প্রসেস সে নেহি গুজরনা হ্যায় জাহা পার (আমি সেই প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে চাই না যেখানে আমি যখনই আমার চুলে হাত দিই এবং একগুচ্ছ চুল পড়ে যায়। যদিও ক্যান্সারে প্রচুর পরিমাণে শারীরিক ব্যথা জড়িত, যা অনিবার্য, হিনা নিজেকে মানসিকভাবে শক্তিশালী রাখার দিকে মনোনিবেশ করতে এবং যতটা তার নিয়ন্ত্রণ রয়েছে ততটা চাপ থেকে মুক্তি পাওয়ার দিকে মনোনিবেশ করতে বেছে নিয়েছে। এতে শারীরিক ব্যথা মোকাবেলা করা সহজ হবে।
এদিকে ক্যানসারের সঙ্গে লড়াইয়ের পাশাপাশি বেশ কয়েকটি মিউজিক ভিডিও ও ওটিটি প্রজেক্টেও কাজ করছেন হিনা। তার জীবনের এই কঠিন পর্যায়টি মোকাবেলা করার প্রতি তার ইতিবাচক দৃষ্টিভঙ্গি সত্যই একটি অনুপ্রেরণামূলক বলে মনে করছেন অনেকেই।
হিনার পোস্টে জুহি পারমার মন্তব্য করেছেন, 'হিনা তুমি শক্তির প্রতীক। ঈশ্বর তোমাকে শক্ত করে ধরে রাখুন। তুমি ঠিক এটি থেকে বেরিয়ে আসবে। আপনার মনের জোর সত্যই প্রশংসনীয়। তোমাকে অনেক আলিঙ্গন.. সুস্থ হয়ে ওঠো .. ভালবাসা রইল। প্রার্থনা করছি'। রুবিনা দিলাইক ও মৌনি রায় তাঁর জন্য দোয়া ও ভালোবাসা পাঠিয়েছেন।