হিনা খানের ৩৭ তম জন্মদিন। ‘ইয়ে রিশতা কেয়া কেহলাতা হ্যায়’ হিনা খানকে পৌঁছে দিয়েছিল জনপ্রিয়তার শিখরে। তারপর নানা কাজের মাধ্যমে আলোকবৃত্তে থেকেছেন অভিনেত্রী। কিন্তু এর মাঝেই হয়েছে ছন্দপতন, প্রকাশ্যে এসেছে তাঁর অসুস্থতার খবর। ক্যানসারে আক্রান্ত অভিনেত্রী, স্টেজ থ্রি। কিন্তু তার মাঝেও সব সময় হাসি মুখে ভক্তদের সামনে হাজির থেকেছেন তিনি। তাই তাঁর জন্মদিনে তাঁর কাছের মানুষ ও তাঁর অনুরাগীরা নায়িকার উদযাপনকে আরও বিশেষ করে তুলেছিল। সেই ঝলকই অভিনেত্রী শেয়ার করে নিয়েছেন ইনস্টাগ্রামে ৷
হিনা খান তাঁর ইনস্টাগ্রামে একটি মন ছুঁয়ে যাওয়া ভিডিয়ো শেয়ার করেছেন। সেই ভিডিয়োয় তিনি তাঁর ৩৭ তম জন্মদিন উদযাপনের কিছু মুহূর্ত তুলে ধরেছেন। বন্ধু এবং ভক্তদের ভালবাসায় অভিনেত্রীর এই বিশেষ দিন আরও বিশেষ হয়ে উঠেছিল। সকলের ভালোবাসায় আল্পুত অভিনেত্রী এই ভিডিয়োটি পোস্ট করে কৃতজ্ঞতা জানিয়েছেন।
থার্ড স্টেজের স্তন ক্যানসারের সঙ্গে লড়াই করছেন নায়িকা। বর্তমানে তাঁর কেমোথেরাপি চলছে। এই কঠিন পরিস্থিতিতে হিনা তাঁর শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে প্রচুর ভালোবাসা পেয়ে খুব খুশি।
ভিডিয়োটি পোস্ট করে হিনা ক্যাপশনে লিখেছেন, ‘কী আশ্চর্য! এত বছর ধরে নিরন্তর ভালোবাসা দিয়ে আসছেন আপনারা আমাকে। আমি প্রতি বছর আপনাদের এত প্রশংসা, আশীর্বাদ পেয়ে আপ্লুত। আপনারা প্রতিটি কঠিন সময় আমার পাশে ছিলেন। আমার ‘হিনাহোলিক’রা আমার শক্তি, আমার আশ্রয়, আমার অভিভাবক.. আমি জানি আপনারা আমার পিছনে আছেন এবং আপনারা তা বারবার প্রমাণ করেছেন। এমনকি আমার জীবনের এমন একটি গুরুত্বপূর্ণ পর্যায়েও।’
আরও পড়ুন: ‘পুজো মোটামুটি একসঙ্গেই কাটবে! অষ্টমীতেও…’, রোহনের সঙ্গে কী প্ল্যান, জানালেন অঙ্গনা
প্রসঙ্গত, জুনের শুরুতে হিনা একটি ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে তাঁর ক্যানসার কথা প্রকাশ করেছিলেন। তাঁর পোস্টের একটি অংশে লেখা ছিল, ‘হ্যালো সবাইকে, সম্প্রতি আমাকে নিয়ে অনেক গুঞ্জন শোনা যাচ্ছে। আমি সমস্ত হিনাহোলিক এবং যাঁরা আমাকে ভালবাসেন এবং যত্ন করেন তাঁদের সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ খবর ভাগ করতে চাই। আমার স্টেজ থ্রী স্তন ক্যানসার ধরা পড়েছে।’
কাজের সূত্রে, ‘ইয়ে রিশতা কেয়া কহেলাতা হ্যায়’ মেগাতে ‘অক্ষরা’ চরিত্রে নজর কেড়েছিলেন অভিনেত্রী। তারপর ‘ফিয়ার ফ্যাক্টর: খতর কে খিলাড়ি ৮', ‘বিগ বস ১১’, এবং ‘বিগ বস ১৪’-সহ বেশ কয়েকটি রিয়েলিটি শোয়ে তাঁকে অংশ নিতে দেখা গিয়েছে। সম্প্রতি, অভিনেত্রী 'শিন্দা শিন্দা নো পাপা’ চলচ্চিত্রের মাধ্যমে পাঞ্জাবি সিনেমায় আত্মপ্রকাশ করেছিলেন। যেখানে তিনি গিপ্পি গ্রেওয়াল, শিন্দা গ্রেওয়াল এবং হারদীপ গিলের সঙ্গে অভিনয় করেছিলেন।