স্তন ক্য়ানসারে আক্রান্ত হিনা খান। এই মুহূর্তে অ্যাডভান্স স্টেজে রয়েছেন তিনি। তবে কঠিন রোগে আক্রান্ত হলেও, এতদিন নিজেকে শক্তই রেখেছিলেন হিনা। কর্কট রোগের সঙ্গে লড়াই করে স্বাভাবিক জীবনে ফিরে আসতে বদ্ধপরিকর বলেই অনুরাগীদের জানিয়েছিলেন অভিনেত্রী। এমনকি কেমো নেওয়ার দিন হাসপাতাল থেকেও ছবি পোস্ট করেছিলেন হিনা খান।
তবে এই লড়াই কী সত্যিই সহজ! কেমো নেওয়ার যন্ত্রণা সত্যিই সহ্য করা কঠিন। এবার কেমো নেওয়ার যন্ত্রণায় কাতরাচ্ছেন তিনি। এবার তাই আল্লাহর কাছে ভেঙে পড়লেন হিনা। আল্লাহর কাছে নিজের যন্ত্রণার কথা জানিয়ে হিনা তাই লিখেছেন, 'আল্লাহ ছাড়া আর কেউ তোমার এই কষ্ট দূর করতে পারবে না... দয়া কর আল্লাহ, দয়া কর।' নিজের ইনস্টাস্টোরিতে এই আবেগপূর্ণ পোস্ট শেয়ারও করেছেন হিনা খান। সঙ্গে প্রার্থনার হাতজোড় করা ইমোজিও পোস্ট করেছেন অভিনেত্রী। হিনার এই পোস্টে তাই চোখে জল এসেছে তাঁর বহু অনুরাগীর। অনেকেই তাই হিনার দ্রুত আরোগ্য কামনা করেছেন।
আরও পড়ুন-বরযাত্রীদের বিয়ের আসরে আনতে ৩টি জেট বিমান ভাড়া করল আম্বানিরা, ঘণ্টায় ভাড়া কত জানেন?
ক্যানসার ও কেমোথেরাপির কারণে এই সময়ে ভয়ঙ্কর রকম চুল পড়ার সমস্যায় ভোগেন রোগীরা। তাঁর সঙ্গেও এমনটাই ঘটবে এই আশঙ্কায় চুল কেটে ফেলেছেন হিনা খান। চুল কাটার সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেছিলেন অভিনেত্রী। সেদিন হিনা হাসিমুখে নিজের নতুন লুক গ্রহণ করলেও সেদিন চোখের জল সামলাতে পারেননি হিনার মা। সেদিন মাকে আশ্বস্ত করে অভিনেত্রী বলেছিলেন, ‘এটা শুধু চুলই তো মা, তুমি কখনও নিজের .চুল কাটোনি! মা কেঁদো না, তোমার শারীর খারাপ করবে তো…’। তবু মায়ের মন মেয়ের জন্য কেঁদে ওঠে।
ক্যানসার তাঁর শরীরে ক্ষতচিহ্ন তৈরি করেছে। সম্প্রতি সেই ক্ষতর ছবি পোস্ট করে হিনা জানান, ক্যানসার তাঁর শরীরে যে ক্ষতগুলো তৈরি করেছে সেগুলো দেখে তিনি কষ্ট পাচ্ছেন না, বরং ভালোবাসছেন। কারণ এই দাগগুলোই তাঁর সুস্থ হওয়ার লক্ষণ। শনিবার, ৬ জুলাই এমনই একটি পোস্ট করেছেন তিনি। হিনা লেখেন, 'আমার চোখে যে আশা দেখতে পাচ্ছেন সেটা আমার আত্মার। আমি এই অন্ধকার টানেলের শেষে আলো দেখতে পাচ্ছি। আমি সুস্থ হচ্ছি। আমি তোমাদের সুস্থতাও চাইছি।'
জানা যাচ্ছে, হিনার এই লড়াইয়ে তাঁর পরিবারের পাশাপাশি পাশে রয়েছেন হিনা খানের মা।