স্টেজ থ্রি স্তন ক্যানসারে আক্রান্ত টেলিভিশনের অভিনেত্রী হিনা খানের অস্ত্রোপচার হয়েছে সম্প্রতি। হাসপাতালের বিছানায় শুয়ে বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন হিনা। মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে চিকিৎসা চলছে বিগ বসের এই প্রাক্তন প্রতিযোগীর।
প্রথম ছবিতে হাসপাতালের বিছানায় শুয়ে রয়েছেন হিনা। পরের ছবিতে হাসপাতালের জানলা দিয়ে দেখা যাওয়া শহরের একাংশ আর খোলা আকাশ। ক্যাপশনে হিনা লিখলেন, ‘রোজের মতো একটা দিন। প্রার্থনা করবেন।’ নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে হিনা লিখলেন, ‘প্রতিনিয়ত ব্যথা হচ্ছে। হ্যাঁ, ক্রমাগত। প্রতি সেকেন্ডে। মানুষটা হাসছে? এখনও যন্ত্রণায় ছটফট করছে। মুখে সেই যন্ত্রণার কথা আনছে না? এখনও যন্ত্রণায় ছটফট করছে। ওই ব্যক্তি বলছে, 'আমি ভালো আছি'। এখনও ব্যথায় কাতরাচ্ছে।’
হাসপাতালের কর্মীদের থেকে হিনার জন্য বার্তা
অভিনেত্রী হাসপাতালের কর্মীদের দেওয়া একটি নোটও শেয়ার করেছেন। তাতে লেখা ছিল, 'প্রিয় হিনা খান। আমি জানি এই অস্ত্রোপচারটি আপনার পক্ষে কঠিন ছিল, তবে আমি খুব আনন্দিত যে আপনি সম্পূর্ণভাবে পুনরুদ্ধারের পথে রয়েছেন ... (হৃদয়ের প্রতীক)। আপনার দ্রুত ও পূর্ণ আরোগ্য কামনা করছি। আশা করি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন। তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন'। নোটটি শেয়ার করে হিনা লিখেছেন, ‘ভালোবাসা এবং আরও ভালবাসা (লাল হৃদয়ের ইমোজি)। এটা আমাকে এগিয়ে নিয়ে যাচ্ছে .. হাউসকিপিং ডিপার্টমেন্ট থেকে @kokilabenhospital।’

জুন মাসে একটি ইনস্টাগ্রাম পোস্টে হিনা তাঁর ক্যানসার আক্রান্ত হওয়ার খবর ভাগ করে নেন। তারপর থেকে সোশ্যাল মিডিয়ায় নিজের চিকিৎসা, কেমোথেরাপি, অপারেশনের একের পর এক আপডেট শেয়ার করে নিচ্ছেন তিনি। সোমবার ইনস্টাগ্রামে একটি ভিডিয়োতে, ক্যানসার নির্ণয়ের পর অভিনেত্রীকে তাঁর প্রথম কাজের অ্যাসাইনমেন্টের জন্য প্রস্তুত হতে দেখা গিয়েছে। মাথায় পরেছিলেন একটি উইগ।
হিনা সাম্প্রতিক কাজ
‘ক্যানসার নির্ণয়ের পরে আমার প্রথম কাজের অ্যাসাইনমেন্ট… যখন জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখোমুখি হন। খারাপ দিনগুলোতে নিজেকে বিরতি দিন। এটা আপনার প্রাপ্য। তবে, ভালো দিনগুলিতে আপনার পছন্দের জীবনযাপন করতে ভুলবেন না। তা যতই কম হোক না কেন। আজও গুরুত্ব বহন করে। পরিবর্তনকে মেনে নিন, পার্থক্যকে আলিঙ্গন করুন এবং এটিকে স্বাভাবিক করুন।
এবং আপনারা, সমস্ত সুন্দর মানুষ যারা এই রোগের সঙ্গে লড়াই করছেন। মনে রাখবেন, এটি আপনার গল্প; এটা আপনার জীবন। আপনি সিদ্ধান্ত নিন, এটা দিয়ে কী করা যায়। হাল ছেড়ে দেবেন না এবং যা করতে ভালোবাসেন তা খুঁজে বের করুন। আপনার কাজ, আপনার আবেগ- যদি আপনি এটি কী তা না জানেন, তবে এটি আবিষ্কার করুন। সবসময় নিজেকে আপনার প্রাপ্য নিরাময় দেওয়ার কথা মনে রাখবেন। কারণ আপনি যা পছন্দ করেন তা করাও নিরাময়।’
ইয়ে রিস্তা কেয়া কেহলাতা হ্যায়' ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করে টেলিভিশন ইন্ডাস্ট্রিতে জনপ্রিয় হয়ে ওঠেন হিনা খান। এরপর তিনি হ্যাকড এবং শিন্দা শিন্দা নো পাপা সহ একাধিক প্রোজেক্টে অভিনয় করেছেন।