গত বছর ক্যানসারের কথা বলে সবাইকে অবাক করে দিয়েছিলেন হিনা খান। তবে অভিনেত্রী তাঁর স্বাস্থ্য সম্পর্কে ভক্তদের আপডেট দিতে থাকেন। তিনি এখন তাঁর কাজে ফিরে এসেছেন এবং অনেক অনুষ্ঠানে তাঁকে দেখা যায়। সম্প্রতি হিনা একটি পুরষ্কার পেয়েছেন এবং সেই একই সময় তিনি তাঁর স্বাস্থ্যের আপডেটও দিয়েছেন।
কেমোথেরাপি শেষ
সম্প্রতি হিনা একটি পুরষ্কার বিতরণী অনুষ্ঠান থেকে ফিরছিলেন, তখন তাঁকে জিজ্ঞাসা করা হয়েছিল তাঁর কেমো কেমন চলছে, তিনি বলেছিলেন, 'আমার কেমো এবং সার্জারি শেষ।' আমার এখন দ্বিতীয় পর্যায়ের চিকিৎসা চলছে। আমি এখন ইমিউনোথেরাপি নিচ্ছি। সবকিছু ঠিকঠাক চলছে।
আরও পড়ুন: ৯ বছরের ইতি, ডিভোর্সের পথে আমান-বন্দনা
সেই অনুষ্ঠানের আরেকটি ভিডিও সামনে এসেছে যেখানে দিয়া মির্জাকে হিনাকে জড়িয়ে ধরতে দেখা যাচ্ছে। এরপর, যাওয়ার সময় সে হিনার হাতেও চুমু খায়।
যাইহোক, হিনা যখন ক্যানসারের কথা বলেছিলেন, তখন তিনি আরও বলেছিলেন যে তাঁর স্টেজ ৩ স্তন ক্যানসার হয়েছে। কিন্তু অভিনেত্রী রোজলিন খান একটি সাক্ষাৎকারে বলেছিলেন যে হিনা ক্যানসার সম্পর্কে মিথ্যা বলেছিলেন। তিনি বলে, হিনা সবাইকে জানান তাঁর স্টেজ ৩ ক্যানসার ছিল, কিন্তু বাস্তবে তাঁর স্টেজ ২ ক্যানসার ছিল।
আরও পড়ুন: শরীর থেকে যিশুর শেষ চিহ্নটুকুও মুছে ফেললেন, শিবরাত্রিতে বড় পদক্ষেপ নিলেন নীলাঞ্জনা
আরও পড়ুন: শিবরাত্রি উপলক্ষে কুম্ভ নয়, কাশী বিশ্বনাথ মন্দিরে পুজো পরিনীতি-রাঘবের
রোজলিনের দাবির পর, অনেক সেলিব্রিটি অভিনেত্রীকে সমর্থন করেছিলেন, কিন্তু হিনা এখনও এই বিষয়ে সরাসরি কিছু বলেননি। তবে তিনি নিজের স্বাস্থ্য আপডেট দিতে থাকেন সবসময়। উল্লেখ্য, হিনাকে শেষবার ওয়েব শো "গৃহলক্ষ্মী" তে দেখা গিয়েছিল, যেখানে তাঁর কাজ খুব ভালো সাড়া পেয়েছিল। এখন হিনা শীঘ্রই অন্যান্য প্রকল্পেও কাজ শুরু করবেন।