বাংলা নিউজ > বায়োস্কোপ > শাহরুখ-সলমনহীনতায় দৈন্য দশা বলিউডের! চান্দু চ্যাম্পিয়ন-কিলের ভরাডুবির পর কী বললেন ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ?

শাহরুখ-সলমনহীনতায় দৈন্য দশা বলিউডের! চান্দু চ্যাম্পিয়ন-কিলের ভরাডুবির পর কী বললেন ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ?

চান্দু চ্যাম্পিয়ন-কিলের ভরাডুবির পর কী বললেন ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ?

Bollywood: এই বছর এখনও পর্যন্ত বলিউড তেমন কোনও ব্লকবাস্টার হিট পায়নি। বিগ বাজেট ছবি মুক্তি পেয়েছে, একাধিক খ্যাতনামা তারকার ছবিও রিলিজ করেছে। কিন্তু তবুও তেমন ভাবে লাভের মুখ দেখেনি বলিউড। আর সেটা নিয়েই কী বললেন ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ?

এই বছর এখনও পর্যন্ত বলিউড তেমন কোনও ব্লকবাস্টার হিট পায়নি। বিগ বাজেট ছবি মুক্তি পেয়েছে, একাধিক খ্যাতনামা তারকার ছবিও রিলিজ করেছে। কিন্তু তবুও তেমন ভাবে লাভের মুখ দেখেনি বলিউড। আর সেটা নিয়েই কী বললেন ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ?

আরও পড়ুন: সোশ্যাল মিডিয়ার 'নেতিবাচক' প্রভাব! কঙ্গনাকে চড় মারার পর জওয়ানদের ফেসবুক ইনস্টাগ্রামে নজরদারি চালাচ্ছে CISF

আরও পড়ুন: লাল, মেটে, মেরুন নয়, একেবারে বেগুনি রঙের সিঁদুর পরলেন অঙ্কিতা! ছবি পোস্ট করতেই কটাক্ষের শিকার পবিত্র রিশতার নায়িকা

কী লিখলেন তরণ আদর্শ?

এদিন তরণ আদর্শ এক্স অর্থাৎ যা আগে টুইটার নামে পরিচিত ছিল সেখানে টুইট করে লেখেন, ‘ফিল্ম ইন্ডাস্ট্রির মধ্যে যেন শক ওয়েভ চলছে! লাগাতার কম আয় করেই চলেছে ছবিগুলো।’

এই বিষয়ে বলে রাখা ভালো করোনা পরবর্তী সময়ে ২০২৩ সালে বলিউড দারুণ ব্যবসা করেছে। এই বছর শাহরুখ খানের ৩ টি ছবি মুক্তি পেয়েছিল। দুটি ব্লকবাস্টার, একটি সুপারহিট হয়েছিল। সঙ্গে ছিল সলমন খানের ছবিও। সেটাও ব্যাপক ব্যবসা করেছিল। বাদ যায়নি করণ জোহর পরিচালিত রকি অউর রানি কী প্রেম কাহানি ছবিটি। উল্লেখযোগ্য ভাবে ভালো আয় করে দৃশ্যম ২ এবং গদর ২। ফলে মোটের উপর ২০২৩ সালটা বেশ ভালোই কেটেছিল বলিউডের। কিন্তু ২০২৪ সালে এখনও পর্যন্ত তেমন কোনও ছবি মুক্তি পায়নি বলিউডের যেটা ৫০০ বা ১০০০ কোটির গণ্ডি টপকেছে। বলা ভালো সদ্য মুক্তি পাওয়া কিল, ইশক ভিশক ২, দো অউর দো পেয়ার, চান্দু চ্যাম্পিয়ন, ইত্যাদির তো একেবারেই ভরাডুবি হয়েছে বক্স অফিসে। একই সঙ্গে আসেনি শাহরুখ বা সলমন খানের কোনও ছবি। তবে কি শাহরুখ, সলমনহীনতাই বলিউডের খারাপ ব্যবসা করার অন্যতম ফল? উঠছে প্রশ্ন।

আরও পড়ুন: 'আলাদাই মজা লেগেছে!' অবাক কাণ্ড! ভাইরাল তুর্কির শুটার ইউসুফের বদলে অভিনেতা আদিল হুসেনকে শুভেচ্ছা জানাচ্ছেন নেটিজেনরা!

আরও পড়ুন: সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করে বসে আছে ইডি, তবুও ৩ কোটির স্পোর্টস কার কেনার পরিকল্পনা করছেন রাজ - শিল্পা?

তরণ আদর্শের পোস্টে কে কী লিখলেন?

অনেকেই তাঁর এই কথাকে সমর্থন করেছেন। তাঁদের মতে শাহরুখ এবং সলমন খানের ছবি মুক্তি পায়নি বলেই বক্স অফিসের এই হাল। অন্যদিকে কল্কি ২৮৯৮ এডি ছবিটি যে বক্স অফিসে ভালো ফল করেছে সেটার প্রসঙ্গ তুলেছে অনেকে।

বায়োস্কোপ খবর

Latest News

নির্মলার কাছে ব্যবসায়ীর ক্ষমা চাওয়ার ভিডিয়ো ফাঁস, নেতাকে দল থেকে তাড়াল BJP আগামিকাল কন্যা সংক্রান্তি, জেনে নিন স্নান দানেরশুভ সময় ও পুজোর পদ্ধতি হার্দিক এখন অতীত! মন ভালো রাখতে ফিটনেসে মন নাতাশার, জিমে কী কাণ্ড ঘটালেন দেখুন মঙ্গলে কি SCতে কপিল সিব্বল বনাম ইন্দিরা জয়সিং?জুনিয়র ডাক্তারদের মাস্টারস্ট্রোক মমতাকে বলব স্বাধীন পশ্চিমবঙ্গের ঘোষণা করতে, আস্ফালন আল-কায়দাপন্থী রহমানির অবসর জীবনে আধ্যাত্মিকতায় মন ডুবিয়েছেন শিখর ধাওয়ান, কে তাঁর ধর্মীয় গুরু? সত্যিই কি দিল্লির হয়ে কোহলির সঙ্গে ক্রিকেট খেলেছেন তেজস্বী যাদব? বয়স হলে অতিরিক্ত পরিশ্রম করতে হয়, অবসর নিয়ে অকপট অশ্বিন লোকসভার প্রচারের সময় চুল-দাড়ি কেটেছিলেন, এবার সেই নাপিতকে উপহার পাঠালেন রাহুল সইফের কথার অবাধ্য বড় ছেলে? ইব্রাহিমকে আমিরের কথা শোনার পরামর্শ পতৌদির নবাবের!

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.