এই বছর এখনও পর্যন্ত বলিউড তেমন কোনও ব্লকবাস্টার হিট পায়নি। বিগ বাজেট ছবি মুক্তি পেয়েছে, একাধিক খ্যাতনামা তারকার ছবিও রিলিজ করেছে। কিন্তু তবুও তেমন ভাবে লাভের মুখ দেখেনি বলিউড। আর সেটা নিয়েই কী বললেন ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ?
কী লিখলেন তরণ আদর্শ?
এদিন তরণ আদর্শ এক্স অর্থাৎ যা আগে টুইটার নামে পরিচিত ছিল সেখানে টুইট করে লেখেন, ‘ফিল্ম ইন্ডাস্ট্রির মধ্যে যেন শক ওয়েভ চলছে! লাগাতার কম আয় করেই চলেছে ছবিগুলো।’
এই বিষয়ে বলে রাখা ভালো করোনা পরবর্তী সময়ে ২০২৩ সালে বলিউড দারুণ ব্যবসা করেছে। এই বছর শাহরুখ খানের ৩ টি ছবি মুক্তি পেয়েছিল। দুটি ব্লকবাস্টার, একটি সুপারহিট হয়েছিল। সঙ্গে ছিল সলমন খানের ছবিও। সেটাও ব্যাপক ব্যবসা করেছিল। বাদ যায়নি করণ জোহর পরিচালিত রকি অউর রানি কী প্রেম কাহানি ছবিটি। উল্লেখযোগ্য ভাবে ভালো আয় করে দৃশ্যম ২ এবং গদর ২। ফলে মোটের উপর ২০২৩ সালটা বেশ ভালোই কেটেছিল বলিউডের। কিন্তু ২০২৪ সালে এখনও পর্যন্ত তেমন কোনও ছবি মুক্তি পায়নি বলিউডের যেটা ৫০০ বা ১০০০ কোটির গণ্ডি টপকেছে। বলা ভালো সদ্য মুক্তি পাওয়া কিল, ইশক ভিশক ২, দো অউর দো পেয়ার, চান্দু চ্যাম্পিয়ন, ইত্যাদির তো একেবারেই ভরাডুবি হয়েছে বক্স অফিসে। একই সঙ্গে আসেনি শাহরুখ বা সলমন খানের কোনও ছবি। তবে কি শাহরুখ, সলমনহীনতাই বলিউডের খারাপ ব্যবসা করার অন্যতম ফল? উঠছে প্রশ্ন।
তরণ আদর্শের পোস্টে কে কী লিখলেন?
অনেকেই তাঁর এই কথাকে সমর্থন করেছেন। তাঁদের মতে শাহরুখ এবং সলমন খানের ছবি মুক্তি পায়নি বলেই বক্স অফিসের এই হাল। অন্যদিকে কল্কি ২৮৯৮ এডি ছবিটি যে বক্স অফিসে ভালো ফল করেছে সেটার প্রসঙ্গ তুলেছে অনেকে।