হিন্দি সিরিয়ালের পোকা আপনিও। একদিন একটা এপিসোড মিস করলেও বুঝি আপনার দুপুরের ভাত হজম হয় না! তাহলে চট করে জেনে নিন কেমন ফলাফল করছে হিন্দি ধারাবাহিকগুলি প্রতি সপ্তাহে। বাংলার পাশাপাশি হিন্দিতেও টিআরপি তালিকায় কোন সিরিয়াল কাকে টেক্কা দিচ্ছে সেই খবর যে না জানলেই নয়।
‘শ্রীময়ী’র হিন্দি ভার্সন ‘অনুপমা’কে ১ নম্বর জায়গা থেকে সরানোই যাচ্ছা না। মুখ্য চরিত্রে রয়েছেন রূপালি গঙ্গোপাধ্যায়। হিন্দিতে বেশ ভালো ফল করেছে ‘খুকুমণি হোম ডেলিভারি’র হিন্দি ভার্সন ‘বান্নি চাউ হোম ডেলিভারি’।
দর্শক মনে জায়গা করে টিআরপি-র পঞ্চম স্থানে ফিরে এসেছে ‘ইমলি’। ১০ নম্বর পজিশনে কোনও রকমে টিকে থাকল হিন্দি সুপারন্যাচারাল শো ‘নাগিন ৬’। প্রথম থেকেই একতা কাপুরের এই শো নিয়ে বিতর্ক। এবারের সিজনের নতুন নাগিন বিগ বস ১৫-র বিজয়ী তেজস্বী প্রকাশ।
হিন্দি টিভির সেরা দশের তালিকা:
প্রথম: অনুপমা (৩.১)
দ্বিতীয়: ইয়ে হ্যায় চাহাতে (২.২)
তৃতীয়: ইয়ে রিস্তা কেয়া কহেলাতা হ্যায় (২.২)
চতুর্থ: বন্নি চাউ হোম ডেলিভারি (২.১)
পঞ্চম: ইমলি (২.১)
ষষ্ঠ: কুন্ডলি ভাগ্য (২.০)
সপ্তম: গুম হে কিসি কে প্যায়ার ম্যায় (২.০)
অষ্টম: রবিবার উইথ স্টার পরিবার (২.০)
নবম: কুমকুম ভাগ্য (২.০)
দশম: নাগিন (১.৯)