নির্বাচনী আবহ মানেই নানা অদ্ভুত কাণ্ডকারখানার ঘনঘটা। আর সোশ্যাল মিডিয়ার যুগে তেমন এক আধটা ঘটনা ভাইরাল হয়ে যায় বইকি। এই তো এদিন যেমন হিরণ চট্টোপাধ্যায়ের একটি ভিডিয়ো রীতিমত ভাইরাল তো হয়েছেই, একই সঙ্গে সেটা নিয়ে চলছে মিম মশকরা। কিন্তু কী ঘটেছে আসলে?
হিরণ চট্টোপাধ্যায়ের ভাইরাল ভিডিয়ো
এদিন হিরণ চট্টোপাধ্যায়ের যে ভিডিয়োটি ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে হিরণ ঘাটাল লোকসভা কেন্দ্রের কেশপুরে গিয়েছেন। সেখানে কোনও এক ঘটনার পরিপ্রেক্ষিতে তাঁর প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলেন, 'আজকে এসেছি কেশপুরেতে। আমি জানি না কী ভাষায় বলব। আমার মনের মধ্যে কোনও ভাষা নেই।' তিনি এই কথা বলতেই পাশ থেকে সেখানকার এক স্থানীয় বলে বসেন, 'বাংলা ভাষাতেই কথা বলেন।' এই ভিডিয়ো ক্লিপ সম্প্রতি ভাইরাল হয়ে গিয়েছে।
আরও পড়ুন: লাজলজ্জা ভুলে পাপারাৎজ্জিদের সামনেই সইফকে জাপটে ধরে চুমু করিনার! কাণ্ড দেখে কী বলছে নেটদুনিয়া?
একপ্রকার আগুনের মতো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে এই ভিডিয়ো। বহু মানুষ শেয়ার করেছেন সেই ভিডিয়ো।
আরও পড়ুন: শিলাজিতের স্মৃতি জুড়ে কেবলই মিঠুনের নকশাল আন্দোলনের কথা, বললেন, 'বোমা হাতে দৌড়াতে দেখেছি...'
কেশপুরে কী ঘটেছে?
হিরণকে তীব্র আক্রমণ করলেন দেব। একইসঙ্গে তৃণমূলের বিরুদ্ধে বৃহত্তর ষড়যন্ত্র করতে পারে বিজেপি। এমনই আশঙ্কা করে চাঞ্চল্যকর মন্তব্য করেছেন তিনি । দেবের আশঙ্কা, আগামী কয়েকদিনের মধ্যে কেশপুরে এক বিজেপির কর্মী খুন হতে পারেন। আর সেই খুনের দায় চাপানো হতে পারে তৃণমূলের উপরে। দেবের এমন মন্তব্যকে কেন্দ্র করে তোলপাড় পড়ে গিয়েছে ঘাটাল সহ রাজ্যের রাজনৈতিক মহলে। কেন এরকম মন্তব্য করলেন দেব? তাই নিয়ে উঠেছে প্রশ্ন। এবার দেবের সেই বক্তব্যের পাল্টা তোপ দাগলেন হিরণ। জানালেন এসব নাকি দেবের ষড়যন্ত্র। তিনি তৃণমূল কংগ্রেস প্রার্থীর নামে FIR করবেন।