সদ্যই প্রকাশিত হয়েছে লোকসভা নির্বাচনের ফল। আর সেখানেই জানা গিয়েছে গত তিন মাস ধরে দেবকে প্রচারে কাঁটায় কাঁটায় টক্কর দিলেও ভোটের নিরিখে হিরণ চট্টোপাধ্যায় পরাজিত হয়েছেন। তাও বিপুল ভোটে। ১ লাখ ৮২ হাজার ভোটে জিতেছেন দেব। তবে ঘাটাল কেন্দ্রে পরাজিত হয়েই সেখান থেকে চলে গেলেন না বিজেপি প্রার্থী। বরং পাশে দাঁড়ালেন সেখানকার কর্মীদের।
বিজেপি কর্মীদের পাশে হিরণ
ভোট গণনার দিন তৃণমূল বিজেপির সংঘাত বাঁধে ঘাটাল লোকসভা কেন্দ্রে। তাতেই আহত হন দুপক্ষের কর্মী সমর্থকরা। আহত জিতেছেন বিজেপি বিধায়ক শীতল কপাটও। এদিন তাঁদের দেখতেই হাসপাতালে যান হিরণ চট্টোপাধ্যায়। তাঁদের শারীরিক অবস্থা কেমন কী আছে জিজ্ঞেস করেন। কথা বলেন। তাঁদের পাশে থাকার আশ্বাস দেন তিনি।
আরও পড়ুন: 'বাঘা' - র আদর হরিণকে, ঘাটালে দেব জিততেই হেঁয়ালি ভরা পোস্ট রুক্মিণীর
হিরণ চট্টোপাধ্যায় এদিন তাঁর দলীয় কর্মীদের উদ্দেশ্যে বলেন, 'আপনারা নিশ্চিন্তে থাকুন। ভোটে হার জিৎ হবেই। কিছু হবে না। কেন্দ্রীয় বাহিনী আছে। আমি সব সময় আপনাদের সঙ্গে আছি। আপনারাও কর্মী, আমিও কর্মী।'
পরাজয় নিয়ে কী বললেন হিরণ?
এদিন পরাজয় নিয়েও কথা বলেন হিরণ চট্টোপাধ্যায়। তিনি জানান, 'হেরে যাওয়া যদি আমার অপরাধ হয় তাহলে আমায় জেলে ঢুকিয়ে দিন। তবে আমার কর্মীদের উপর এভাবে অত্যাচার করবেন না। অনুরোধ করছি।'
রাজ্যে যাতে ভোট পরবর্তী হিংসা না ছড়ায় তাই এখনও এখানে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা আছে। আগামী ১৯ জুন পর্যন্ত তাঁরা থাকবেন দেশে।