বাংলা নিউজ > বায়োস্কোপ > ভারতীয় সিনেমার ইতিহাস লেখা ‘দিলীপ কুমারের আগে এবং পরে' হবে: অমিতাভ বচ্চন

ভারতীয় সিনেমার ইতিহাস লেখা ‘দিলীপ কুমারের আগে এবং পরে' হবে: অমিতাভ বচ্চন

অমিতাভ বচ্চন-দিলীপ কুমার

প্রয়াত সুপার স্টার দিলীপ কুমারের ৯৯তম জন্মবার্ষিকীতে স্মরণ অমিতাভ বচ্চনের।

আজ অর্থাৎ শনিবার বলিউড সুপারস্টার দিলীপ কুমারের ৯৯তম জন্মবার্ষিকী। এই বিশেষ দিনে প্রয়াত বর্ষীয়ান অভিনেতাকে স্মরণ করে একটি পোস্ট করেছেন মেগাস্টার অমিতাভ বচ্চন। ব্লগে প্রয়াত তারকার স্মৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন তিনি।

টুইটে অমিতাভ বচ্চন লিখছেন, 'একটি প্রতিষ্ঠান চলে গেছে .. যখনই ভারতীয় সিনেমার ইতিহাস লেখা হবে, সেখানে সর্বদা 'দিলিপ কুমারের আগে এবং দিলীপ কুমারের পরে' হবে। তাঁর আত্মার শান্তি কামনা করি এবং পরিবারের এই ক্ষতি সহ্য করার শক্তি কামনা করি.. গভীরভাবে শোকাহত'।

বেঁচে থাকলে আজ ৯৯ বছরে পা দিতেন প্রয়াত অভিনেতা। দীর্ঘ অসুস্থতার পর চলতি বছর ৭ জুলাই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

‘শক্তি’ (১৯৮২)-তে অমিতাভ বচ্চন এবং দিলীপ কুমার
‘শক্তি’ (১৯৮২)-তে অমিতাভ বচ্চন এবং দিলীপ কুমার

১৯৮২ সালে রমেশ সিপ্পির অ্যাকশন-ক্রাইম মুভি 'শক্তি'-তে রূপালি পর্দায় একসঙ্গে অভিনয় করেছেন দিলীপ কুমার এবং অমিতাভ বচ্চন। তখন পূর্ববর্তী ও পরবর্তী প্রজন্মের বিতর্কে দ্বিধাবিভাজিত হয়ে গিয়েছিল উপমহাদেশ। দিলীপ কুমারকে শেষবার বড় পর্দায় দেখা গিয়েছিল ১৯৯৮ সালে ‘কিলা’ নামের এক ছবিতে।

বন্ধ করুন