যত দিন যাচ্ছে পড়শি বাংলাদেশের কনটেন্ট জায়গা করে নিচ্ছে বাংলার অন্যতম জনপ্রিয় ওটিটি হইচইতে। এর আগে দৌড়, সাবরিনা, কাইজার, বোধ এবং কারাগারের মতো হিট কনটেন্ট রিলিজ করেছিল। যা দুই বাংলার মানুষেরই মনে জায়গা করে নিয়েছিল।
সেই ধারাবাহিকতা বজায় রেখে ২০২৩ সালেও বড় ঘোষণা এল হইচই-এর পক্ষ থেকে। এবছর আরও বেশি দর্শকপ্রিয় কন্টেন্টের প্রতিশ্রুতির কথা জানিয়েছেন তাঁরা। হইচই এর দর্শকদের জন্য কনটেন্ট আনছেন জনপ্রিয় নির্মাতা তানিম নূর, সৈয়দ আহমেদ শাওকী, আশফাক নিপুণ ও কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়রা।
এর পাশাপাশি হইচই-এর ক্যাটালগে যুক্ত হচ্ছে সানী সানোয়ার– ফয়জল আহমেদ, অনম বিশ্বাস, সাফায়েত মনসুর রানা, তানিম রহমান অংশুদের মতো জনপ্রিয়দের হাতে তৈরি কনটেন্ট।
হইচই অরিজিনাল সিরিজ যেগুলো মুক্তি পাবে চলতি বছরে নাম হল- মিশন হান্টডাউন, অ্যা কমন ম্যান,বুকের মধ্যে আগুন, রঙ্গিলা কিতাব, কাইজার লেভেল টু, মহানগর ২, অদৃশ্য এবং ডেল্টা ২০৫১।
২০২৩ সালে হইচই-য়ে প্রথমবারের মতো কাজ করছিলেন বাংলাদেশের বিদ্যা সিনহা সাহা মিম এবং জিয়াউল ফারুক অপূর্ব। ফিরবেন আজমেরী হক বাঁধন এবং মোশাররফ করিম, এমনটাই জানানো হল হইচই-এর পক্ষ থেকে। আরও পড়ুন- TRP: জগদ্ধাত্রী কি হারাল অনুরাগের ছোঁয়াকে? রাঙা বউ নম্বর বাড়িয়ে কোথায় এল?
হইচই এর সহ-প্রতিষ্ঠাতা বিষ্ণুকান্ত মোহতা জানান, আমরা অত্যন্ত গর্বিত যে মাত্র পাঁচ বছরের মধ্যেই আমরা ভাষা-ভিত্তিক ওটিটি প্ল্যাটফর্মগুলোর মধ্যে শীর্ষস্থানীয় হতে পেরেছি। এই স্বল্প সময়ের মধ্যে আমরা বাংলাদেশ থেকে নির্মাণ করা ম্যাসিভ হিট সিরিজ-সহ ১৩০ টির বেশি অরিজিনাল সিরিজ রিলিজ করেছি।
তিনি বলেন, আমরা বাংলাদেশে যাত্রা শুরু করি ২০১৯ সালে যখন ওটিটি সম্পর্কে পরিষ্কার কোনও ধারণা এখানে ছিল না। কিন্তু আমরা দেখেছি যে সেই দেশ থেকে চমৎকার কনটেন্ট তৈরি হচ্ছে। আমরা জানতাম সেই দেশের বাজারে আমাদের আসতে হবে। কাজ শুরু করার পর আমরা দারুণ কিছু কনটেন্ট নির্মাণ করেছি যা বিশ্বব্যাপী সমাদৃত এবং প্রশংসিত হয়েছে। আমাদের এই সমৃদ্ধির পেছনের মূল কারিগর আমাদের সাবস্ক্রাইবাররা। তাঁরা যেভাবে আমাদের ভালোবাসায় সিক্ত করেছেন তাতে আমরা কৃতজ্ঞ। এই কারণে আমরা বাংলাদেশ থেকে আরও আটটি নতুন কনটেন্ট রিলিজ করছি এবং এই সংখ্যা ভবিষ্যতে আরও বাড়বে।
এই বিষয়ে হইচই বাংলাদেশের দেশীয় অধিকর্তা সাকিব আর খান বলেন, হইচই বাংলাদেশ ২০১৯ সালে ‘ঢাকা মেট্রো’ সিরিজটি রিলিজের মাধ্যমে যাত্রা শুরু করে। এরপর আমরা আরও ১০টি সিরিজ রিলিজ করেছি যা বিশ্ব জুড়ে সমাদৃত হয়েছে। একটি ব্র্যান্ড হিসেবে হইচই-এর লক্ষ্য সারা পৃথিবীতে বাংলা ভাষায় কথা বলা মানুষের কাছে তাঁদের নিজের ভাষায় বিনোদন পৌঁছে দেওয়া। দর্শকদের জন্য হইচই সহজলভ্য করার জন্য আমরা ইতিমধ্যে গ্রামীণফোন, রবি এবং বাংলালিঙ্ক এর সাথে একাত্ম হয়েছি। পাশাপাশি আমরা দর্শকদের জন্য পছন্দসই কনটেন্ট নির্মাণের উদ্দেশ্যে বাংলাদেশের খ্যাতিমান নির্মাতা এবং অভিনয়শিল্পীদের সঙ্গে কাজ করছি। আমরা এ বছর বাংলাদেশের আটটি কনটেন্টের ঘোষণা করছি এবং ভবিষ্যতে যা আরও বাড়বে।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
(প্রতিবেদনটি channelionline থেকে গৃহীত)