বর্ডার-গাভাসকর ট্রফির জন্য এই মুহূর্তে ভারতীয় ক্রিকেট দলের সঙ্গে অস্ট্রেলিয়া সফরে রয়েছেন বিরাট কোহলি। সেখানেও তাঁর সঙ্গী হয়েছেন স্ত্রী অনুষ্কা শর্মা। সিডনিতে 31st নাইট পার্টিতে মজেছিলেন এই তারকা দম্পতি। নতুন বছরের শুরুতেই সোশ্যাল মিডিয়ায় উঠে এসেছে তারকা দম্পতির একসঙ্গে কাটানোর একটি ভিডিয়ো। মধ্যরাতে হাতে হাত রেখে হাঁটতে দেখা গেল বিরুষ্কা জুটিকে।
বিরাট-অনুষ্কার নববর্ষ
চলতি সপ্তাহের শুরুতেই মেলবোর্নে চতুর্থ টেস্ট শেষ হওয়ার সঙ্গে বিরাট ও ইন্ডিয়া টিমের সঙ্গেই সিডনিতে চলে যান অনুষ্কা শর্মা। সিডিনিতেই রয়েছে ফাইনাল টেস্ট ম্যাচ। মঙ্গলবার রাতে গোটা অস্ট্রেলিয়া যখন ২০২৫ সালকে স্বাগত জানাচ্ছিল (বরাবরের মতো বাকি বিশ্বের চেয়ে কয়েক ঘন্টা এগিয়ে), ঠিক তখনই নববর্ষ উদযাপনে মেতে ওঠেন বিরাট-অনুষ্কা। অনুরাগীরা সোশ্যাল মিডিয়ায় বিরুষ্কার নববর্ষ উদযাপনের একটি ভিডিও পোস্ট করেছেন।
এক্স-এ (পূর্বের টুইটার) উঠে আসা ভিডিওতে দেখা যাচ্ছে, কালো পোশাকে সিডনির রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন বিরাট ও অনুষ্কা। ভিডিওটি অবশ্য তাঁদের পিছন থেকে তোলা হয়েছিল। অনুষ্কাকে হিল জুতোর সঙ্গে একটা ছোট কালো ছোট পোশাক দেখা যায়। অন্যদিকে বিরাট কোহলিকেসাদা স্নিকারের সঙ্গে একটি কালো কো-অর্ড সেটে দেখা গিয়েছে। ভিডিওর অন্য একটা অংশে তাঁদের সঙ্গে ছিলেন বিরাটের ভারতীয় দলের সতীর্থ দেবদত্ত পাড়িক্কলকেও দেখা গিয়েছে।
অস্ট্রেলিয়ায় বিরাট আনুষ্কা
এবার অস্ট্রেলিয়া সফর বিশেষ ভালো কাটেনি বিরাট কোহলির। তাঁর খারাপ ফর্ম নিয়ে বারবার প্রশ্নবিদ্ধ হতে হয়েছে তাঁকে। এদিকে আবার সম্প্রতি অস্ট্রেলিয়ার মিডিয়ার সামনে বিতর্কেও জড়ান কোহলি। বিনা অনুমতিতে তাঁর দুই সন্তানের ছবি তোলার জন্য অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যমকে একহাত নেন বিরাট। তাঁর ব্যবহার নিয়েই বিতর্ক তৈরি হয়। অনুষ্কা ও বিরাট অবশ্য শুরু থেকে তাঁদের মেয়ে ভামিকা ও ছেলে আকায়কে জনসমক্ষে আনেননি। তাঁদের গোপনীয়তা বজায় রাখতে তাঁরা কঠোরভাবে প্রতিশ্রুতিবদ্ধ। তাঁরা শুরু থেকে ফটোগ্রাফার এবং ব্রডকাস্টারদের অনুরোধ করেছে তাঁরা যেন কোনওভাবে শিশুদের ছবি না তোলেন। তাঁদের কোনও সোশ্যাল মিডিয়া পোস্টেও বাচ্চাদের মুখ দেখা যায়নি।
এদিকে মা হওয়ার পর থেকে সিনেমার দুনিয়া থেকে দীর্ঘ বিরতিতে রয়েছেন আনুষ্কা। ২০১৮ সালে তাঁর সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবি হল 'জিরো'। তবে তিনি ২০২৩এ তার ঝুলন গোস্বামীর বায়োপিক ‘চাকদা এক্সপ্রেস’-এর শ্যুটিং করেছিলেন। ছবিটি ২০২৪এ নেটফ্লিক্সে মুক্তি পাওয়ার কথা ছিল, তবে এখনও পর্যন্ত এর মুক্তির বিষয়ে কোনও আপডেট নেই। এছড়া অনুষ্কা আর কোনও ছবিতে কাজও করছেন না।