বাংলা নিউজ > বায়োস্কোপ > Holi playlist : ‘রং বরসে’ থেকে ‘বলম পিচকারি’, হোলির যে ১০ হিন্দি গান ভোলা যায় না

Holi playlist : ‘রং বরসে’ থেকে ‘বলম পিচকারি’, হোলির যে ১০ হিন্দি গান ভোলা যায় না

হিন্দি ছবিতে হোলির সেরা ১০ গান

হিন্দি ছবিতে বাছাই করা হোলির সেরা ১০ গান, দেখুন তালিকা-

হোলির দৃশ্য, হোলির গান সবসময়ই রূপোলি পর্দাকে রাঙিয়ে দেয়। হোলির সিকুয়েন্স হিন্দি ছবিতে বরাবরই সুপারহিট। প্রেমের রঙকে আরও একটু গাঢ় করে দেয় হোলির দৃশ্য। তাই সাদা কালো জমানা থেকে ২০২১- বলিউডে হোলির গান বরাবরই নজড়কাড়া। দেশবাসীর হোলি পার্টিও এক্কেবারে অসম্পূর্ণ বলিউডের হোলির গান ছাড়া। চলুন দেখে নেওয়া যাক বলিউডের রূপোলি পর্দায় রঙ ছড়িয়ে দেওয়া সেরা ১০টি গান-

১. চল যা রে হট নটখট (নবরঙ্গ, ১৯৫৯)

হিন্দি চলচ্চিত্রের অন্যতম পুরোনো হোলির গানের মধ্যে একটা নবরঙ্গ ছবির 'যা রে হট নটখট'। এই গানে আশা ভোঁসলে এবং মহেন্দ্র কাপুরের গায়েকি তারফি না করে থাকা যায় না। গানটি কম্পোজ করেছেন সি রামচন্দ্র। ভি শান্তারাম পরিচালিত এই ছবির গানটিতে সন্ধ্যা পারফরম্যান্স মুগ্ধ করে।

২. আজ না ছোড়েঙ্গে..(কটি পতঙ্গ,১৯৭০)

কটি পতঙ্গ ছবির আজ না ছোড়েঙ্গে গানটি আজও হোলির গান হিসাবে সামান জনপ্রিয়। রাজেশ খান্না এবং আশা পারেখের উপর পিকচার্ইসড এই গান হোলি পার্টিতে পছন্দের ডান্স নম্বর। আর ডি বর্মনের কম্পোজ করা এই গানটি গেয়েছেন লতা মঙ্গেশকর এবং কিশোর কুমার।

৩. হোলি কে দিন দিল (শোলে, ১৯৭৫)

হোলি মানেই তো সব ভেদাভেদ ভুলে সব বাঁধন ভেঙে সবাইকে আপন করে নেওয়ার দিন। সেই ভাবনাই ধরা পরে শোলে ছবির আইকোনিক গান 'হোলি কে দিন দিল'...

৪. রং বরসে (সিলসিলা, ১৯৮১)

হোলির সেলিব্রেশন হিন্দি ছবির যে গান ছাড়া সম্পূর্ন হতেই পারে না তা হল রং বরসে..। সিলসিলা ছবির এই গান আজও হোলি পার্টিতে অন-ডিম্যান্ড। অমিতাভ-রেখার রসায়ন যশ চোপড়া পরিচালিত ছবির এই গানকে অন্য এক মাত্রা দিয়েছে। গানটির কথা লিখেছেন অমিতাভ বচ্চনের বাবা, কবি হরিবংশ রাই বচ্চন।

৫. সোনি সোনি আঁখিয়োবালি (মহব্বতে ২০০০)

শাহরুখ ভক্তদের হোলির পার্টির প্লে-লিস্টে একদম উপরের দিকে মহব্বতে ছবির সোনি সোনি গানটি। হোলি মানেই যেমন রঙ, তেমন হোলি মানেই প্রেম। আর প্রথম প্রেমের অনুভূতিটাই তো আলাদা। আদিত্য চোপড়া মহব্বতের এই গানে সেই ছবিটাই তুলে ধরেছেন।

৬. হরি খেরে রঘুবীরা (বাগবান, ২০০৩)

বুড়ো হারেও যে রঙের ভেলকি দেখানো যায় তার জ্বলন্ত উদারহণ অমিতাভ-হেমা। হোলির সঙ্গে অমিতাভ বচ্চনের কানেকশন বহু পুরোনো-সেই শোলের জমানা থেকে। নতুন শতাব্দীর একদম শুরুর দিকে বাগবান ছবির জন্য নিজের কন্ঠে হরি খেরে রঘুবীরা গানটি গেয়েছিলেন বিগ বি। আদেশ শ্রীবাস্তবের সুরে সাজানো এই গানে অমিতাভের সঙ্গে দিয়েছিলেন অলকা ইয়াগনিক,সুখবিন্দর সিং, উদিত নারায়ণরা। 

৭. ‘ডু মি এ ফেবার’ (ওয়াক্ত,২০০৫)

হোলির পার্টি হবে আর সেখানে ‘ডু মি এ ফেবার লেটস প্লে হোলি’ বাজবে না! তাই আবার হয় নাকি। গানের দৃশ্যায়নে প্রেমের সাগরে ডুব দিয়ে, হোলির রঙে রঙিন অক্ষয়-প্রিয়াঙ্কা। ওয়াক্ত ছবির এই গানের অন্যতম ইউএসপি হল এই জুটির কেমিস্ট্রি।

৮. লহু মুঁ লাগ গায়া (গলিও রাসলীলা রামলীলা,২০১৩)

পরিণত প্রেমের ছবি ধরা পড়েছে সঞ্জয় লীলা বনশালির রামলীলা ছবির এই গানে। রণবীর-দীপিকার প্রেমের আবেদন এই গানের পরতে পরতে ফুটে উঠেছে, সঙ্গে গুজরাতে মাটির সোঁধা গন্ধ। গুজরাতি কালচারের ঝলক। হোলির প্লে-লিস্টে একটু অন্যরকম আবেদন জোগায় এই গান।

৯. বলম পিচকারি (ইয়ে জবানি হ্যায় দিওয়ানি,২০১৩)

হালফিলের হোলির গানের মধ্যে সবচেয়ে জনপ্রিয় গান বলম পিকচারি, একথা একবাক্যে মেনে নিতে হবে। আজকের জেনারেশনের হোলির থিম সংও বলা যেতে পারে রণবীর-দীপিকা জুটির ‘ইয়ে জবানি ইয়ে দিওয়ানি’র এই গানকে। কারণ হোলির পার্টি মানেই তো প্রেমসাগরে ডুব দিয়ে ‘সিধি সাধি ছোড়ির শরাবি’ হওয়ার পালা।

১০. বদ্রীনাথ কী দুলহানিয়া (টাইটেল ট্রাক, ২০১৭)

জেন ওয়াইয়ের কাছে হোলির গানের মধ্য অন্যতম জনপ্রিয় বরুণ-আলিয়া জুটির বদ্রীনাথ কী দুলহানিয়ার টাইটেল ট্রাক। তানিশক বাগচির কম্পোজ করা গানটি গেয়েছেন দেব নেগি, নেহা কক্কর, মোনালি ঠাকুর এবং ইক্কা।

এই তালিকায় আপনার সবচেয়ে পছন্দের হোলির গান কোনটি?

বায়োস্কোপ খবর

Latest News

গগৈদের ‘পুরনো’ ঘর! নয়া কাজিরাঙা কে বাজিমাত করবে? কার উপর সদয় হবেন ভোটাররা? IPL Points Table: SRH-কে হারিয়ে বিশেষ লাভ হল না RCB-র, সুবিধে হল KKR সহ অন্যদের ‘বাবার মতো’ মিঠুনকে ‘গদ্দার’ তকমা মমতার! দলনেত্রীর মন্তব্যে কী প্রতিক্রিয়া দেবের গাজিয়াবাদ লোকসভা কেন্দ্র ২০২৪: ভিকে সিংকে ছেঁটে ফেললেও সহজ নয় বিজেপির পথ টানা হাফডজন হারের পর জয়ের মুখ দেখল RCB,মার্করাম-ক্লাসেনকে ফিরিয়ে হিরো স্বপ্নিল আলিগড় লোকসভা কেন্দ্র ২০২৪: ভোটের ফ্যাক্টর, অতীতের ফলাফল - একনজরে সব তথ্য গৌতমবুদ্ধ নগর লোকসভা কেন্দ্র ২০২৪: ভোটের ফ্যাক্টর, অতীতের ফলাফল - একনজরে ‘জিপ থেকে নামিয়ে দিয়েছে?’ কল্যাণের হাতে ‘অপমানিত’ কাঞ্চন! হেসেই ফেললেন পিঙ্কি 'কংগ্রেস কি লুঠ জিন্দেগিকে সাথ ভি, জিন্দেগিকে বাদ ভি', কোন ইস্য়ুতে তোপ মোদীর কোঝিকোড় লোকসভা কেন্দ্র ২০২৪: কংগ্রেস গড়ে বামেদের বড় চাল, একনজরে সব তথ্য

Latest IPL News

টানা হাফডজন হারের পর জয়ের মুখ দেখল RCB,মার্করাম-ক্লাসেনকে ফিরিয়ে হিরো স্বপ্নিল মার্শের বদলে দিল্লি ক্যাপিটালসে আফগানিস্তানের 'পুরনো চাল', আগে কখনও IPL খেলেননি IPL 2024: লক্ষ্যে সফল, কোহলির থেকে দ্বিতীয় ব্যাট আদায় করেই ছাড়লেন নাছোড় রিঙ্কু ইডেন থেকে চিপক, হোম অ্যাডভান্টেজ কাজে লাগাতে কতটা সহায়তা করছে পিচ? 'Don't spread nonsense', মিথ্যে উদ্ধৃতির অভিযোগে এক ওয়েবসাইটকে ধুয়ে দিলেন রায়াডু তুমি কত টাকা চাও, জিজ্ঞেস করেছিল স্কাই স্পোর্টস, উত্তর শুনে পালিয়েছে, বললেন বীরু কোন যোগ্যতায় IPL-এর কমেন্ট্রি করেন প্রেরণা? ট্রোল হতেই জবাব এল, 'লোকের ফেটেছে' DC vs GT: রোহিতের কথায় সায় অক্ষরের,ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়মে বিপাকে অলরাউন্ডাররা পরীক্ষিত সৈনিকেই ভরসা, বিশ্বকাপে জায়গা হচ্ছে না রিয়ান, মায়াঙ্কদের প্রথমে ভেবেছিলাম ১৮০ করব, তারপর পন্ত বলল… ঋষভের আত্মবিশ্বাস দেখে অবাক আমরে

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.