Holi 2021: বিয়ের পর প্রথম হোলি,স্বামীর হাতেই আবির রাঙা নেহা-কাজল
1 মিনিটে পড়ুন . Updated: 30 Mar 2021, 01:26 PM IST- বিয়ের পর এই বছর প্রথম হোলি উদযাপন করলেন নেহা-রোহন, কাজল-গৌতম।
সংগীতশিল্পী নেহা কক্কর এবং রোহানপ্রীত সিং, অন্যদিকে অভিনেত্রী কাজল আগরওয়াল এবং শিল্পপতি গৌতম কিচলু ২০২০ সালে অক্টোবর মাসে সাত পাকে বাঁধা পড়েন। বিয়ের পর এই বছর প্রথম হোলি উদযাপন করেন তাঁরা।
নেহা এবং রোহনপ্রীত বিয়ের পর তাঁদের প্রথম হোলি পরিবারের সঙ্গেই উদযাপন করেছেন। সেই ছবি শেয়ার করেছেন তিনি। অন্যদিকে সামাজিক মাধ্যমে স্বামী গৌতমের সঙ্গে হোলির মিষ্টি ছবি শেয়ার করেছেন কাজল। সেখানেই দুজনের গাল ভর্তি রঙের ছবিতে দেখা যাচ্ছে।
কাজলকে হোলিকে অল্প রঙ খেলতে দেখা গেছে। অন্যদিকে নেহাকে গোটা পরিবারের সঙ্গে রঙের উৎসবে রঙ ছড়াতে দেখা গেছে। ছবি পোস্ট করে নেহা ক্যাপশনে লিখেছেন, ‘আমাদের গোটা পরিবারের তরফে তোমাদের সকলকে হোলির শুভেচ্ছা’।
দেখুন নবদম্পতির হোলি উদযাপনের ছবি-
গত বছর ২৪ অক্টোবর গাঁটছড়া বাঁধেন নেহা কক্কর এবং রোহনপ্রীত সিং। এবং অন্যদিকে ৩০ অক্টোবর রাজকীয় বিয়ে সারেন সিংহম নাযিকা কাজল আগারওয়াল এবং গৌতম কিচলু।