বাংলা নিউজ > বায়োস্কোপ > Richard Gere : তেত্রিশ বছরের ছোট স্ত্রীর সঙ্গে বেড়াতে গিয়ে নিউমোনিয়ায় আক্রান্ত রিচার্ড গেয়ার

Richard Gere : তেত্রিশ বছরের ছোট স্ত্রীর সঙ্গে বেড়াতে গিয়ে নিউমোনিয়ায় আক্রান্ত রিচার্ড গেয়ার

রিচার্ড গেয়ার

আলেকজান্দ্রা তাঁর পোস্টে লেখেন, ‘জন্মদিনের শুভেচ্ছার জন্য সবাইকে ধন্যবাদ.. আমাদের পরিবারে প্রায় ৩ সপ্তাহ অসুস্থ থাকার পর অবশেষে এখন অনেকটা ভালো বোধ করছি! এত ভালবাসা দেওয়ার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ, পরিবর্তে আমিও আপনাদের ভালোবাসা জানাচ্ছি! ’ 

মেক্সিকোয় গিয়েছিলেন ছুটি কাটাতে, আর সেটাই কাল হল হলিউড অভিনেতা রিচার্ড গেয়ার। নিউমোনিয়ায় আক্রন্ত তিনি। মার্কিন সংবাদমাধ্যম সূত্রে খবর চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে হাসপাতালে। তবে তিনি এখন অনেকটাই তিনি সুস্থ। জানা যাচ্ছে, স্ত্রী আলেজান্দ্রা সিলভা-র ৪০তম জন্মদিন করতে তিনি মেক্সিকোতে গিয়েছলেন।

মার্কিন সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, চার্ড গেয়ারের সর্দিকাশির সমস্যা ছিলই, তবে মেক্সিকোতে ছুটি কাটানোর সময় সেই সমস্যা আরও বেড়ে যায়। পরীক্ষা করে চিকিৎসকরা জানাতে পারেন, অভিনেতা নিউমোনিয়ায় আক্রান্ত। চিকিৎসায় এখন অভিনেতা অনেকেটাই সেরে উঠেছেন ঠিকই তবে পরবর্তী সময়ের জন্য তাঁকে সচেতন থাকতে বলেছেন চিকিৎসকরা। অভিনেতার স্ত্রী সোশ্য়াল মিডিয়া পোস্টে রিচার্ড গেয়ারকে মাস্ক পরে স্ত্রী ও ছেলের সঙ্গে সৈকতে হাঁটতে দেখা যায়।

<p>স্ত্রী ও ছেলের সঙ্গে রিচার্ড গেয়ার</p>

স্ত্রী ও ছেলের সঙ্গে রিচার্ড গেয়ার

মার্কিন আরও বেশকিছু সংবাদমাধ্যমের প্রতিবেদন সূত্রে খবর, রিচার্ড গেয়ারই নন, তাঁর গোটা পরিবারই মেক্সিকোর আবহাওয়ার কারণে অসুস্থ হয়ে পড়েন। আলেকজান্দ্রা তাঁর পোস্টে লেখেন, ‘জন্মদিনের শুভেচ্ছার জন্য সবাইকে ধন্যবাদ.. আমাদের পরিবারে প্রায় ৩ সপ্তাহ অসুস্থ থাকার পর অবশেষে এখন অনেকটা ভালো বোধ করছি! এত ভালবাসা দেওয়ার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ, পরিবর্তে আমিও আপনাদের ভালোবাসা জানাচ্ছি! ’ প্রসঙ্গত ২০১৮ সালে ৩৩ বছরের ছোট আলেকজান্দ্রাকে বিয়ে করে খবরের শিরোনামে উঠে এসেছিলেন রিচার্ড।

 রিচার্ড গিয়ার শুধু অভিনেতাই নন, মানবতা কর্মী হিসাবেও পরিচিত। ১৯৮০সালে ‘আমেরিকান জিগোলো’ ছবিতে অভিনয়ের মাধ্যমে পরিচিতি পান। পরবর্তী সময়ে তিনি অ্যান অফিসার অ্যান্ড এ জেন্টলম্যান (১৯৮২), দ্য কটন ক্লাব (১৯৮৪), প্রিটি ওম্যান (১৯৯০), প্রাইমাল ফিয়ার (১৯৯৬), রানাওয়ে ব্রাইড (১৯৯৯)-এর মতো ছবিতে অভিনয় করেছেন। ২০০২ সালে শিকাগো চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি গোল্ডেন গ্লোব পুরস্কার এবং স্ক্রিন অ্যাক্টরস গিল্ড পুরস্কার লাভ করেন রিচার্ড গেয়ার।

প্রসঙ্গত, ২০০৭ সালে HIV এবং এইডস নিয়ে একটি সচেতনতা মূলক অনুষ্ঠানে ভারতে এসেছিলেন রিচার্ড গেয়ার। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্পা শেট্টিও। প্রথমে অনুষ্ঠান মঞ্চে পাশে দাঁড়িয়ে থাকা শিল্পার হাতে পরে তাঁকে জড়িয়ে ধরে কিছুটা নিচু হয়ে চুমু খেতে শুরু করেন। যদিও সেসময় শিল্পা শেট্টি হাসিমুখে পরিস্থিতি সামাল দিয়ে বলেছিলেন, ‘এটা একটু বেশি হয়ে গেল…’। তবে সেসময় সেই ঘটনা নিয়ে বিতর্ক কিছু কম হয়নি।

 

বন্ধ করুন