পরিচালক এসএস রাজামৌলির ছবি 'আরআরআর'। তেলুগুর পাশাপাশি মালায়ম, হিন্দি সহ একাধিক ভাষায় মুক্তি পেয়েছে এই ছবি। দেশের পাশাপাশি বিদেশেও সমালোচকদের কাছে প্রচুর প্রশংসা কুড়িয়েছে এই ছবি। বিদেশের বক্স অফিসেও চরম সাফল্য লাভ করেছে 'আরআরআর'। এর মধ্যেই এবার প্যান ইন্ডিয়া ফিল্ম নতুন কৃতিত্ব অর্জন করেছে।
রাজামৌলির ছবি হলিউড ক্রিটিক অ্যাসোসিয়েশন অ্যাওয়ার্ড ২০২২ জন্য মনোনয়ন পেয়েছিল। ‘RRR’ ‘টপ গান: ম্যাভেরিক’, ‘দ্য ব্যাটম্যান’, ‘এলভিস’ এবং ‘দ্য আনবেয়ারেবল ওয়েট অফ ম্যাসিভ ট্যালেন্ট’য়ের মতো হলিউড ছবির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেছে। টুইটারে হলিউড ক্রিটিকস অ্যাসোসিয়েশনের তরফে ঘোষণা করা হয়েছে, সেরা ছবির জন্য় পুরস্কার পেয়েছে ‘Everything Everywhere All At Once’। রানার্স আপ, ‘আরআরআর’।
আরও পড়ুন: মায়ের কোল থেকে রামধনু উপভোগ একরত্তি জেহয়ের, আঙুল তুলে দেখাচ্ছে! ছবি শেয়ার করিনার
টুইটারে এই খবরের প্রতিক্রিয়া জানিয়েছেন আরআরআর ভক্তরা। অনেকেই দাবি করছেন, RRR-কে পুরস্কার দেওয়া উচিত ছিল।
হলিউড ক্রিটিকস অ্যাসোসিয়েশন বছরে দু'বার পুরস্কার দিয়ে চলচ্চিত্রকে সম্মানিত করে -- ফেব্রুয়ারি এবং জুলাই মাসে। HCA পুরস্কার হলিউড সমালোচকেরা আয়োজন করেন। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রে প্রদর্শিত সমস্ত ছবির জন্যও জায়গা থাকে এখানে। এই প্রথম হলিউড পুরস্কারের তালিকার সেরা ছবির বিভাগে কোনও ভারতীয় ছবি মনোনীত এবং পুরস্কৃত হয়েছে।