দেখতে দেখতে কেমন সময় বয়ে যায়। ৫০ বছরে পদার্পণ করলেন সকলের প্রিয় অভিনেতা ‘টাইটানিক’ খ্যাতো লিওনার্দো ডি ক্যাপ্রিও। বহু মেয়ের ক্রাশ লিওনার্দো ১১ নভেম্বর নিজের ৫০ তম জন্মদিন উদযাপন করলেন লস অ্যাঞ্জেলেসের বাসভবনে। অতিথিদের তালিকায় ছিলেন ব্র্যাড পিট থেকে শুরু করে মার্ক রাফালো পর্যন্ত।
লিওনার্দো নিজের জন্মদিনের বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন, যা ইতিমধ্যেই হয়েছে ভাইরাল। ছবিতে দেখা যাচ্ছে, বান্ধবী ইনেস ডি রেমনের সঙ্গে এসেছেন অভিনেতা ব্র্যাড পিট। আরও এসেছেন, লিওনার্দোর সহ অভিনেতা মার্ক রাফালো, ‘ক্যাচ মি ইফ ইউ ক্যান’ খ্যাত পরিচালক স্টিফেন স্পিলবার্গ।
(আরও পড়ুন: রটেছিল ডিভোর্সের খবর! ফের মা হতে চলেছেন নিম ফুলের 'মৌমিতা' মানসী, কবে আসছে দ্বিতীয় সন্তান)
উপস্থিত থাকতে দেখা যায় বেনিসিও ডেল তোরো, টড ফিলিপিস, গুইলারমো ডেল তোরো। অভিনেতা ক্রিস রক, জেমি ফক্স, কেভিন কোনলি, বিল মাহের, অরল্যান্ডো ব্লুম, ক্যাসি অ্যাফ্লেক। উপস্থিত ছিলেন পপ তারকা কেটি পেরি, প্যারিস হিল্টন। উপস্থিত ছিলেন রবার্ট ডি নিরো, যদিও তাঁর ছবি সোশ্যাল মিডিয়ায় দেখা যায়নি।
সোশ্যাল মিডিয়াতে ছবিগুলি পোস্ট হতেই একদিকে যেমন অভিনেতাকে জন্মদিনের শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দিয়েছেন সকলে, অন্য দিকে এই ছবিগুলি নিয়ে বেশ ভালোই ট্রোল হয়েছে। একসময় যিনি ২৫ বছর বয়সী অভিনেত্রীদের সঙ্গে প্রেম করতেন, সেই লিওনার্দোর জন্মদিনে সবাই সমবয়সী অতিথি কীভাবে? এমন প্রশ্ন করেছেন অনেকেই।
(আরও পড়ুন: ৩ মেয়ের জন্য ‘সুদর্শন, দীর্ঘাঙ্গ, সুপ্রতিষ্ঠিত পাত্র' খুঁজছেন পিসি সরকার! ‘স্বয়ম্বর’ নিয়ে মুখ খুললেন মৌবনী)
শুধু সমবয়সী অতিথিদের নিয়ে সমালোচনা করা নয়, অতিথিদের ড্রেস নিয়েও কটুক্তি করেছেন সোশ্যাল মিডিয়ার বাসিন্দারা। একজন লিখেছেন, ‘এগুলি দেখে কোনও পার্টির ছবি বলে মনে হচ্ছে না।’ অন্য একজন মন্তব্য করে লিখেছেন, ‘সকলে কেন কালো পোশাক পরে রয়েছেন? এটি তো কোনও শোক সভা নয়।’ অন্য একজন লিখেছেন, ‘এমন ড্রেস কোড হওয়ার কারণ কী?’