বাংলা নিউজ > বায়োস্কোপ > Lupita Nyong'o: পরেছেন শিফন শাড়ি, আর ন্যাড়া মাথায় মেহেন্দি করে চমকে দিলেন অস্কারজয়ী হলিউড তারকা

Lupita Nyong'o: পরেছেন শিফন শাড়ি, আর ন্যাড়া মাথায় মেহেন্দি করে চমকে দিলেন অস্কারজয়ী হলিউড তারকা

লুপিতা নিয়ং'ও

শুধু মেহেন্দি দিয়ে মাথায় ডিজাইন করা-ই নয়, সঙ্গী ভারতীয় সংস্কৃতির ঐতিহ্য মেনে গোলাপী-নীল ও হলুদ রঙের একটি শিফন শাড়িও পরেছেন লুকিতা, সঙ্গে পরেছেন সোনার ঝাড়বাতি স্টাইলের কানের দুল। ঠোঁটে পরেছে বেরি রঙের লিপস্টিক, আর চোখের মেকআপে স্মোকি আই। উপলক্ষ্য একটি ভারতীয় বিয়ের সঙ্গীতে যোগদান করেছিলেন লুপিতা।

' দিলওয়ালে দুলহিনিয়া লে জায়েঙ্গে' ছবির সেই জনপ্রিয় গানটির কথা মনে পড়ে? 'মেহেন্দি লাগাকে রাখনা, ডোলি সাজাকে রাখনা', সেই গানটির কথাই হয়ত শুনে ফেলেছেন হলিউডের অস্কারজয়ী তারকা লুপিতা নিয়ং'ও। তাবলে তিনি যে তাঁর ন্যাড়া মাথায় মেহেন্দি করে বসবেন তা কে-ই বা জানত!

তবে শুধু মেহেন্দি দিয়ে মাথায় ডিজাইন করা-ই নয়, সঙ্গী ভারতীয় সংস্কৃতির ঐতিহ্য মেনে গোলাপী-নীল ও হলুদ রঙের একটি শিফন শাড়িও পরেছেন লুপিতা, সঙ্গে পরেছেন সোনার ঝাড়বাতি স্টাইলের কানের দুল। ঠোঁটে পরেছে বেরি রঙের লিপস্টিক, আর চোখের মেকআপে স্মোকি আই। হাতের নখে নীল নেলপলিশ। উপলক্ষ্য একটি ভারতীয় বিয়ের সঙ্গীতে যোগদান করেছিলেন লুপিতা। সোশ্যাল মিডিয়ায় উঠে আসা ভিডিয়োতে ৪০ বছরের অভিনেত্রীকে হাত জোর করে শাড়ি উড়িয়ে ঘুরতে দেখা যাচ্ছে। ক্যাপশানে অস্কারজয়ী অভিনেত্রী লিখেছেন, ‘যখন আমাদের কোনও ভারতীয় বিয়েতে আমন্ত্রণ জানানো হয়, তখন আমরা সম্মান দেখাতে ও উদযাপনের জন্য এভাবেই সাজি।’

আরও পড়ুন-কানে রাতে পার্টিকে কালো অফ শোল্ডার ড্রেসে গর্জাস, সারার লুকে থমকে গেল নেটপাড়া

জানা যাচ্ছে লুপিতার এই ট্য়াটু ডিজাইন করেছেন নিউ ইয়র্কের মেহেন্দী শিল্পী সাবিন মারঘুব। নেটপাড়ায় অনেকেই লুপিতার এই ভারতীয় লুকের প্রশংসা করেছেন। কেউ আবার লিখেছেন  ‘আমি এটিকে সাধুবাদ জানাই, সংস্কৃতির একাধিক স্তর এখানে দেখানো হয়েছে।" অন্য একজন মজা করে লিখেছেন, ’ও, আমাকেও একদিন মাথায় মেহেন্দি করে দেখতে হবে। এটা এটা খুবই পছন্দ করি!' কেউ আবার অস্কারজয়ী অভিনেত্রীকে "রানি লুপিতা" বলে ডেকেছেন, কেউ লিখেছেন, ‘কী সুন্দর শিল্পকর্ম!  শাড়িতে আপনাকে সুন্দর লাগছে! এখন সময় এসেছে দেখিয়ে দিন যে আপনি ভাংড়াও নাচতে পারেন।’ কারোর কথায়, ‘চুল ছাড়াও আপনাকে সুন্দর দেখাচ্ছে’। এমনই নানান মন্তব্য উঠে এসেছে।

অস্কারজয়ী তারকা লুপিতা নিয়ং'ওকে প্রায় ১০ লক্ষ ইনস্টাগ্রাম ব্যবহারকারী অনুসরণ করেন। প্রসঙ্গত, 'টুইয়েলভ ইয়ার অ্যা স্লেভ' ছবির জন্য অস্কার জিতেছেন অভিনেত্রী লুপিতা। তবে 'ব্ল্যাক প্যান্থার' ছবির জন্যই তিনি জনপ্রিয়তা পান।

(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)

 

 

বন্ধ করুন