বিশ্বের শীর্ষ অভিনেতাদের কথা যখনই বলা হয় তখনই সবার আগে মাথায় আসে টম ক্রুজ, রায়ান রেনল্ডস, শাহরুখ খান, প্রভাসের মতো অভিনেতাদের কথা। কিন্তু এমন একজন অভিনেতা রয়েছেন, যিনি গত পাঁচ বছরে বক্স অফিসকে একটিও হিট সিনেমা না দিয়েও এই মুহূর্তে সবথেকে বেশি পারিশ্রমিক প্রাপ্ত অভিনেতা। জানেন তিনি কে?
অভিনেতাদের পারিশ্রমিক নির্ভর করে তাঁদের হিট সিনেমার সংখ্যার ওপর। কিন্তু যে অভিনেতার কথা আজ বলা হবে, এই অভিনেতা গত ৫ বছরে একটিও হিট সিনেমা উপহার দিতে পারেননি। এত কিছু পরেও তিনি সব থেকে বেশি পারিশ্রমিক প্রাপ্ত অভিনেতাদের তালিকায় শীর্ষে রয়েছেন।
হলিউডের সব থেকে বেশি পারিশ্রমিক প্রাপ্ত এই অভিনেতা হলেন অ্যাডাম স্যান্ডলার। ৯০ এবং ২০০০ দশকের সব থেকে জনপ্রিয় কমেডিয়ান হিসেবে পরিচিত তিনি। ২০২৩ সালে তিনি ৭৩ মিলিয়ন ডলার উপার্জন করেছেন। ২০২৩ সালে অ্যাডামের ৪টি সিনেমা মুক্তি পায় যার মধ্যে তিনি ৩টি সিনেমায় অভিনেতা হিসেবে কাজ করেছেন এবং ১টি সিনেমায় প্রযোজক হিসেবে।
২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘মার্ডার মিস্ট্রি ২’ সিনেমায় তিনি অভিনেতা হিসেবে কাজ করেছিলেন। ‘ইউ আর সো নট ইনভাইটেড টু মাই ব্যাট মিটজভা’ সিনেমায় সহ অভিনেতা হিসেবে কাজ করেছিলেন। এই দুটি সিনেমাই নেটফ্লিক্স- এ মুক্তি পেয়েছিল। নেটফ্লিক্স - এ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘লিও'-য় তিনি কণ্ঠ দিয়েছিলেন। প্রযোজনা করেছিলেন ‘দ্যা আউট - লজ’ সিনেমার।
(আরও পড়ুন: 'মরচে ধরেছে মুভমেন্টে, তবুও...' বহুদিন পর খাদানের ‘রাজার রাজা’ গানে দেবের নাচে ফিদা নেটপাড়া, ভাসছে নস্টালজিয়ায়)
তিনি শুধু একটি সিনেমা নয়, ২০২৩ সালে যে সিনেমাগুলোয় তিনি অভিনয় করেছেন সেগুলির প্রায় প্রত্যেকটিতেই তিনি সহ প্রযোজক হিসেবে কাজ করেছিলেন। স্বাভাবিকভাবেই এই সিনেমাগুলোর রেকর্ড আয়ের একটি বড় অংশ তিনি পেয়েছিলেন। গত ৫ বছরে অ্যাডামের একটি সিনেমাও সিনেমা হলে মুক্তি পায়নি, সবকটি মুক্তি পেয়েছে ডিজিটাল প্লাটফর্মে।
মহামারীর পর ২০২৪ সালে অ্যাডাম অভিনীত ‘স্পেসম্যান’ মুক্তি পেয়েছিল প্রেক্ষাগৃহে, কিন্তু তা বাণিজ্যিকভাবে সফল হয়নি। সর্বশেষ ২০১৯ সালে ‘আনকোট জেমস’ দুর্দান্ত ব্যবসা করেছিল বক্স অফিসে। ১৯ মিলিয়ন ডলারের বাজেটে তৈরি করা এই সিনেমাটি ৫০ মিলিয়ন ডলার উপার্জন করেছিল। পারিশ্রমিকের দিক থেকে তিনি পেছনে ফেলে দিয়েছেন মার্গট রবিকেও।