স্টার জলসার পর্দায় শীঘ্রই আসতে চলেছে শুভ বিবাহ। এই ধারাবাহিকের হাত ধরে বহুদিন পর স্টারে ফিরছেন হানি বাফনা। তাঁর বিপরীতে দেখা যাবে সোনামণি সাহাকে। এটা তাঁদের জুটির প্রথম সিরিয়াল। এখানে সোনামণি সাহাকে একজন ডিভোর্সী মহিলা হিসেবে দেখানো হবে। তবে দ্বিতীয় বিয়ে হবে হানির সঙ্গে। পর্দায় শীঘ্রই সোনামণির সঙ্গে গাঁটছড়া বাঁধতে চললেও বাস্তবে কবে বিয়ের প্ল্যান অভিনেতার? কী জানালেন?
আরও পড়ুন: 'গায়ে গতরে খাটতে হবে, উইকেন্ডের অপেক্ষা করবেন না, আমরা উন্নত দেশ নই', পরামর্শ সাংসদ কঙ্গনার
বিয়ে নিয়ে কী পরিকল্পনা হানি বাফনার?
এদিন আনন্দবাজারকে দেওয়া একটি সাক্ষাৎকারে হানি জানান পর্দায় একজন বিবাহবিচ্ছিন্না মহিলাকে বিয়ে করলেও বাস্তবে তিনি কি কি কোনও ডিভোর্সী মহিলাকে বিয়ে করবেন? অভিনেতার কথায়, 'কেন নয়? প্রেমের বিয়ে হলে দ্বিতীয়বার ভাবব না। কিন্তু অ্যারেঞ্জ ম্যারেজ হলে অবশ্যই পাত্রীর আগের বিয়ে কেন ভেঙেছিল সেটা জানতে চাইব। কিন্তু সেটার জন্য বিয়ে ভাঙব না। বা তাঁকে দূরে সরিয়ে দেব না।'
দ্বিতীয় বিয়ে নিয়ে কী মত হানির? অভিনেতা এই বিষয়ে জানান, 'এখন আর কারও একবার প্রেম হয় না। একাধিক প্রেমে জড়িয়ে পড়েন অনেকেই। যদি সেটা দোষের না হয়, তাহলে দ্বিতীয় বিয়ে নিয়ে কীসের সমস্যা?'
আরও পড়ুন: 'যদি কেউ যোগ্য মনে করে...' দেবের দেখানো পথেই এবার বড় পর্দার পর রাজনীতিতে পা রাখছেন সৌমিতৃষা?
শুভ বিবাহ প্রসঙ্গে
আগামী ১৭ জুন থেকে শুরু হতে চলেছে শুভ বিবাহ। শেষ হচ্ছে জল থই থই ভালোবাসা। সেখানেই রাত ৯টা থেকে দেখা যাবে এই মেগা। শুভ বিবাহ ধারাবাহিকে হানি বাফনার চরিত্রের নাম তেজ। আর সোনামণির নাম সুধা। সুধা ডিভোর্সী, ইভেন্ট প্ল্যানার সে। অন্যদিকে তেজ 'তেজ বেকারি'র মালিক। সম্ভ্রান্ত পরিবারের ছেলে। এমন অবস্থায় দুজনের বিয়ে কী করে হয়ে সেটাই দেখার।