বাংলা নিউজ > বায়োস্কোপ > Honey Singh on Urfi Javed: ‘বাচ্চাটা দারুণ, সব মেয়ের ওঁর মতো হওয়া উচিত', উরফির প্রশংসায় পঞ্চমুখ হানি সিং

Honey Singh on Urfi Javed: ‘বাচ্চাটা দারুণ, সব মেয়ের ওঁর মতো হওয়া উচিত', উরফির প্রশংসায় পঞ্চমুখ হানি সিং

উরফির প্রশংসায় পঞ্চমুখ হানি সিং

Honey Singh on Urfi Javed: সোশ্যাল মিডিয়াতে সর্বদা নিজের স্বতন্ত্র উপস্থিতির জন্য চর্চায় থাকেন উরফি। এ বার তাঁর স্টাইল স্টেটমেন্ট নজর কেড়েছে হানি সিংয়ের। প্রাক্তন বিগ বস ওটিটি খ্যাত এই তারকার প্রশংসায় পঞ্চমুখ র‌্যাপার।

ফ্য়াশনেবল লুকের জন্য নেটদুনিয়ায় হামেশাই চর্চায় থাকেন উরফি জাভেদ। প্রাক্তন বিগ বস ওটিটি খ্যাত এই তারকা প্রচুর সামলোচনার মুখেও পড়েন। অনেকে আবার প্রশংসাও করেন তাঁর। উরফি শুধু নেটিজেনদেরই নয়, র‌্যাপার ইয়ো ইয়ো হানি সিং সহ অনেক সেলিব্রিটির নজর কেড়েছেন। সম্প্রতি, উরফির প্রশংসায় পঞ্চমুখ হানি সিং।

সোশ্যাল মিডিয়াতে সর্বদা নিজের স্বতন্ত্র উপস্থিতির জন্য চর্চায় থাকেন উরফি। এ বার তাঁর স্টাইল স্টেটমেন্ট নজর কেড়েছে হানি সিংয়ের। এক সংবাদমাধ্যমের সামনে র‌্যাপার গায়ক বলেছেন, ‘আমি সত্যিই বাচ্চাটিকে খুব (উরফি) পছন্দ করি। ও খুব সাহসী। জীবনকে নিজের মতো করে বাঁচতে চায়। আমার মনে হয়, সব মেয়ের ওঁর মতো হওয়া উচিত।’

আরও পড়ুন: ভিকির সঙ্গে সিদ্ধিবিনায়ক মন্দিরে পুজো দিলেন ক্যাটরিনা, পাশে শাশুড়িও, ভাইরাল ছবি

গায়ক আরও যোগ করেছেন, ‘মনের মধ্যে যা আসে বিনা দ্বিধায় তা করুন। আপনি কোথা থেকে এসেছেন এবং আপনি কোন ধর্ম, বর্ণ বা পরিবারের- তা ভয় না করেই করুন। পরিবারে কোনও দাগ না লাগে, সেসব খেয়াল করে যেটা মন চায় সেটাই করুন। বুক বাজিয়ে সাহস দেখিয়ে করুন।’

মিউজিক ভিডিয়োয় উরফির সঙ্গে কোলাবোরেশন করার ইচ্ছেও প্রকাশ করেছেন হানি। এ প্রসঙ্গে কথা বলতে গিয়ে গায়ক জানিয়েছেন, ‘হ্যাঁ অবশ্যই। এমন কোনও ভালো গান বাঁধলাম, যেটা দেখে মনে হল উরফি পুরোপুরি মানানসই, তাহলে করব না কেন? ওর জন্য় অনেক শুভেচ্ছা আর শুভ কামনা।’

বন্ধ করুন