একটা সময় বলিউড মিউজিক ইন্ডাস্ট্রিতে রাজত্ব করেছেন ইয়ো ইয়ো হানি সিং। এরপর মানসিক অবসাদ, মাদকাসক্তির জেরে নিজের সিংহাসন খুইয়ে বসেন ‘লুঙ্গি ডান্স’ খ্যাত এই ব়্যাপার। গ্ল্যামার দুনিয়ার চাকচিক্য থেকে অনেক দূরে রিহ্যাব সেন্টারে দিন কেটেছে হানির। গত কয়েক বছর ধরে মানসিক স্বাস্থ্য নিয়ে কঠিন লড়াই চালিয়েছেন গায়ক। বাইপোলার ডিজওর্ডারের শিকার হয়ে পড়েছিলেন হানি, এই কঠিন সময়ে ইন্ডাস্ট্রির যে সকল তারকা তাঁর পাশে দাঁড়ান তাঁর অন্যতম ‘চেন্নাই এক্সপ্রেস’ নায়িকা দীপিকা পাড়ুকোন। কোন চিকিৎসকের পরামর্শ হানির জন্য সঠিক হবে, তা বাতলে দিয়েছিলেন দীপিকা।
হানি সিং আরও জানিয়েছেন, এই কঠিন সময়ে তাঁর নিয়মিত খোঁজখবর দিলেন অক্ষয় কুমার, শাহরুখ খানরা। ব্যক্তিগত জীবনেও ঝড় বয়ে গিয়েছে হানির, গত বছরেই তাঁর ডিভোর্স চূড়ান্ত হয়েছে, আপতত টিনা থডানির সঙ্গে প্রেম করছেন হানি। অন্ধকার অতীতে আর ফিরেও তাকাতে চান না হানি সিং।
বলিউড হাঙ্গামাকে দেওয়া এক সাক্ষাৎকারে গায়ক বলেন, ‘আমার কঠিন সময়ে সকলে সাহায্য করেছে আমাকে। কোন চিকিৎসকের কাছে যাব, কিছুই বুঝে উঠতে পারছিলাম না। সেই ব্যবস্থা দীপিকাই (পাড়ুকোন) করে দেয়। দিল্লির এক চিকিৎসকের কাছে যাই। সেই সময় আমার অবস্থা চোখে দেখার মতো ছিল না। আমার মতো দীপিকাও একই পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছে। তবে আমারটা একটু বাড়াবাড়ির পর্যায়ে চলে গিয়েছিল।’ হ্যাঁ, একটা সময় মানিসক অবসাদের মধ্যে দিয়ে গিয়েছেন দীপিকাও। প্রেমে ব্যর্থতার পর কেরিয়ার জলাঞ্জলি দিতে বসেছিলেন অভিনেত্রী, নিজেকে ঘরবন্দি করে ফেলেছিলেন। তবে ঘুরে দাঁড়ান দীপিকা পাড়ুকোন। এরপর একটি স্বেচ্ছাসেবী সংস্থাও (Live Love Laugh) প্রতিষ্ঠা করেছেন দীপিকা, যা মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করে চলেছে অবিরাম।
হানি সিং আরও জানিয়েছেন, শাহরুখ খান এবং অক্ষয় কুমারও তাঁর নিয়মিত খোঁজ খবর নিলেন। গায়ক বলেন, ‘পাঁচ বছর আমি নিজে ফোনে কারুর সঙ্গে কথা বলিনি, তিন বছর টেলিভিশন দেখিনি। আমি কিছু দেখলে বা শুনলে বিচলিত হয়ে উঠতাম’। নিজের কেরিয়ার নিয়ে মোটেই চিন্তিত নন হানি। তাঁর কথায়, 'আমি শ্রমিক মানুষ, কিছু না কিছু ঠিক করে নেব'।
২০১৪ সালের পর ধীরে ধীরে স্পটলাইট থেকে হারিয়ে যান হানি সিং। ওই বছর মুক্তি পেয়েছিল তাঁর অ্যালবাম ‘দেশি কলাকার’। এপরপর হাতেগোনা কয়েকটি ছবির কাজ করলেও সেভাবে দেখা মেলেনি হানির। তবে ধীরে ধীরে লাইমলাইটে ফিরছেন হানি, সদ্যই সলমনের ‘কিসি কা ভাই কিসি কি জান’ এবং অক্ষয়ের ‘সেলফি’ ছবিতে গান গেয়েছেন ইয়ো ইয়ো।