বাংলা নিউজ > বায়োস্কোপ > Honey Singh-Uorfi Javed: 'এটা ২০২৩' মনে করিয়ে দিয়ে হানি বললেন, 'উরফি যা খুশি তাই পরবেন'

Honey Singh-Uorfi Javed: 'এটা ২০২৩' মনে করিয়ে দিয়ে হানি বললেন, 'উরফি যা খুশি তাই পরবেন'

হানি সিং-উরফি জাভেদ

তাঁর বিরুদ্ধে 'নারী বিদ্বেষী' শব্দ ব্যবহারের অভিযোগ প্রসঙ্গে হানি বলেন, ‘সবটাই গানের ভাব অনুযায়ী লেখা, নারীদের অপমানের জন্য নয়। আর তাই যদি হবে অভিভাবকরা মেয়ের বিয়েতে আমায় গান গাইতে কেন ডাকেন? আন্টি পুলিশ বুলা লেগি গানে কেন বয়স্ক মহিলারা আমার সঙ্গে স্টেজে উঠে নাচেন?’

রণবীর সিং-ও একবার উরফি জাভেদকে ‘ফ্যাশনিস্তা’র তকমা দিয়েছিলেন। উরফি ফ্যাশান সেন্সের প্রশংসা করেছেন সানি লিওন থেকে শুরু করে করিনা কাপুর। নিত্যদিনই নতুন পোশাকে জনসমক্ষে আসতে দেখা যায় উরফিকে। তবে উরফির খোলামেলা পোশাক নিয়ে বিতর্কও কিছু কম হয় না। আবার সাম্প্রতিক সময়ে খুনের হুমকিও পাচ্ছেন ইন্টারনেট সেনসেশন। কারণটা সেই তাঁর পোশাক। এবার উরফির হয়ে সুর চড়ালেন র‍্যাপার হানি সিং। হানির সাফ কথা, ‘এটা ২০২৩, উরফি যা খুশি তাই পরতে পারেন।’

সম্প্রতি পিঙ্কভিলাকে দেওয়া এক সাক্ষাৎকারে হানি সিং বলেন, ‘উরফি জাভেদ একজন মহিলা, উনি সাহসি পোশাকে বাইরে বের হন। কিছু লোকজন ওঁকে নিয়ে ভুলভাল কথা বলেন, কিন্তু এটা ২০২৩। উনি যা খুশি তাই পরতে পারেন। এটা ওঁর ব্যক্তিগত বিষয়।’

<p>উরফি জাভেদ ও হানি সিং</p>

উরফি জাভেদ ও হানি সিং

এদিকে হানি সিংয়ের গানের কথা নিয়েও অশ্লীলতার অভিযোগ রয়েছে। এর আগে গানে অশ্লীল শব্দ ব্যবহার করার অভিযোগে হানির বিরুদ্ধে এবিষয়ে মামলা দায়েরও হয়েছিল। এনিয়ে হানি সিং বলেন, ‘বলিউডে এধরনের গানের দীর্ঘ ইতিহাস রয়েছে।’ সোশ্যাল মিডিয়ায় তাঁর গানের ভাষা নিয়ে ট্রোলিং প্রসঙ্গে হানি বলেন, এর আগে বরং মানুষ বেশি বুদ্ধিমান ছিল। বুদ্ধিজীবী ও শিক্ষিত মানুষের মধ্যে পার্থক্য রয়েছে। আমরা আজ দুধরনের মানুষকে গুলিয়ে ফেলছি। শিক্ষিত লোকজনকেই বুদ্ধিজীবী বলছি। মানুষ আগে আরও অনেক বেশি বড় মনের ছিল। তাঁরা বিনোদনকে বিনোদন হিসেবেই দেখত। আজ, কোনও অভিনেত্রী যদি বিকিনি পরেন, তাকে হয়রানি শিকার হতে হয়। কিন্তু কেন কেউ বিকিনি পরতে পারবেন না?

তাঁর বিরুদ্ধে 'নারী বিদ্বেষী' শব্দ ব্যবহারের অভিযোগ প্রসঙ্গে হানি বলেন, ‘সবটাই গানের ভাব অনুযায়ী লেখা, নারীদের অপমানের জন্য নয়। আর তাই যদি হবে অভিভাবকরা মেয়ের বিয়েতে আমায় গান গাইতে কেন ডাকেন? আন্টি পুলিশ বুলা লেগি গানে কেন বয়স্ক মহিলারা আমার সঙ্গে স্টেজে উঠে নাচেন?’

প্রসঙ্গত খুব শীঘ্রই নেটফ্লিক্সে আসছে হানিকে নিয়ে তথ্যচিত্র। তাতে জানা যাবে ২০১৫ সালে তিনি কেন গানের জগত থেকে বিরতি নিয়েছিলেন। জানা যায়, তিনি নাকি মানসিক অবসাদে ভুগছিলেন। আর নেটফ্লিক্সের তথ্য়চিত্রে উঠে আসবে হানি সিং-কে নিয়ে নানান অজানা কথা।

 

বন্ধ করুন