ইন্ডিয়াজ বেস্ট ডান্সার ভার্সেস সুপার ডান্সারে অতিথি হিসেবে দেখা গেল র্যাপার, গায়ক এবং সুরকার ইয়ো ইয়ো হানি সিং-কে। ক্রিসমাস উদযাপনের জন্য বিশেষ অতিথি হিসাবে আসেন তিনি। শো চলাকালীন, র্যাপার এবং গায়ককে ইন্ডাস্ট্রিতে তাঁর প্রতিযোগিতা সম্পর্কে কথা বলতে দেখা যাবে।
র্যাপ ইন্ডাস্ট্রিতে তাঁর কোনও প্রতিদ্বন্দি নেই, জানালেন হানি সিং
একটি প্রোমোতে হানিকে বেশ অকপটে বলতে শোনা যায় কথা। র্যাপিং ইন্ডাস্ট্রিতে তার প্রতিযোগিতা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে হানির থেকে প্রতিক্রিয়া আসে, ‘আমি তো সেভাবে র্যাপিং-এর জগতেই নেই। আমি যা লিখি তার থেকে ভালো করারও লোক আছে, খারাপ করার লোকও আছে। কিন্তু আমার মতো করার কেউ নেই। তাই আমার কোনো কম্পটিশনও নেই। এই যে র্যাপ জগতে এখন যারা, এসবতো আমারই বংশধর। দেখো আমার হেটার্সদের উপর রাগ কোরো না কখনো, কারণ ওরা আমারই সন্তান। যারা একসময় তাড়াহুড়ো করে বিচার করত।’
শেষ লাইনটি বাদশাকে কটাক্ষ বলেই মনে করা হয়েছে।, যেমন তিনি এমটিভি হাসল বিচার করতেন এবং এখন এটি র্যাপার রফতার এবং ইক্কা বিচার করছে।
এদিকে সম্প্রতি গুরগাঁওয়ে এপি ধিলোঁর কনসার্টে সারপ্রাইজ এন্ট্রি করে ভক্তদের চমকে দিয়েছেন হানি। তার নতুন গান 'মিলিয়নেয়ার'-এ তার প্রবেশ ভক্তদের পাগল করে তুলেছিল।
বাদশা, হানি সিংয়ের দ্বন্দ্ব
বাদশা ও হানি সিংয়ের মধ্যে ১৫ বছর ধরে ঝগড়া চলে আসছে। গত বছর মনে হয়েছিল যে এই জুটি তাদের সমস্যাগুলি সমাধান করেছে। তবে হানি সিং সম্প্রতি তার ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ভিডিয়ো শেয়ার করেন এবং ফের বাদশার র্যাপিং দক্ষতা নিয়ে কটাক্ষ করেছেন। হানি সিং একটি প্রোমো ভিডিয়ো শেয়ার করে নেন, যেখানে বাদশা তাঁর ফ্রিস্টাইল র্যাপিং দক্ষতা দেখাচ্ছিলেন।
বাদশা বলেন, ‘দিল্লি কা গোলগাপ্পা, মুম্বই সে ভেলপুরি, চণ্ডীগড় কি লস্যি কো গড্ড গড্ড পি জাতে হ্যায়।’ এটি শেয়ার করে হানি সিং লিখেছিলেন, ‘অ্যায়সে লিরিক্স লিখওয়ানে হ্যায়, বাস তকদির বন যায়েগি মেরি (এই জাতীয় গানের কথাই আমার ভাগ্য তৈরি করবে)।’ টেক্সটের সঙ্গে একটি হাসির ইমোজিও জুড়ে দিয়েছিলেন তিনি।
একসময় মাদকাসক্তির কারণে সঙ্গীত জগৎ থেকে দীর্ঘ দিন দূরে ছিলেন শিল্পী। চিকিৎসার পর কয়েকবছর আগেই আবার কেরিয়ারের মূলস্রোতে ফিরে আসেন হানি।
২০২২ সালের শেষের দিকেই হানির ডিভোর্স হয় ২০ বছরের পুরনো বউ শালিনীর সঙ্গে। ২০১১ সালে তাঁরা শিখ রীতি অনুযায়ী দিল্লির ফার্ম হাউজে তাঁরা বিয়ে করেন। ২০১৪ সালে প্রথমবার রিয়ালিটি শো রকস্টার এর একটি পর্বে দর্শকদের সঙ্গে স্ত্রী শালিনী তলওয়ারের পরিচয় করিয়ে দেন হানি সিং। তার আগে হানি সিং যে বিবাহিত তা জানা ছিল না অনেকেরই।
গায়কের নামে শারীরিক হিংসা, যৌন হিংসা, মানসিক উৎপীড়ন এবং আর্থিক তছরুপের মতো অভিযোগ তোলেন ডিভোর্সের সময়। জানান, হানিমুন থেকে তাঁর গায়ে হাত তোলা শুরু করেছিল এই র্যাপার।