বাংলা নিউজ > বায়োস্কোপ > Horse-Shocking Video: শ্যুটিংয়ে হুমড়ি খেয়ে পড়ল দুটি ঘোড়া, হাড় ভেঙে যন্ত্রণায় কাতরাচ্ছে! অভিযোগ দায়ের PETA-র

Horse-Shocking Video: শ্যুটিংয়ে হুমড়ি খেয়ে পড়ল দুটি ঘোড়া, হাড় ভেঙে যন্ত্রণায় কাতরাচ্ছে! অভিযোগ দায়ের PETA-র

শ্যুটিং সেটে দুর্ঘটনায় পড়ল ঘোড়া

জানা যাচ্ছে, একটি ঘোড়ার হাড় ভেঙে গিয়েছে। অপরটিও গুরুতরভাবে জখম। টেলিভিশনের শ্যুটিং সেটে ঘোড়াগুলি আহত হওয়ার ভিডিয়ো ইতিমধ্যেই নেটদুনিয়ায় ছড়িয়ে পড়েছে। পুলিশের কাছে প্রযোজনা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আর্জি জানানো হয়েছে। ঘোড়াগুলির অস্ত্রোপচারের প্রয়োজন হলে পেটা পাশে আছে বলেও জানানো হয়েছে।

শ্যুটিং সেটে গুরুতর দুটি ঘোড়া। পশুর উপর নির্যাতনের অভিযোগ এনে থানায় FIR দায়ের করল PETA (People for the Ethical Treatment of Animalsha)। জানা যাচ্ছে, একটি ঘোড়ার হাড় ভেঙে গিয়েছে। অপর ঘোড়াটিও গুরুতরভাবে জখম। টেলিভিশনের অনুষ্ঠানে শ্যুটিং সেটে ঘোড়াগুলি আহত হওয়ার ভিডিয়ো ইতিমধ্যেই নেটদুনিয়ায় ছড়িয়ে পড়েছে।

জানা যাচ্ছে, প্রযোজনা সংস্থা সোবো ফিল্মস-এর বিরুদ্ধে এই অভিযোগ দায়ের করেছে PETA ইন্ডিয়া। জানা যাচ্ছে, ঘটনাটি ঘটেছে এক মহানায়ক : ডঃ বি আর আম্বেদকরের শ্যুটিংয়ের সময়। এই ঘটনায় পেটার তরফে মুম্বই পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে।

টুইটারে PETA-র তরফে, ঘোড়াদুটির দুর্ঘটনাগ্রস্ত হওয়ার একটি ভিডিয়ো শেয়ার করে মুম্বই পুলিশের উদ্দেশ্যে লেখা হয়েছে, এই ঘটনায় PCA আইনের অধীনে ১১(১)(এ), ১১(১)(বি), ১১(১)(১), ২৬(বি), ৩৮৩) ধারায় অভিযোগ দায়েরের অনুরোধ করা হয়েছে। পাশাপাশি, ১৯৬০ এবং ২৮৯ এবং ৪২৯ ধারাতেও অভিযোগ দায়ের করার অনুরোধ করা হয়েছে। এই ঘটনায় অভিযুক্ত প্রযোজনা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আর্জি জানানো হয়েছে। দুর্ঘটনার কারণে ঘোড়াগুলির অস্ত্রোপচারের প্রয়োজন হলে পেটা পাশে আছে বলেও জানানো হয়েছে। 

আরও পড়ুন-বন্যা বিধ্বস্ত পঞ্জাব, এক কোমর জলে নেমে খাবার, ওষুধ বিতরণ করলেন 'এক থা টাইগার' অভিনেতা

আরও পড়ুন-: মা পরের বাড়ি কাজ করতেন, একদিন খিদের জ্বালায় ডাস্টবিনের খাবার তুলেও খেয়েছি, অকপট ভারতী

যদিও এই ঘটনায় প্রযোজনা সংস্থার তরফে কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি। এদিকে পেটার তরফে যে ভিডিয়োটি শেয়ার করা হয়েছে, তাতে দেখা যাচ্ছে একটি ঘোড়ার গাড়ি দ্রুত গতিতে ছুটে যাচ্ছে। সামনে লাগানো একটি বাধায় আটকে ঘোড়াগুলি পড়ে যায়, আর তাতেই ঘোড়াগুলির হাড় ভেঙেছে বলে জানা যাচ্ছে। ভিডিয়োতে ঘোড়াদুটিকে মুখ গুঁজে পড়ে থাকতে দেখা যাচ্ছে।

এদিকে শুধু মুম্বই পুলিশে অভিযোগ জানানোই নয়, ভারতীয় প্রাণী কল্যাণ বোর্ডের কাছেও PETA-র তরফে অভিযোগ জানানো হয়েছে। মহারাষ্ট্র ফিল্ম, স্টেজ অ্যান্ড কালচারাল ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের পরিচালক ড: অবিনাশ ঢাকেন (IAS)-এর কাছেও অভিযোগ পাঠানো হয়েছে। 

এর আগে মণি রত্নমের 'পন্নিয়িন সেলভান'-এর সেটেও একটি ঘোড়ার মৃত্যু হওয়ার পর সরব হয়েছিল পেটা ইন্ডিয়া। 

বায়োস্কোপ খবর

Latest News

মঙ্গলে ১০ জেলায় সতর্কতা জারি, বুধে ৭টিতে ভারী বৃষ্টি, পরেও কোথায় কোথায় চলবে? iPhone 16-র উন্মোচন করল Apple! রয়েছে AI ‘পাওয়ার’, ভারতে কত দাম? কবে পাওয়া যাবে? এখনই নেতা বদলাতে চান না কার্স্টেনরা, বাবরদের সময় দেওয়ার পক্ষে মত দুই পাক কোচের RR-এর প্রতি দায়বদ্ধতা থেকেই বাকি IPL দলগুলির ব্ল্যাঙ্ক চেক অফার ফেরান দ্রাবিড়! ‘জাস্টিস চাইছিস! কোন সরকার হাজার টাকা করে দেয়! তৃণমূল যদি…’প্রতিবাদকারীদের হুমকি ইংল্যান্ডের ওপেনার একা করলেন ১৫০, আইরিশরা অল-আউট ৪৫ রানে, রেকর্ড জয় ব্রিটিশদের কলকাতার CP 'আমার কাছে নিজে এসেছেন অনেকবার পদত্যাগের জন্য', দাবি মমতার আড্ডা নয় আন্দোলন! চায়ের কাপ সরিয়ে প্রতিবাদের মোমবাতি জ্বলল কফি হাউসে ছবিতে কাজ দেওয়ার আছিলায় মডেলের সঙ্গে সহবাস! নয়া অভিযোগে বিদ্ধ জয়জিৎ, দিলেন সাফাই ১৮ ঘণ্টার মধ্যে দাবিপূরণ করুন, তবেই কর্মবিরতি তোলার কথা ভাবব, ডেডলাইন ডাক্তারদের

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.