বাংলা নিউজ > বায়োস্কোপ > ‘বরকে খুশি করতে সার্জারি করালে দোষ নেই, আর আমি নাকি প্লাস্টিক’, রেগে আগুন রাখি!

‘বরকে খুশি করতে সার্জারি করালে দোষ নেই, আর আমি নাকি প্লাস্টিক’, রেগে আগুন রাখি!

রাখি সাওয়ান্ত। (ফাইল ছবি)

২০০৭ সালে ‘কফি উইথ করণ’-এ এসে নিজের প্লাস্টিক সার্জারির কথা স্বীকার করে নিয়েছিলেন রাখি। 

বহুবার নানা সাক্ষাৎকারে রাখি সাওয়ান্ত জানিয়েছেন তিনি কসমেটিক সার্জারি করিয়েছেন। তাঁর সাফ কথা, বহু মিস ওয়ার্ল্ড, মিস ইউনিভার্স প্লাস্টিক সার্জারি করিয়েছে। এতে লজ্জার কি আছে! ২০০৭ সালে ‘কফি উইথ করণ’-এ এসেও নিজের প্লাস্টিক সার্জারির কথা স্বীকার করে নিয়েছিলেন রাখি। পরে অবশ্য তাঁর দাবি ছিল, ‘আমি তখন ছোট ছিলাম, কোথায় কী বলতে হয় জানতাম না।’

পরে এক সাক্ষাৎকারে এবিষয়ে কথা বলেন বলিউডের কন্ট্রোভার্সি কুইন। জানান, ‘আমি খুব ছোট বয়সে বাড়ি থেকে পালিয়ে বলিউডে চলে আসি। নয়তো আমাকে ওই বয়সেই জোর করে বিয়ে দিয়ে দিত আমার বাবা-মা। আমি জানতাম না কোনটা ঠিক কোনটা ভুল। তাই নিজেকে বদলানোর জন্য আমার শরীরে অতিরিক্ত জিনিস যোগ করতে রাজি হয়েছিলাম। আর সেকথা নিজের মুখে স্বীকার করে নেওয়া যেন আমার সবচেয়ে বড় দোষ। সবাই আমাকে প্লাস্টিক বলতে শুরু করল।’

রাখি আরও বলেন, ‘আর আজকের দিনে তো সবাই এটা করে থাকে। আমি বিনোদন দুনিয়ার কথা বাদ দিলাম। হাউজ ওয়াইফরাও বরকে খুশি করতে প্লাস্টিক সার্জারি করায়। কই তাঁদের বেলা তো এত কথা হয় না। তাহলে আমাকে নিয়ে সবার কেন এত সমস্যা!’

২০০৭ সালে ‘কফি উইথ করণ’-এ রাখি বলেছিলেন, ‘যা ভগবান দেয় না, তা ডাক্তাররা দেয়।’ সে সময় ভাইরাল হয়েছিল রাখির সেই জবাব। প্রসঙ্গত, ‘বিগ বস ১৪’তে অংশগ্রহণের পর থেকে ফের লাইম লাইটে আছেন রাখি। সম্প্রতি নিজের একটি মিউজিক ভিডিয়োও প্রকাশ করেছেন। যার ভিউয়ার্স কয়েক মিলিয়ান ছাড়িয়ে গিয়েছে।

বায়োস্কোপ খবর

Latest News

মমতার স্লোগানেই জোটের আশায় বুক বাঁধছে বাম, ২ আসনে প্রার্থী দিয়ে বাঁধল ডেডলাইন শোকজের জবাব দিলেন দিলীপ–হিরণ, উত্তর দেখে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন আগামিকাল শনিবার কেমন কাটবে আপনার? ৩০ মার্চের রাশিফল জেনে নিন আজ রাতেই বিশ্বের চতুর্থ ক্রিকেটার হিসেবে ৫০০ টি-২০ ম্যাচের শিখরে নারিন, সেরা ১০-এ রয়েছেন কারা? ‘আমায় ২ লিস্ট দিল’, একাদশই বলতে পারল না শ্রেয়স, নিজে দল বাছে না, বলল নেটপাড়া স্টেশনে নেমে টুক করে শুলেন রেললাইনে, মাথার উপর ট্রেন, তারপর কী হল গোবরডাঙায় ? করণ জোহরের বান্দ্রার বাড়ির ভাড়াটে এবার ইমরান খান! প্রতি মাসের ভাড়া কত জানেন? বিশ্বকাপ জয়ের ছবি প্রচারে ব্যবহার করা যাবে না, পাঠানকে জানাল নির্বাচন কমিশন 'জেতার পর দেবের মুখ দেখিনি, আপনারটা...' জনগণের চাঁচাছোলা প্রশ্নে হতবাক হিরণ! উত্তর মালদায় বিজেপির দেওয়াল লিখনে লক্ষ্মীর ভাণ্ডার, কমিশনে নালিশ জানাবে তৃণমূল

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.