সারেগামাপা-২০২৪ শেষ। তবুও এবার এখনও দর্শকদের সকলের মন ছুঁয়ে রয়েছে গানের এই রিয়েলিটি শো। দর্শকদের মনে দাগ কেটে গিয়েছে এই রিয়েলিটি শোয়ের নানান সুন্দর মুহূর্ত…। অনেকেরই প্রশ্ন প্রতিযোগিতা শেষে এখন কী করছেন শোয়ের প্রতিযোগীরা? কী করছেন দেয়াশিনী, অতনু, ময়ূরী, সাঁই আরাত্রিকা, অনীকরা?
সারেগামাপা-২০২৪ শেষে কীভাবে সময় কাটছে অনীকের, তারই কিছু ঝলক উঠে এসেছে ফেসবুকের পাতায়। যেখানে দেখা গেল, এই মুহূর্তে গ্রামের বাড়িতে ছুটে বেড়িয়ে, খেলাধুলা করে, আর পাঁচজন কিশোরের মতোই দিন কাটছে অনীকের। সময় কাটছেন ছোট্ট ভাই আর পরিবারের অন্যান্যদের সঙ্গে।
প্রসঙ্গত, মেদিনীপুরের কোলাঘাটের ছেলে হল অনীক। বয়স মাত্র ৭। সম্প্রতি ফেসবুকের পাতায় উঠে আসা একটি ভিডিয়োতে দেখা গেল, গাঁদা ফুলের গাছ দিয়ে ঘেরা একটি বাড়ির সামনে দাঁড়িয়ে অনীক। সে বলছে, ‘কেমন আছো বন্ধুরা? এটা আমার মামার বাড়ি। আর এইটা আগের মাটির বাড়ি। এই দেখো কত সুন্দর গাঁদাফুল গাছ।’ এই ভাবেই গোটা বাড়ি ও বাড়ির চারপাশ দেখাতে থাকে ছোট্ট অনীক। আর এরপরই ছুটে আসে অনীকের ছোট্ট ভাই। তাকে দেখে অনীক বলে, ‘এটা আমার ভাই।’ এরপরই দাদার কথা শুনে সকলকে টাটা করতে থাকে অনীকের ছোট্ট ভাই।
আরও একটা ভিডিয়োতে বাড়ির উঠোনে বসে থাকা ছোট্ট ভাইকে সরগাম শেখাতে দেখা যাচ্ছে অনীককে। খুদে শিশুটিও দাদার মুখের দিকে তাকিয়ে নিজের মতো করে চেষ্ঠা করতে থাকে। উঠে এসেছে সুন্দর সেই মুহূর্ত…। ভিডিয়োটি পোস্ট করে অনীক লিখেছেন, ‘আমি ভাইয়ের সঙ্গে খেলতে খেলতেও ভাই কে (সা রে গা মা পা ) গুলো রেওয়াজ করানো শেখাই। আমি যখন রেওয়াজ করতে বসি, মা যখন আমাকে রেওয়াজ করায়, আমার ভাই ও আমার সাথে রেওয়াজ করতে বসে যায়। ও সা রে গা মা বলতে থাকে।’
আরও একটা ভিডিয়োতে ভাইয়ের সঙ্গে বল খেলতে দেখা যায় অনীক জানাকে। ভিডিয়োটি পোস্ট করে সে লিখেছে, ‘আমি আমার ভাই অঙ্কিত আমরা দুজনে প্রতিদিন বিকেলে খেলা করি। কখনও কখনও বাবার অফিস ছুটি থাকলে,বাবা আমাদের সঙ্গে খেলা করে।’ আবার সারেগামাপা শেষে, গ্রামের রাস্তা ধরে বাড়ি ফেরার সুন্দর মুহূর্তটিও পোস্ট করেছিল ছোট্ট অনীক। লিখেছিল, ‘আমার ৯ মাসের Zee bangla - য় সঙ্গীতের journey শেষ হলো। আমি আজ বাড়ি ফিরেছি। আমি, ভাই, মা,বাবা আমরা সবাই গ্রামের বাড়িতে ফিরেছি। প্রোগ্রামের মাঝে একবার ছুটি তে বাড়ি এসেছিলাম। আর আসার তেমন সুযোগ ছিলো না। আজ আমরা সবাই চলে এলাম। নমস্কার, শুভ সন্ধ্যা। আপনারা ভালো থাকবেন।’
মেদিনীপুরের কোলাঘাটের ছেলে হল অনীক। সবুজে ঘেরা মাঠ, চাষজমির মাঝে অনীক জানার বাড়ি। ফেসবুকের পাতায় উঠে এসেছে তাঁর সেই বাড়িরই নানান ছবি। যেখানে ধরা পড়েছে তার গ্রামের ছাপোষা, সরল জীবনযাপনের নানান মুহূর্ত।
প্রসঙ্গত, এবার সারেগামাপা-তে সব বয়সের প্রতিযোগীরাই অংশ নিয়েছিলেন। ফলে বিজেতাও বাছা হয়েছে দুই দল থেকেই। বড়দের মধ্যে প্রথম হয়েছেন দেয়াশিনী। দ্বিতীয় স্থানে আছেন ময়ূরী ও সাঁই। তৃতীয় স্থান অধিকার করেছেন সত্যজিৎ। অন্য দিকে ছোটদের মধ্যে প্রথম হয়েছে অতনু। দ্বিতীয় স্থানে আছে ঐশী। তৃতীয় স্থানে অনীক। সৃজিতা চতুর্থ হয়েছে।