বাংলা নিউজ > বায়োস্কোপ > Ranbir-Kareena: জীবনে কত মিথ্যা ও চালাকির আশ্রয় নিয়েছো? রণবীরকে সরাসরি প্রশ্ন করিনার, উত্তর এল…

Ranbir-Kareena: জীবনে কত মিথ্যা ও চালাকির আশ্রয় নিয়েছো? রণবীরকে সরাসরি প্রশ্ন করিনার, উত্তর এল…

রণবীর-করিনা

রণবীর বলেছিলেন, ‘একসময় সিনেমার ডায়ালগ টেনে বলতাম জীবনটা কি শুধুই ডাল ভাত! জীবনে টেংরি কাবাব, কিমা পাও, হক্কা চাওমিনও দরকার। তবে এখন বুঝি জীবন আসলে একট সময়ের পর ডাল-ভাতই জীবন, এবং সেটাই আসলে ভালো। আর আলিয়া-আর আমার সংসারে ডাল ভাতের সঙ্গে কখনও তরকা মশলাও মেশে। এজীবনই আসল সুখের ও শান্তির।’ 

খুব শীঘ্রই করিনা কাপুর খান আবারও একবার তাঁর হিট রেডিও শো 'হোয়াট উইমেন্ট ওয়ান্ট'-এর সিজন ৪ নিয়ে ফিরছেন । আর সেখানেই আরও একবার পাওয়া যাবে রণবীর-করিনা জুটিকে। সম্প্রতি সামনে এসেছে শোয়ের টিজার। সেখানে রণবীর বিয়ের পর তাঁর জীবন কীভাবে বদলে গিয়েছে, কীভাবে বাবার দায়িত্ব পালন করছেন সবকিছুয়েই কথা বলেছেন।

আলিয়াকে বিয়ে করা নিয়ে এদিন রণবীরের ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’ ছবির একটি ডায়ালগ ধরে করিনা বলেন, ‘কখন মনে হয়েছিল, যে ডাল-ভাতের জন্য তুমি তৈরি?’ উত্তরে রণবীর বলেন, ‘আমি আগে বলতে চাই, আমি ভীষণ ভালো স্বামী।' ভাইয়ের কথায় মুচকি হাসেন করিনা। প্রসঙ্গত গত বছরই এক সাক্ষাৎকারে রণবীরকে প্রশ্ন করা হয় আলিয়া জীবনসঙ্গী হিসাবে কেমন? রণবীর বলেছিলেন, ‘একসময় সিনেমার ডায়ালগ টেনে বলতাম জীবনটা কি শুধুই ডাল ভাত! জীবনে টেংরি কাবাব, কিমা পাও, হক্কা চাওমিনও দরকার। তবে এখন বুঝি জীবন আসলে একট সময়ের পর ডাল-ভাতই জীবন, এবং সেটাই আসলে ভালো। আর আলিয়া-আর আমার সংসারে ডাল ভাতের সঙ্গে কখনও তরকা মশলাও মেশে। এজীবনই আসল সুখের ও শান্তির। আলিয়ার থেকে ভালো জীবনসঙ্গী আমি পেতাম না।’ রণবীরের সেকথা ভোলেননি করিনা। তাঁর সেই পুরনো সাক্ষাৎকার ধরেই এদিন ভাইকে বেকায়দায় ফেলার চেষ্টা করেন।

রাহার পিসি ভাই রণবীরকে প্রশ্ন করেন, বাচ্চার ন্য়াপি বদলাও? উত্তরে রণবীর কাপুর বলেন, মেয়ের ন্যাপি বদলানোর থেকও তিনি বেশি ঠেকুর তোলানোয় দক্ষ।

সম্প্রতি মুক্তি পেয়েছে রণবীর ছবি 'তু ঝুটি ম্যায় মক্কার'। সে প্রসঙ্গ ধরে করিনার ভাইকে খোঁচা 'তুমি নিজের জীবনে কত মিথ্যে বলেছো? কত চালাকি করেছো?' রণবীর উত্তর দেন, ‘তুমি তো সবটাই জানো।’ প্রসঙ্গত, একবার করণ জোহর ফাঁস করেছিলেন। ইন্ডাস্ট্রির সমস্ত গসিপের খবর রণবীর-করিনার কাছে থাকেন। 'করিনা যদি গসিপ মিনিস্টার হন, তাহলে রণবীর হলেন ব্রডকাস্টিং মিনিস্টার।' অর্থাৎ বলতে চেয়েছিলেন দুই তুতো ভাইবোন রণবীর-করিনার কাছে সমস্ত গসিপের খবর থাকে। দুজন দুজনকে খবর ফাঁস করতে থাকেন। তাঁদের বন্ধুত্বও দারুণ। প্রসঙ্গত রণবীর-করিনার বয়সের পার্থক্যও মাত্র ৩ বছরের। আর তাঁদের বড় হয়ে ওঠাও একপ্রকার একসঙ্গেই। তাই রণবীরের দুষ্টুমির খবর করিনা জানবেন, সেটাই স্বাভাবিক। ।

তবে করিনার শোয়ে এসে রণবীরের আফসোস, আজকাল অনুষ্ঠান ছাড়া ভাইবোনের সেভাবে দেখা-ই হয় না। তবে করিনার উত্তর ছিল, 'একেবারেই তা নয়।'

 

 

বন্ধ করুন