দুই ছেলেমেয়েকে নিয়ে রাজ-শুভশ্রীর এখন সুখী পরিবার। আর আজ রাজ ‘কন্যা’র প্রথম জন্মদিন। তাই সেলিব্রেশন হবে না তাও কি হয়! তবে ইয়ালিনির প্রথম জন্মদিনটা কেক কেটে, বেলুন দিয়ে সাজিয়ে নয়, একটু অন্যরকম ভাবেই উদযাপন করতে চলেছেন রাজ-শুভশ্রী।
কিন্তু কীভাবে?
সন্তানদের সু-স্বাস্থ্য ও সুখী-সুন্দর জীবন কামনা করে আজ শনিবার রাজ-শুভশ্রীর বাড়িতে ‘পুষ্প অভিষেক’-এর আয়োজন করা হয়েছে। ইউভান-ইয়ালিনির মা শুভশ্রীর উদ্যোগেই হয়েছে এই আয়োজন। তাঁদের বাড়িতে ইসকন থেকে সন্ন্যাসীরা আসছেন। এদিন জগন্নাথ দেব ও রাধাকৃষ্ণের মূর্তিকে স্নান করানো হবে। সঙ্গে হবে যজ্ঞ। ফল-মিষ্টি সহ ১২ রকম পদে ঈশ্বরের উদ্দেশ্যে ভোগ নিবেদন করা হবে।
ইয়ালিনির প্রথম জন্মদিনে শ্যুটিং থেকে বিরতি নিয়েছেন পরিচালক রাজ চক্রবর্তী। শুভশ্রীও সকাল থেকে ভীষণই ব্যস্ত, ইউভান ও ইয়ালিনি দুজনের জন্যই জামা কিনেছেন নিজেই। হওড়া হাট থেকে আনা হয়েছে ফুল।
রাজ চক্রবর্তী এবিষয়ে আনন্দবাজারকে জানিয়েছেন, ‘সব আয়োজনই করেছে আমার স্ত্রী, মেয়ের মা শুভশ্রী। ইয়ালিনির জন্মদিনের উদযাপন গতকাল রাত থেকেই শুরু হয়েছে। তবে ও তো খুব ছোট, রাত ৮টার মধ্যেই ঘুমিয়ে পড়ে। আমি চাই না ওকে নিয়ে এখনই লাফালাফি হোক। ওরা কিছুই বোঝে না। বড় হলে উদযাপন হবে। আমরা আজ বাড়ির লোকজন ও আত্মীয়দের নিয়ে পুজোর মধ্যে দিয়েই উদযাপন করব। আজ খাওয়াদাওয়াও নিরামিষ। ইউভানের আজ খুব আনন্দ, সকাল থেকেই বোনকে আদরে ভরিয়ে দিচ্ছে।’ মেয়ের জন্মদিনে রাজের একটাই প্রার্থনা, ‘ও যেন মানুষের মতো মানুষ হয়ে ওঠে।’
আরও পড়ুন-'আদৃত ভালো অভিনেতা বটে, তবে মানুষ হিসাবে...'! মিত্তির বাড়ির নায়ককে নিয়ে কী বললেন পারিজাত?
আরও পড়ুন-মণিপুরে সেই মহাকাব্যিক বিয়ের জন্মদিন, স্ত্রী লিনের সঙ্গে পিয়ানো শিখে দিন কাটালেন রণদীপ
মেয়ের ১ম জন্মদিনে জন্মদিনে ইয়ালিনির জন্মমুহূর্তের একাধিক অদেখা ছবি পোস্ট করেছেন রাজ-শুভশ্রী।
ইয়ালিনির জন্মদিনে রাজ-শুভশ্রীর শেয়ার করা ছবিতে শুভেচ্ছা জানিয়েছেন বহু নেটনাগরিক। রাজ কন্যাকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন সকলে।
গতবছর ঠিক এই দিনেই মেয়ের আগমন বার্তা দিয়ে রাজ চক্রবর্তী জানিয়েছিলেন, ‘আমাদের বাড়িতে ছোট্ট ভালোবাসা ও আনন্দের আগমন হয়েছে। আমরা ভীষণ খুশি। আমাদের রাজকন্যার জন্য আশীর্বাদ চাই।’ এরপর সন্ধ্যেবেলা যৌথ বিবৃতি দিয়ে নতুন বাবা-মা জানান একরত্তির নাম! শুভশ্রী লেখেন, ‘আমরা কন্যা সন্তানের বাবা-মা হলাম। আমাদের দুনিয়ায় তোমাকে স্বাগত ইয়ালিনি চক্রবর্তী’। সেদিনই জানা যায়, ইউভানের ছোট বোনের নাম ইয়ালিনি। বাংলায় এই নাম খুব বেশি প্রচলিত নয়, তবে নামটি তামিল ভাষীদের মধ্যে অধিক প্রচলিত। এই নামের অর্থ সংগীত সুর। মা সরস্বতীর আরেক নাম ইয়ালিনি। পাশাপাশি দাদা ইউভানের সঙ্গেও তার বোনের নামের মিল রয়েছে।