বাংলা নিউজ > বায়োস্কোপ > মাত্র ৩৫০০ টাকায় বাড়ির বড় বেডরুম কীভাবে সাজাবেন? টিপস দিলেন টুইঙ্কল খান্না

মাত্র ৩৫০০ টাকায় বাড়ির বড় বেডরুম কীভাবে সাজাবেন? টিপস দিলেন টুইঙ্কল খান্না

টুইঙ্কলের টিপস

টুইঙ্কল খান্না তার ইউটিউব চ্যানেল টুইক ইন্ডিয়াতে একটি নতুন ভিডিয়োতে বাজেটে মাস্টার বেডরুমকে কীভাবে রূপান্তর করবেন সে সম্পর্কে টিপস শেয়ার করেছেন।

নিজস্ব ইউটিউব চ্যানেল রয়েছে টুইঙ্কল খান্নার। চ্যানেলে বিভিন্ন বিষয়ে কথা বলার পাশাপাশি অনেক টিপস দেন তিনি। সম্প্রতি, টুইঙ্কল তাঁর DIY ডিজাইন সিরিজ স্পেসলিফ্টের একটি ভিডিয়ো শেয়ার করেছেন নেটমাধ্যমে।

বারান্দা এবং গেস্ট রুম কীভাবে সাজাবেন এই সম্পর্কে টিপস দেওয়ার পরে, একই সঙ্গে জানিয়েছেন, মাস্টার বেডরুমকে কীভাবে একটি ভাড়া বাড়িতে 'শান্তির মরূদ্যান'-এ রূপান্তর করা যায়। অভিনেত্রী-লেখিকা টুইঙ্কেল খান্না বলেছেন, কীভাবে বেডরুম পরিষ্কার এবং সুন্দর রাখতে হয়। একই সঙ্গে আরও বিভিন্ন টিপস শেয়ার করেছেন তিনি। আরও পড়ুন: BTS: সুজয় ঘোষের ছবির শ্যুটিং শেষ করলেন করিনা, সেটে দেখা করতে যান সইফ-তৈমুরও

টুইক ইন্ডিয়ার ইউটিউব চ্যানেলে শেয়ার করা নতুন ভিডিয়োতে, একটি মাস্টার বেডরুমকে কোনও উপায়ে সেরা করা যায় সেই টিপস দিয়েছেন। মাত্র ৩ হাজার ৫০০ টাকার বাজেটে এটা করা সম্ভব বলেছেন। 

ভিডিয়োর শুরুতে টুইঙ্কেল বলেন, ‘বাড়ির সাজসজ্জায়, বসার ঘরগুলি কলেজের জনপ্রিয় মেয়েদের মতো, সমস্ত মনোযোগ আকর্ষণ করে এবং শোওয়ার ঘর বন্ধ দরজার পিছনে লুকানো থাকে। একদিনে লন্ড্রির জিনিসপত্র, অন্যদিকে সুটকেসের তাজমহল… বিছিনায় ভেজে তোলায়েল পরে থাকাটা প্রত্যেকের ঘরের গল্প।’

টুইঙ্কল বলেন, একটি মাস্টার বেডরুমকে একটি 'প্রাইভেট স্যাঙ্কচুয়ারিতে' পরিণত করতে, একটি ভালো মানের গদি থাকা সবথেকে প্রথমে প্রয়োজন। আপনার সুবিধা এবং ভালো ঘুমের কথা মাথায় রেখে এতে বিনিয়োগ করুন। খরচ কমাতে নিজের হাতে বা স্থানীয় কাঠ মিস্ত্রীর সাহায্যে একটি হেডবোর্ড তৈরি করুন।' 

পাশাপাশি টুইঙ্কল তাঁর জীবনের একটি ব্যক্তিগত অসুবিধের কথাও শেয়ার করেছেন। বলেছেন, তিনি বিছানার পাশে এক জগ জল রাখতে পছন্দ করেন। সারারাত সেই জলপান করেন তিনি। ফলে বেশ কয়েকবার বাথরুমও যেতে হয় তাঁকে। তিনি আরও বলেন, ‘এভাবে আমাদের হাঁটার ২০০০ ধাপও সম্পন্ন হয় যখন অন্যরা নাক ডাকে।’

টুইঙ্কল তার ইউটিউব চ্যানেলে নতুন সিরিজ স্পেসলিফ্টে দর্শকদের তাদের বাড়িতে মেকওভার সম্পর্কে টিপস দিয়ে থাকেন। বেডরুম মেকওভার ছিল এই সিরিজের তৃতীয় পর্ব। টুইঙ্কল প্রায়শই ইনস্টাগ্রামে পোস্টগুলি শেয়ার করেন কীভাবে নিজেদের বাড়ি একটু একটু করে সাজিয়ে তোলেন তিনি।

বন্ধ করুন