পানমশলার বিজ্ঞাপন নিয়ে বিগত কয়েকদিন ধরে বলিউডে জোর চর্চা চলছে। সম্প্রতি এক পান মশলার বিজ্ঞাপন ক্যাম্পনের অংশ হয়েছিলেন বলিউডের ‘খিলাড়ি’ অক্ষয় কুমার। শাহরুখ খান, অজয় দেবগণের মতো বলিউড সুপারস্টাররা আগে থেকেই সেই সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসাডার। এই বিজ্ঞাপনী প্রচারের অংশ হওয়ায়, অক্ষয় কুমারের উপর ক্ষুব্ধ হয় একাশং নেটিজেন।
বরাবরই স্বাস্থ্য সচেতন হিসেবে ভক্তদের কাছে নিজেকে তুলে ধরেন আক্কি। অনুরাগীদের ভাবনাকে সম্মান ও গুরুত্ব দিয়ে সেই ক্যাম্পনের থেকে নিজেকে সরিয়ে নেন তিনি। সোশ্যাল মিডিয়া পোস্টে অনুরাগীদের কাছে ক্ষমাও চেয়েছেন। আরও পড়ুন: পানমশলার বিজ্ঞাপন থেকে সরে দাঁড়িয়েছেন অক্ষয়, বন্ধুর সিদ্ধান্তে যা বললেন অজয়…
পানমশলার বিজ্ঞাপন নিয়ে চর্চা-
এই বিজ্ঞাপন থেকে উপার্জিত অর্থ দান করবেন বলে জানিয়েছেন অক্ষয় কুমার। বিষয়টি এখনও মীমাংসা হয়নি। একজন আইএএস অফিসার সোশ্যাল মিডিয়ায় গুটখা এবং পানমশলা সম্পর্কিত একটি বড় ইস্যু তুলে এই সেলিব্রিটিদের প্রশ্ন করেছেন। অবনীশ শরণ নামে এক আইএএস অফিসার গুগলকে কৃতিত্ব দিয়ে, হাওড়া ব্রিজের একটি ছবি শেয়ার করেছেন। ছবিতে দেখা গিয়েছে, ব্রিজের পিলারে মানুষ প্রচুর গুটখার থুতু দিয়ে ভরিয়ে রেখেছেন।
সেলিব্রিটিদের কাছে প্রশ্ন IAS অফিসারের-
একই স্থানে বারবার মানুষ থুতু ফেলার কারণে ব্রিজের পিলারের রংও সম্পূর্ণ বদলে লাল হয়ে গিয়েছে। আইএএস অফিসার শাহরুখ খান, অজয় দেবগণ এবং অক্ষয় কুমারকে ট্যাগ করে এই ছবিটি শেয়ার করেছেন। টুইটে জিজ্ঞাসা করেছেন, ‘কলকাতা পোর্ট ট্রাস্ট বলছে, ৭০ ছরের পুরনো এই আইকনিক ব্রিজটিতে গুটখার থুতু ফেলার কারণে মরিচা পড়েছে। এবং নষ্ট হয়ে যাচ্ছে। হাওড়া ব্রিজে হানা দিয়েছে গুটখা চোরাকারবারীরা।’
দ্বিতীয় টুইটেও তারকাদের কটূক্তি করেছেন-
একদিন পরে, আইএএস আধিকারিক হাওড়া ব্রিজের আরেকটি ছবি শেয়ার করেছেন। পিলারের উপর মিলিত রঙের চাদর দেওয়া হচ্ছে যাতে লোকেরা সেখানে গুটখার থুতু ছিটিয়ে এটি নষ্ট না করেন। সেই ছবিটি শেয়ার করার সময়, অফিসার লিখেছেন, 'দেখুন গুটকা প্রেমীদের সুবিধার জন্য 'কলকাতা পোর্ট ট্রাস্ট' কী দুর্দান্ত ব্যবস্থা নিয়েছে। এখন যারা গুটকা থুকছে, তাদের আর কোনো 'অপরাধে' পড়তে হবে না। সেই সঙ্গে 'গুটকার ক্ষতিকর রাসায়নিক' থেকেও রক্ষা পাবে সেতু।'
সেলিব্রিটিদের কোনও জবাব মেলেনি-
এই টুইটেও আইএএস অফিসার শাহরুখ খান, অজয় দেবগণ এবং অক্ষয় কুমারকে ট্যাগ করেছেন। যদিও এই সুপারস্টারদের কাছ থেকে উভয় টুইটে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি, তবে ভক্তরা অবশ্যই মন্তব্য বিভাগে তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন। কারও মন্তব্য সেলিব্রিটিদের জন্য এই জাতীয় জিনিসে যুক্ত করা ভুল। আবার কেউ বলেছেন, জিনিসের ব্যবহার মানুষের পছন্দ।