বাংলা নিউজ > বায়োস্কোপ > হৃতিক ও তাঁর পরিবারের ডকু-সিরিজ ‘দ্য রোশনস’-এ থাকবেন শাহরুখ-প্রিয়াঙ্কা? মুক্তি কবে? দেখে নিন

হৃতিক ও তাঁর পরিবারের ডকু-সিরিজ ‘দ্য রোশনস’-এ থাকবেন শাহরুখ-প্রিয়াঙ্কা? মুক্তি কবে? দেখে নিন

‘দ্য রোশনস’-এ থাকবেন শাহরুখ-প্রিয়াঙ্কা?

ওটিটি প্ল্যাটফর্মে চলতি বছরের ডিসেম্বরে আরও একটি ডকুমেন্টারি ‘দ্য রোশনস’ আসতে চলেছে। ডকু সিরিজটি এই পরিবারে জন্ম নেওয়া সমস্ত শিল্পীর সাফল্য এবং সংগ্রামের গল্পকে তুলে ধরবে।

ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রি নতুন করে ডকুমেন্টারির প্রতি আগ্রহ প্রকাশ করছে। সঙ্গে দর্শকরাও বেশ উৎসাহের সঙ্গে এই সব কাজ গ্রহণ করছেন। ‘অ্যাংরি ইয়াং মেন’-এর সাফল্যেই তার বড় প্রমাণ। এই ‘অ্যাংরি ইয়াং মেন’ ডকুমেন্টারিটি  বিখ্যাত চিত্রনাট্যকার সেলিম খান এবং সুরকার জাভেদ আখতারের জীবনের ছবি তুলে ধরেছে। ছবির সঙ্গে জড়িয়ে থাকা ব্যক্তি এবং তাঁদের উত্তরাধিকারীদের নতুন পথের দিশা দিচ্ছে এই সব ডকুমেন্টারি। আর চলচিত্র জগতের সঙ্গে জড়িয়ে থাকা ব্যক্তিদের জীবন সম্পর্কে জানতে দর্শকরাও বেশ আগ্রহ বোধ করছেন, ফলে এই ধরণের কাজগুলি বেশ সমাদৃতও হচ্ছে।

মিড- ডে-এর একটি রিপোর্ট অনুসারে, ওটিটি প্ল্যাটফর্মে চলতি বছরের ডিসেম্বরে আরও একটি ডকুমেন্টারি ‘দ্য রোশনস’ আসতে চলেছে। 

আরও পড়ুন: হার্দিক এখন অতীত! মন ভালো রাখতে ফিটনেসে মন নাতাশার, জিমে কী কাণ্ড ঘটালেন দেখুন

এই ‘দ্য রোশনস’ ডকু-সিরিজে রোশন পরিবারের সমৃদ্ধির ইতিহাস দেখা যাবে। তাছাড়াও তিন প্রজন্ম কীভাবে ভারতীয় চলচ্চিত্র শিল্পে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে তা তুলে ধরবে এই সিরিজ।ডকুমেন্টারিটি কিংবদন্তি সুরকার রোশন লাল নাগরাথ, তাঁর পুত্র সংগীতশিল্পী রাজেশ রোশন, অভিনেতা পরিচালক রাকেশ রোশন এবং রাকেশ রোশনের ছেলে সুপারস্টার হৃতিক রোশনের নানা অজানা তথ্যের উপর আলোকপাত করবে।

হৃতিক রোশনের পরিবার ভারতীয় চলচ্চিত্র শিল্পের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তিনি যখন জন্মগ্রহণ করেছিলেন, তখন তাঁর দাদু রোশন লাল নাগরাথের সুরকার হিসেবে জনপ্রিয়তা তুঙ্গে ছিল। তাছাড়াও তাঁর কাকা রাজেশ রোশনলাল নাগরাথকেও ভুললে চলবে না। তিনিও সমান প্রতিভাবান একজন সঙ্গীত পরিচালক এবং সুরকার। বর্তমানে তাঁর মেয়ে পশমিনাও অভিনয় জীবনে পা রখেছেন। সেই সবটাই দেখা যাবে এই ডকু সিরিজে।

আরও পড়ুন: সইফের কথার অবাধ্য বড় ছেলে? ইব্রাহিমকে আমিরের কথা শোনার পরামর্শ পতৌদির নবাবের!

এই ডকু সিরিজটি পরিচালনার দায়িত্বে রয়েছেন শশী রঞ্জন। হৃতিকের স্টারডমের উত্থান থেকে তাঁর প্রথম ছবি ‘কাহো না... পেয়ার হ্যায়’ (২০০০) থেকে শুরু করে রাকেশের গলার ক্যান্সার সবটা ফুটে উঠবে সিরিজে। ডকু সিরিজটি এই পরিবারে জন্ম নেওয়া সমস্ত শিল্পীর সাফল্য এবং সংগ্রামের গল্পকে তুলে ধরবে। তাছাড়াও শাহরুখ খান, প্রিয়াঙ্কা চোপড়া জোনাস এবং শাম কৌশলও তাঁদের সম্পর্কে নানা কথা ভাগ করে নেবেন বলে খবর।

২০২৪ সালের ডিসেম্বরে ‘দ্য রোশানস’-এর প্রিমিয়ার হতে চলেছে৷ যদিও সিরিজটি মুক্তির তারিখ এখনও নিশ্চিত করা হয়নি। তবে এটি হৃতিক রোশনের ২৫ তম অভিনয় বার্ষিকী এবং ৫১ তম জন্মদিন সঙ্গে রাকেশ রোশনের ছবি ‘করণ অর্জুন’-এর ৩০ বছর সবটার উদযাপন হিসেবে প্রকাশ্যে আসতে পারে সেই অনুযায়ী তারিখ নির্ধারণ করা হবে৷

Haryana and JNK Election Haryana and JNK Election
বায়োস্কোপ খবর

Latest News

ভারতের কড়া বার্তার পরই মন্দিরে ছুট মহম্মদ ইউনুসের, মুকুটচুরি ও বোমার বিচার হবে UEFA Nations League: লেওয়ানডোস্কির পোল্যান্ডকে ৩-১ হারাল পর্তুগাল, জিতল স্পেন ‘‌কার্নিভাল বয়কট করে বার্তা দিন’‌, আহ্বান শুভেন্দুর ‘‌রাগ কেন?‌’‌ পাল্টা কুণাল আলিয়ার কেরিয়ারে সবচেয়ে খারাপ বক্স অফিস ওপেনিং ‘জিগরা’-র, কী কারণ হতে পারে? ভিডিয়ো: এ কেমন শট! সঞ্জু স্যামসনের এই ছক্কা দেখে অবাক হয়ে গেলেন রবি শাস্ত্রী এসএসকেএম হাসপাতালে দুষ্কৃতী তাণ্ডবের অভিযোগ, মাথা ফাটল রোগীর আত্মীয়ের অধিনায়কত্ব চলে গিয়েছে, তবুও ম্যাচের সেরা হয়ে ক্যাপ্টেন সূর্যের প্রশংসা হার্দিকের ফালতু না বকে প্রমাণ দিন, খলিস্তানি নিজ্জরের খুন নিয়ে কানাডাকে কড়া বার্তা ভারতের হরিয়ানায় ইভিএমে অসঙ্গতি, নির্বাচন কমিশনের অভিযোগ ২০ জন কংগ্রেস প্রার্থীর বাদ পড়তে পারেন বাবর আজম! কঠোর সিদ্ধান্ত নিতে চলেছে পাকিস্তানের নির্বাচক কমিটি

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.