২০১১ সালে মুক্তি পেয়েছিল জোয়া আখতার পরিচালিত ‘জিন্দেগি না মিলেগি দোবারা’। এরপর কেটেছে ১৪ বছর। কিন্তু বলিউডের এমন কমেডি-ড্রামা আর তৈরি হয়নি। এই ছবি আক্ষরিক অর্থে বন্ধুত্বের প্রতীক। বন্ধুর বিয়ের আগে স্পেনে ব্যাচেলার ট্রিপ, তবে এই জার্নি আসলে ছিল ইমরান,কবীর আর অর্জুনের জীবনের এক নতুন মোড়। নিজেদের নতুন করে চেনার পাশাপাশি জীবনের মোড় ঘুরিয়ে দেওয়া এই ছবি বলিউড বক্স অফিসে সুপারহিট। পেয়েছে দু’টি জাতীয় পুরস্কারও। নাচ-গান-রোম্যান্স-ঝগড়া-বন্ধুত্বের মিশেলে নিখাদ এন্টারটেনমেন্ট। আরও পড়ুন-পোলাও-মটন থেকে পাটিসাপটা! শ্বেতা-রুবেলের রিসেপশনের এলাহি মেনু,বরপক্ষ টেক্কা দিল কনেপক্ষকে?
লম্বা অপেক্ষার পর অবশেষে এই ছবির সিক্যুয়েল আসছে? বুধবার, হৃতিক রোশন, অভয় দেওল এবং ফারহান আখতার একটি মজাদার ভিডিয়ো শেয়ার করে সিক্যুয়ালের ইঙ্গিত উস্কে দিলেন।
ফারহান, হৃতিক, অভয়ের পুনর্মিলন
ফারহান আখতার ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো শেয়ার করেছেন, যেখানে জিন্দেগি না মিলেগি দোবারা ত্রয়ী একটি রেস্তোরাঁয় একসঙ্গে বসে আছেন। ভিডিওতে দেখা যাচ্ছে, বেইজ রঙের টি-শার্ট ও কালো জ্যাকেট ও বাদামি সানগ্লাস পরা অভয় একটি বইয়ের দিকে তাকিয়ে আছেন। একই বইয়ের দিকে তাকিয়ে হৃতিক উচ্ছ্বসিত হয়ে বলেন, 'অবিশ্বাস্য', এরপর ফারহান যোগ করেন, 'অসাধারণ'। ফরাসি লেখক আলেকজান্দ্রে ডুমাসের ক্লাসিক অ্যাডভেঞ্চার উপন্যাস দ্য থ্রি মাস্কেটিয়ার্স বইটির দিকেই চোখ তাঁদের।
বোন জোয়া আখতারকে ট্যাগ করে ফারহান ক্যাপশনে লেখেন, 'জোয়া তুমি কি লক্ষণগুলো দেখতে পাচ্ছো? একইসঙ্গে ফারহান প্রযোজক বন্ধু রিতেশ সিধওয়ানি, পরিচালক-লেখিকা রিমা কাগতি এবং প্রযোজনা সংস্থা এক্সেল এন্টারটেইনমেন্ট এবং টাইগার বেবিকেও ট্যাগ করেছেন। অভিনেতা ভিডিওটির ব্যাকগ্রাউন্ড স্কোর হিসাবে জিন্দেগি না মিলেগি দোবারা-র সেনোরিটা গানটি যোগ করেছেন। পোস্টের জবাবে জোয়া লেখেন, ‘হ্যাঁ, ইউনিভার্স আমার সঙ্গে কথা বলছে (হাসির ইমোজি)।’
এই ভিডিয়ো দেখে উত্তেজিত ভক্তরা। সবার প্রশ্ন, ‘তবে কি সত্যিই সিক্যুয়েল আসছে?’। একজন ইনস্টাগ্রাম ব্যবহারকারী লিখেছেন, ‘জেডএনএমডি -২ তৈরির জন্য পিটিশন দেব এবার’। অন্য একজন মন্তব্য করেছেন, ‘আমাদের জেডএনএমডি ২ দরকার - এটি নিয়ে আর রসিকতা নয়।’
আরও পড়ুন-শেষদিন হরগৌরীর সেটে ফিরল 'শঙ্কর' রাহুল, ৭৬৭ এপিসোডে ফুলস্টপ, চোখে জল নীলাঞ্জনার
জিন্দেগি না মিলেগি দোবারায় হৃতিক-ফারহান-অভয় ছাড়াও দেখা মিলেছিল ক্যাটরিনা কাইফ এবং কালকি কোয়েচলিনের। ১৪ আগে মুক্তি পেলেও এই ছবির প্রাসঙ্গিকতা রয়েছে আজও। আসলে এই ছবি জীবনকে নতুন করে দেখার বেশ কয়েকটি টিপস দিয়েছে, যা এই প্রজন্মকেও অনুপ্রাণিত করে।
জিন্দেগি না মিলেগি দোবারা-র আদলে তিন নায়িকাকে নিয়ে ফারহানের ছবি তৈরির ভাবনা বাস্তবায়িত হয়নি এখনও। ঝুলে রয়েছে প্রিয়াঙ্কা-ক্যাটরিনা-আলিয়াকে নিয়ে ‘জি লে যারা’ তৈরির স্বপ্ন। তার মাঝে কি ‘জিন্দেগি না মিলেগি দোবারা’র সিক্যুয়েল তৈরি হবে? আশায় বুক বাঁধছে ভক্তরা।