হৃত্বিক-কঙ্গনার প্রেম-ঝগড়ার কথা কার না জানা! যে দ্বন্দ্ব একসময় আদালত অবধি গিয়ে পৌঁছেছিল। তারপর থেকে কঙ্গনা-হৃত্বিক তো এখন দুই ভিন্ন মেরুর মানুষ। তবে সেসবই এখন অতীত। কঙ্গনা এখন শুধুই অভিনেত্রী নন, মান্ডির সাংসদ। আর তাই কী পুরনো দ্বন্দ্ব ভুলে চড়কাণ্ডে 'কুইন'-এর পাশে দাঁড়ালেন বলিউডের ‘গ্রিক গড’? এমনই প্রশ্ন নেটপাড়ার।
কঙ্গনার চড়কাণ্ডে প্রতিক্রিয়া
সাংবাদিক ফায়ে ডি'সুজা নিজের ব্যক্তিগত ইনস্টাগ্রামে একটা পোস্ট শেয়ার করে কঙ্গনাকে চড় মারার ঘটনার তীব্র নিন্দা করেছেন। তিনি নিজের পোস্টে লেখেন, ‘বিমানবন্দরে সাংসদ কঙ্গনা রানাওয়াতকে চড় মারার পরিপ্রেক্ষিতে বলছি, হিংসা কখনই উত্তর হতে পারে না। বিশেষ করে আমাদের দেশে তো নয়ই, যেখানে গান্ধীর অহিংসার আদর্শ রয়েছে। কারও মতামত এবং বিবৃতির সঙ্গে আমাদের দ্বিমত থাকতেই পারে, তবে সহিংসতার পথে আমরা তার প্রতিক্রিয়া জানাতে পারি না। এটাকে প্রশ্রয় দেওয়া উচিত নয়। কারণ, এটা বিপজ্জনক। নিরাপত্তার ইউনিফর্ম পরে কেউ কীভাবে সহিংসতার পথে প্রতিক্রিয়া দেখাতে পারেন! ভাবুন তো, গত দশ বছরে আমরা যাঁরা ক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছি তাঁরা যদি বিমানবন্দরে সেই ক্ষমতার সঙ্গে একমত কনস্টেবলদের দ্বারা যদি আমরা আক্রান্ত হই!’
সাংবাদিক ফায়ে ডি'সুজা-র সেই পোস্টে লাইক করেছেন হৃত্বিক রোশন। পুরনো দ্বন্দ্ব ভূলে হৃত্বিক কঙ্গনার পাশে দাঁড়ানোয় অবাক নেটপাড়া।
তবে শুধু হৃত্বিক রোশনই নন, 'বলিউড মাফিয়া' করণ জোহরের শিবিরের সদস্য বলে কঙ্গনা যাঁকে বারবার আক্রমণ করেছেন, সেই আলিয়া ভাটও এই পোস্টে লাইক করেছেন। এমনকি পোস্টে লাইক করেছেন আলিয়ার মা, অভিনেত্রী সোনি রাজদান, জোয়া আখতার, সোনাক্ষী সিনহা, অর্জুন কাপুরের মতো সেলিব্রিটিরা। অর্থাৎ এরাঁ সকলেই আজ সাংসদ, কঙ্গনা রানাওয়াতের পাশে দাঁড়িয়েছেন।
এদিকে কঙ্গনাকে চড় মারার ঘটনার প্রতিবাদ জানিয়ে আগেই তাঁর পাশে দাঁড়িয়েছেন শাবানা আজমি, অনুপম খের, শেখর সুমনরা। এমনকি এক্ষেত্রে কঙ্গনার পাশে রয়েছেন একসময়ের প্রাক্তন অধ্যায়ন সুমনও। আর এবার অধ্যায়নের পর কঙ্গনার পাশে দাঁড়ালেন 'প্রাক্তন' হৃত্বিকও।
প্রসঙ্গত ব্লকবাস্টার ছবি 'কৃষ-৩', 'কাইট'-এর মতো ছবিতে হৃত্বিক রোশনের সঙ্গে কাজ করেছেন কঙ্গনা রানাওয়াত। সেসময় তাঁদের প্রেমের গুঞ্জন শোনা গিয়েছিল। যদিও সে প্রেমের কথা কোনওদিনই মানেনি হৃত্বিক। তবে কঙ্গনার দাবি ছিল, হৃত্বিক তাঁর সঙ্গে সম্পর্কে ছিলেন। তারপর তাঁদের মধ্যে বিস্তর কাদা ছোড়াছুড়িও হয়। তবে সেসবই এখন অতীত।