বাংলা নিউজ > বায়োস্কোপ > সেপ্টেম্বরেই শ্যুটিং শুরু ‘ফাইটার’-এর, কবে মুক্তি পাবে দীপিকা-হৃতিকের এই ছবি?

সেপ্টেম্বরেই শ্যুটিং শুরু ‘ফাইটার’-এর, কবে মুক্তি পাবে দীপিকা-হৃতিকের এই ছবি?

দীপিকা-হৃতিক (ছবি ইনস্টাগ্রাম)

পরিচালক সিদ্ধার্থ আনন্দের ‘ফাইটার’এ প্রথমবার জুটিতে দেখা যাবে হৃতিক রোশন এবং দীপিকা পাড়ুকোনকে।

প্রথমবার পর্দায় জুটি বাঁধতে চলেছেন অভিনেতা হৃতিক রোশন এবং অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। গত বছর অর্থাৎ ২০২১-এর জানুয়ারিতে ঘোষণা করেছিলেন তাঁদের প্রথম ছবি ‘ফাইটার’। সবকিছু ঠিকঠাক থাকলে ২০২৩-এ গান্ধী জয়ন্তীতে মুক্তি পাবে তাঁদের এই ছবি। আপাতত ‘ফাইটার’-এর  মুক্তির তারিখ হিসেবে ২ অক্টোবরকেই পাখির চোখ করে রেখেছে ছবি প্রযোজক সংস্থা।

শোনা যাচ্ছে, চলতি বছরের আগস্টের শেষ ভাগে কিংবা সেপ্টেম্বরেই শ্যুটিং শুরু হয়ে যাবে এই ছবির। এই মুহূর্তে 'বিক্রম বেদা'-র শ্যুটিং নিয়ে দারুণ ব্যস্ত রয়েছেন হৃতিক। আগামী মে মাসের মধ্যেই সেই ছবির শ্যুটিং শেষ হয়ে যাওয়ার কথা। এরপরেই 'ফাইটার'-এর জন্য প্রস্তুতি শুরু করে দেবেন 'বলিউডের গ্রিক গড'। 'বিক্রম বেদা' ছবির জন্য যে ওজন বাড়িয়েছেন হৃতিক, তা সামান্য কমানোর পাশাপাশি একজন বায়ুসেনার চরিত্রে নিজেকে ফুটিয়ে তোলার চেষ্টাচরিত্রও শুরু করে দেবেন তিনি। অন্যদিকে, আপাতত 'পাঠান' ছবির শ্যুটিংয়ে শাহরুখ ও জনের সঙ্গে স্পেনে উড়ে গিয়েছেন দীপিকা। সেই শিডিউল শেষ হলে শুরু হবে প্রভাস ও অমিতাভ বচ্চনের সঙ্গে 'প্রজেক্ট কে'-এর শ্যূটিংপর্ব। তা একবার মিটলে 'দ্য ইন্টার্ন'এর রিমেকের কাজ শুরু করে দেবেন তিনি। সেসব চুকিয়ে নিয়ে তবেই সেপ্টেম্বর নাগাদ 'ফাইটার'-এর শ্যুটিং শুরু করবেন দীপিকা।

উল্লেখ্য, এই প্রথমবার রূপোলি পর্দায় একসঙ্গে জুটিতে হৃত্বিক-দীপিকা। সৌজন্যে পরিচালক সিদ্ধার্থ আনন্দের ‘ফাইটার’। আন্তর্জাতিক দর্শকের কথা মাথায় রেখে, বড় পর্দার জন্যই তৈরি করা হবে এই ছবি। চলতি বছর জানুয়ারিতে মুক্তি পেয়েছিল ছবির টিজারও। ফাইটার-এ ফের একবার উর্দিতে দেখা যাবে হৃত্বিককে। চিত্রনাট্য শিকড়ে লেগে থাকবে দেশাত্মবোধ।

পরিচালক সিদ্ধার্থ এবং দীপিকার সঙ্গে তিনটি ছবি পোস্ট করেছিলেন হৃত্বিক। ক্যাপশনে লিখেছিলেন, ‘টেকঅফের জন্য গোটা টিম প্রস্তুত’। হ্যাশট্যাগে ‘ফাইটার’। ছবিটি কেবল হিন্দিতে নয়, মুক্তি পাবে তামিল, তেলেগু, মালয়ালম ভাষাতেও।

'ফাইটার'-এর বেশিরভাগ অ্যাকশন থাকবে আকাশে। এই ছবি প্রযোজনার দায়িত্বে রয়েছে ভায়াকম ১৮। 'ফাইটার'-এর বাজেট থেকে শুরু করে এর শ্যুটিংয়ের পরিকল্পনা যেভাবে করা হচ্ছে, তার থেকেই স্পষ্টভাবে আঁচ করা যায় এই ছবিকে আন্তর্জাতিক মানের অ্যাকশন ছবি হিসেবে পেশ করার পরিকল্পনা নির্মাতা সংস্থার। নিজের কেরিয়ারে এই প্রথম ইন্ডিয়ান এয়ার ফোর্স এর এক অফিসারের ভূমিকায় দেখা যাবে হৃত্বিককে। প্রায় চার-পাঁচটি দেশে 'ফাইটার'এর শ্যুটিংয়ের পরিকল্পনা রয়েছে।

বায়োস্কোপ খবর

Latest News

নরকিয়ার গতিকে তাচ্ছিল্য করে একই ওভারে অবলীলায় ২টি ছক্কা হাঁকালেন অশ্বিন-ভিডিয়ো ঝড়গ্রামের মেয়ে, স্কুলে পড়াকালীন অডিশন দেন, কীভাবে পড়শোনা করেন আরাত্রিকা? জেলে হার্ট অ্যাটাক ৫ বারের বিধায়কের, মৃত্যু পূর্ব UP-র 'ত্রাস' মুখতার আনসারির 'তিনদিন বিছানা ছেড়ে উঠতেই পারিনি', RR-কে জিতিয়ে চমকে দেওয়া স্বীকারোক্তি রিয়ানের ধনু-মকর-কুম্ভ-মীনের শুক্রবার কেমন কাটবে? জানুন রাশিফল ধোনি ভালো ক্যাচ ধরেছে,তবে রাহানে আরও বেশি ফিট-বুড়োদের পারফরম্যান্সে মজেছেন বীরু সিংহ-কন্যা-তুলা-বৃশ্চিকের কেমন কাটবে শুক্রবার? জানুন রাশিফল মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে শুক্রবার? জানুন রাশিফল RR vs DC: পন্তের হাত ধরে ডিআরএস নিতে বাধ্য করলেন কুলদীপ, আউট হলেন বাটলার- ভিডিয়ো শিবসেনায় যোগ দিয়েই একনাথের গুণগান গোবিন্দার, লোকসভায় লড়ছেন নাকি?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.