১০ জানুয়ারি ৫১ বছরে পদার্পণ করলেন বলিউডের গ্রীক গড হৃতিক রোশন। কাজের পাশাপাশি ব্যক্তিগত জীবনের জন্যও চর্চায় থাকেন তিনি। তবে আপনি কি জানেন, এই সুপুরুষ অভিনেতার আসল পদবী কী? রোশন নয়, হৃতিকের আসল পদবী কিন্তু অন্য।
জানুয়ারি মাস অভিনেতার জন্য ভীষণ স্পেশাল কারণ এই জানুয়ারি মাসে যেমন অভিনেতার জন্মদিন ঠিক তেমনি আগামী ১৪ জানুয়ারি ইন্ডাস্ট্রিতে ২৫ বছর পূর্ণ করবেন তিনি। এই দীর্ঘ সময়ে বহু মনে রাখার মতো সিনেমা তিনি সকলকে উপহার দিয়েছেন। এবার হৃতিকের জন্মদিন উপলক্ষে জানুন অভিনেতার জীবনের একটি এমন অজানা তথ্য, যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন।
আরও পড়ুন: বলিউডের নামী ভিলেন এখন দেশের ৩য় বৃহত্তম বিয়ার ব্র্যান্ডের মালিক, হার মানেন বিজয় মালিয়াও!
হৃতিক রোশন, এই নামেই তাঁকে চেনেন সকলে। কিন্তু আপনি হয়তো জানেন না অভিনেতার পদবী মোটেই রোশন নয়। তাহলে অভিনেতার আসল পদবী কী? আসলে হৃতিকের পদবী হল নাগরথ। পুরো নাম হৃতিক নাগরথ।
কীভাবে এল এই পদবী?
হৃতিকের ঠাকুরদাদার নাম ছিল রোশন। পুরো নাম রোশন লাল নাগরথ মোহন। বলিউডের একজন অন্যতম বিখ্যাত মিউজিক ডিরেক্টর ছিলেন তিনি। ফিল্ম ইন্ডাস্ট্রিতে তাঁকে সকলে রোশন নামে ডাকতেন। এইভাবেই পরিবারের সকলের নামের সঙ্গে রোশন কথাটি জুড়ে যায়।
বাঙালি অভিনেতা হৃতিক
পদবী নিয়ে অজানা কথা তো জেনে নিলেন আপনি। অভিনেতার জীবনের আরও একটি অজানা তথ্য হল, তিনি কিন্তু আদতে বাঙালি। কীভাবে? হৃতিকের ঠাকুমা ছিলেন বাঙালি। রোশনলাল নাগরথের স্ত্রীর নাম ছিল ইরা রোশন।
আরও পড়ুন: ‘আপনারা ক'জনের সঙ্গে…’! চাহাল-ধনশ্রীর বিচ্ছেদে নাম জড়াল এই RJ-র, সেদিন হোটেলে ছিলেন এই কন্যেই
ইরা দেবী ছিলেন একজন সংগীতশিল্পী। খুব স্বাভাবিকভাবেই ঠাকুমার রক্ত নাতির গায়ে বইছে, তাই অভিনেতা কিন্তু আদতে একজন বাঙালি। তাহলে আপনি যে গ্রীক গডকে দেখে এতদিন স্বপ্ন দেখতেন, তিনি কিন্তু আদতে একজন বাঙালি।
প্রসঙ্গত, ২০২৫ সালের ১৪ আগস্ট অর্থাৎ এই বছর স্বাধীনতা দিবস উপলক্ষে বড়পর্দায় মুক্তি পাবে ওয়ার ২।এই সিনেমায় প্রথমবার এনটিআরের সঙ্গে জুটি বাঁধবেন অভিনেতা। শুধু তাই নয়, এই সিনেমায় প্রথম কিয়ারা আডবানির সঙ্গে বড় পর্দায় অভিনয় করবেন হৃতিক। এই সিনেমায় একটি বিশেষ চরিত্রে অভিনয় করবেন জন আব্রাহাম।