বলিউড অভিনেতা হৃতিক রোশন এবং তাঁর প্রাক্তন স্ত্রী সুজান খান ইন্ডাস্ট্রিতে পরিচিত মুখ। ২০০০ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হয়ে ২০১৪ সালে আলাদা হয়ে যান তাঁরা। তবে ডিভোর্সের পরেও দুজনের মধ্যে ভালো বন্ধুত্ব রয়েছে। সম্প্রতি হৃতিক ইনস্টাগ্রামে সুজানের জন্য একটি পোস্ট লিখেছেন, যা দেখে অবাক হয়েছে নেটিজেনরা।
হৃতিকের সুজানের জন্য পোস্ট
ইন্টেরিয়র ডিজাইনার সুজান খান সম্প্রতি হায়দরাবাদে তাঁর দ্বিতীয় চারকোল প্রজেক্ট লঞ্চ করেছেন। স্ত্রীর এই সাফল্যে প্রশংসা করে একটি পোস্ট লিখেছেন হৃতিক। তিনি লিখেছেন, ২০ বছর আগে সুজান যে স্বপ্ন দেখেছিলেন, তা আজ বাস্তবায়িত হয়েছে। আমি ভীষণ খুশি।
আরও পড়ুন: কাকা দেব মুখোপাধ্যায়ের মৃত্যু, শোকাহত কাজলকে দীর্ঘ আলিঙ্গন, সান্ত্বনা দিলেন জয়া
আরও পড়ুন: বেস্ট ফ্রেন্ড অয়নের পাশে, দেব মুখোপাধ্যায়ের শেষযাত্রায় কাঁধ দিলেন রণবীর কাপুর
হৃতিক লিখেছেন, ‘স্বপ্ন থেকে বাস্তবতা। সুজান, তোমার জন্য গর্বিত। ২০ বছর আগে তুমি এই স্বপ্ন দেখেছিলে, আজ হায়দরাবাদে তুমি তোমার দ্বিতীয় চারকোল প্রজেক্ট লঞ্চ করছো, সেই ছোট্ট মেয়েটিকে শ্রদ্ধা জানানো ছাড়া আমার আর কিছু করার নেই, যে কিছু করে দেখানোর সাহস দেখিয়েছিল।'
আরও পড়ুন: ২ বিয়ে ভাঙার পর ফের প্রেম করছেন ভাই, এই সম্পর্ক কি মেনে নিয়েছে পরিবার? মুখ খুললেন আমিরের বোন নিখাত
আরও পড়ুন: 'আমি তোমায় ভালবাসি…', আমিরের প্রেমিকা আছে জেনেও কেন এমন পোস্ট কিরণের? আমিরের বোন নিখাত
হৃতিকের এই পোস্ট দেখে কিছুটা হলেও অবাক হয়েছেন নেট দুনিয়ার বাসিন্দারা। তাঁরা বলেছেন, এত যদি বন্ধুত্ব, এত যদি ভালো সম্পর্ক, তাহলে ডিভোর্স নিলেন কেন? সবকিছুই তো ঠিক আছে আপনাদের মধ্যে, তাহলে আলাদা নাই বা হতে পারতেন। কেউ কেউ আবার এও বলেছেন, আগে নিজেকে সম্মান করুন। এইসব পোস্ট করার কোনও মানে হয় না।