আজকের দিনেই ব্রিটিশ শাসনের হাত থেকে স্বাধীনতা ছিনিয়ে নিয়েছিল ভারতবর্ষের বীর বিপ্লবীরা। গোটা দেশের মানুষের কাছে আজকের দিনটা গর্বের, দেশভক্তির। আর এই বিশেষ উপলক্ষেই সামনে এল বলিউডের বহু প্রতিক্ষিত ছবি ‘ফাইটার’-এর টিজার। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই সিনেমার ঘোষণা যবে থেকে হয়েছে, তবে থেকেই উত্তেজনা সিনেপ্রেমীদের মধ্যে। রিপোর্ট বলছে, ফাইটারই প্রথম বলিউড সিনেমা হতে চলেছে, যেখানে মারপিট হবে আকাশে।
টিজার শেয়ার করে দীপিকা পাড়ুকোন ইনস্টাগ্রামে লিখলেন, ‘আমাদের গৌরবময় দেশের জন্য স্যালুট। ভারতের ৭৫তম প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে ফাইটার আসছে সিনেমাহলে। ২০২৪ সালের ২৫ জানুয়ারি। #SpiritOfFighter #SiddharthAnand।’ এই পোস্টে অনিল কাপুর আর হৃতিক রোশনকেও ট্যাগ করেন দীপিকা। আরও পড়ুন: নতুন বউ ‘কারাগার’-এর তাসনিয়া ফারিণ! স্বামীর বুকে মাথা রেখে দিলেন ছবি, কে পাত্র?
ভিডিয়ো শুরু হয় রানওয়ের একটি দৃশ্য দিয়ে। প্রথমে উন্মোচন করা হয় হৃতিক রোশনের লুক। ভারতীয় বায়ু সেনার পাইলটের লুকে দেখা দেন হৃতিক। এরপর দীপিকাকে দেখা যায় ইউনিফর্ম পরে রানওয়ে ধরেই হেঁটে আসতে। এক ঝলক দেখা মেলে অনিল কাপুরের। ব্যাকগ্রাউন্ডে বাজছে ‘সুজলং সুফলং’। টিজার দেখে গায়ে কাঁটা দেবেই দেবে। আরও পড়ুন: ‘কেউ একজন এগিয়ে আসুক…!’, জিতের সঙ্গে কাজ করা প্রসঙ্গে সাফ জবাব দেবের
টিজার প্রকশ্যে আসতেই কমেন্টের বন্যা। একজন লিখলেন, ‘টাইগার ৩-এর পর এটাই বড় প্রোজেক্ট হবে। দেখতে যাবই হলে।’ আরেকজন লিখলেন, ‘স্টারকাস্ট দুর্দান্ত। তিনজনই অসাধারণ।’ তৃতীয়জনের মন্তব্য, ‘বুদ্ধিমানের মতোই বাছাই করেছে দীপিকা। হৃতিক আর অনিল কাপুর থাকা মানে ছবির আলাদাই মজা।’ আরও পড়ুন: ‘তুমি কতবার পড়ে গেলে…!’, নবনীতার পরকীয়ার গুঞ্জনে কী তাহলে সহমত জিতুরও?
প্রসঙ্গত, সিদ্ধার্থ আনন্দই ছিলেন কিন্তু শাহরুখ খান-দীপিকা পাড়ুকোনের পাঠান ছবির পরিচালক। যে সিনেমা বক্স অফিসে ১০০০ কোটির ব্যবসা করে বিশ্বজুড়ে। ভিএফএক্স নিয়ে একটু সমালোচনা হলেও, নিখাদ বিনোদন হিসেবে পাঠানকে ফুল মার্কস দিয়েছে অনেকেই। হলে টিকিট কেটে গেলে পয়সা উসুল মনে হবে আট থেকে আশির। পপকর্ন খেতে খেতে কেউ যদি মাথা না খাটিয়ে সিনেমা উপভোগ করতে চায়, তাহলে আদর্শ ছিল পাঠান। এখন দেখার সেই একই ক্যাটাগরিতে পড়ে নাকি ফাইটার।
অ্যাকশন সিনেমায় হৃতিক লা জবাব। পাঠানে দীপিকাও নিজেকে অ্যাকশন স্টার হিসেবে প্রমাণ করেছেন। আর অনিল কাপুরের করিশ্মা তো তরুণ নায়কদেরও ঘোল খাইয়ে দিতে পারে। তাই এই ত্রয়ীকে নিয়ে আলাদা প্রত্যাশা থাকলই। অপেক্ষা পরের বছরের জানুয়ারি মাসের।