মঙ্গলবারই বলিউড দু দশক পূর্ণ করেছেন অভিনেতা হৃত্বিক রোশন। বলিউডে নিজের এই দীর্ঘ যাত্রাপথকে মাত্র দুটো অভিব্যক্তি দিয়েই বুঝিয়ে দিলেন অভিনেতা-'ভয় এবং নির্ভয়'। ইন্সটাগ্রামে নিজের এই জার্নি সম্পর্কে একটি দীর্ঘ বার্তা পোস্ট করেছেন ওয়ার তারকা। অভিনেতা লেখেন, 'কহো না প্যায়ার হ্যায় মুক্তির পর আমার এই বিশ বছরের জার্নিটা দুটো অভিব্যক্তি দিয়েই বুঝিয়ে দেখা সম্ভব, এক ভয় অন্যটা নির্ভয়। দুটোই একে অপরের সঙ্গে সহাবস্থান করেছে, কেউ কাউকে বর্জন করেনি’।
এই ভয় আর নির্ভয়ের কথা বলতে গিয়ে বাইবেলের গোলাইথ এবং ডেবিডের প্রসঙ্গে টেনে এনেছেন হৃত্বিক। তিনি বলেন, 'ভয় হল একটা দানব(গোলাইথ,এটা খুব বেশি গুরুত্বপূর্ণ নয় যে একই গল্পে তুমি কতবার পুনোরাবৃত্তি করছ কিংবা তুমি কত ভিন্ন ভিন্নভাবে তার চেষ্ট করছো তবুও ডেবিড তাকে(গোলাইথ) পরাজিত করবেই। ভয়ের জন্য আমার খুব করুণা হয়..কারণ সে খুব চেষ্টা করছে কিন্তু নির্ভয় খুব স্মার্ট, যে জানে একটাই মন্ত্র এগিয়ে যেতে হবে, যে কোনও পরিস্থিতিতে..ধন্যবাদ ভয়.. তুমি না থাকলে আম কি নির্ভয়ের সঙ্গে ২০ বছর বেঁচে থাকতে পারতাম’!
এই দীর্ঘ বার্তার সঙ্গে একটি ছোট ভিডিও পোস্ট করেছন হৃত্বিক। যেখানে কহো না প্যায়ার হ্যায় এবং ওয়ারের দুটো লুক ফুটে ওঠেছে। এবং ব্যাকগ্রাউন্ডে বাজছে 'না তুম জানো না হাম'এর মিউজিক। বিশ বছরের এই ট্রান্সফরমেশনটা সত্যি অতুলনীয়!
হৃত্বিকের এই ভাবনার প্রশংসা করেছেন তাঁর বহু সতীর্থই-টাইগার শ্রফ থেকে দিয়া মির্জা সকেই কমেন্ট বক্সে হৃত্বিককে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। তবে সবচেয়ে স্পেশ্যাল কমেন্টটা এসেছে অভিনেতার প্রাক্তন পত্নী সুজান খানের কাছ থেকে। সুজান লেখেন, 'কী সুন্দর রূপান্তর.. দিন দিন শুধুই ভালো আরও ভালো হচ্ছো..আর এই যাত্রায় জ্ঞান এবং ভালোবাসা তোমার প্রিয় বন্ধু হয়ে থেকেছে'।
প্রসঙ্গত ২০০০ সালের ১৪ জানুয়ারি বাবা রাকেশ রোশনের পরিচালনায় নিজের বলিউড ডেব্যিউ সেরেছিলেন হৃত্বিক রোশন। এই ছবি তাঁকে রাতারাতি সিনেদুনিয়ার সুপাস্টার বানিয়ে দিয়েছিল। বাকিটা ইতিহাস। ২০ বছর পার করেও আজও লক্ষ অনুরাগীর মনের মণিকোঠায় রাজ করছেন তিনি। শীঘ্রই নিজের সুপারহিরো ফ্রাঞ্চাইসির নতুন ছবি কৃশ ফোর নিয়ে হাজির হবেন হৃত্বিক।