ভারতীয় ছবির 'গ্রিক গড'-এর ভক্তদের জন্য সুখবর। হৃতিক রোশনের কেরিয়ারের শুরুর দিকের অন্যতম গুরুত্বপূর্ণ ছবি ছিল লক্ষ্য। সেই ছবিই এই বছর ২০ বছর পার করল। আর তাই জন্য ফারহান আখতার পরিচালিত এই ছবিটি আবারও বড় পর্দায় মুক্তি পেতে চলেছে। কিন্তু কবে? আর কোথায়ই বা দেখা যাবে সেই ছবি?
কবে কোথায় মুক্তি পাচ্ছে লক্ষ্য?
আগামী ২১ জুন আবারও মুক্তি পাচ্ছে লক্ষ্য। আর সেই কথা খোদ পরিচালক ফারহান আখতার এদিন ঘোষণা করলেন। ইনস্টাগ্রামে মঙ্গলবার ফারহান আখতার লেখেন, 'সাহস এবং দেশপ্রেমকে আমাদের শ্রদ্ধা। আমাদের সঙ্গে বড় পর্দায় যোগ দিন লক্ষ্যর কুড়ি বছর উদযাপন করার জন্য। ২১ জুন মুক্তি পাচ্ছে আবার।'
আরও পড়ুন: উড়ন্ত সিঁদুরের পর এবার ভিডিয়ো কলে সিঁদুরদান! রোশনাই ধারাবাহিকের কাণ্ড দেখে হেসে খুন নেটপাড়া
আরও পড়ুন: ফের চুপিসারে সলমন হত্যার ব্লু প্রিন্টের হদিস পেল মুম্বই পুলিশ! রাজস্থান থেকে আটক ১
জোয়া আখতার এই ছবির এক্সিকিউটিভ প্রডিউসার ছিলেন। তিনিও এই বিষয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। এবং একই সঙ্গে তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে এই ছবির পোস্টার শেয়ার করেছেন। লিখেছেন 'এই ছবিতে কাজ করতে পারা আমার কাছে একটা লাইফ চেঞ্জিং অভিজ্ঞতা ছিল।' হৃতিক তাঁর সেই পোস্ট শেয়ার করে লেখেন, 'সত্যি তাই।'
আরও পড়ুন: বুদ্ধি - যুক্তি - তক্কো বাদ, জ্বালাপোড়া গরমে ফুরফুরে বাতাস বয়ে আনল জিৎ - রুক্মিণীর ‘বুমেরাং’
লক্ষ্য ছবিটি প্রসঙ্গে
লক্ষ্য ছবিটির গল্প আবর্তিত হয়েছে করণ শেরগিলকে কেন্দ্র করে। এটি একটি রোম্যান্টিক ওয়ার ড্রামা ছিল। এখানে ভারতীয় সৈনিক হিসেবে দেখা গিয়েছিল হৃতিক রোশনকে। আর তাঁর প্রেমিকার চরিত্রে দেখা গিয়েছিল প্রীতি জিন্টাকে। অন্যান্য চরিত্রে ছিলেন অমিতাভ বচ্চন , ওম পুরি, প্রমুখ। ছবিটির পরিচালনা করেছেন ফারহান আখতার।