'ইশক ভিশক রিবাউন্ড'-এর হাত ধরে বলিউডে ডেবিউ করছেন হৃতিক রোশনের তুতো বোন পশমিনা রোশন। কাকা সুরকার রাজেশ রোশনের মেয়ে পশমিনা। সামনেই আসছে তাঁর প্রথম ছবি, তাই জমিয়ে করছেন প্রচার। সে রকমই এক প্রচারমূলক সাক্ষাৎকারে অভিনেত্রীর দাদা হৃতিকের বিষয়ে নানা কথা শেয়ার করে নেন।