গত শুক্রবার বড়পর্দায় মুক্তি পেয়েছে আয়ুষ্মান খুরানা ও বাণী কাপুর অভিনীত ছবি ‘চণ্ডীগড় করে আশিকি’। ইতিমধ্যেই দর্শক ও ছবি সমালোচকের মন জয় করে নিয়েছে সেই ছবি। এবার সেই তালিকায় যোগ হলেন হৃতিক রোশন। ছবি দেখে যে তিনি মুগ্ধ তা কোনওরকম রাখঢাক না রেখেই সোশ্যাল মিডিয়ায় জানালেন এই বলি-তারকা। পাশাপাশি আয়ুষ্মান, বাণী এবং ছবির পরিচালক অভিষেক কাপুরের উদ্দেশেও ভূয়সী প্রশংসা করেছেন তিনি।
ছবিতে আয়ুষ্মান অর্থাৎ 'মানু' রয়েছে একজন ফিজিক্যাল ট্রেনারের ভূমিকায়। অন্যদিকে, বাণী জুম্বা শিক্ষিকা 'মানভি'-র ভূমিকায়দর্শকদের সামনে হাজির হয়েছেন। ছবিতে তাঁরা একে অপরের প্রেমে পড়েন। মানু চমকে ওঠে যখন মানভি প্রকাশ করে, সে ট্রান্স মহিলা। ছবির মোশন পোস্টার শেয়ার করাকালীন আয়ুষ্মান লিখেছিলেন, ‘এই আশিকি একটু আলাদাই #ChandigarhKareAashiqui। এই ঘোষণা যে অক্ষরে অক্ষরে সত্যি তা ছবি দেখার পর টের পেয়েছে হৃতিক সহ তামাম দর্শককুল।

টুইট করে 'বন্ধু' আয়ুষ্মানের উদ্দেশে হৃতিক লিখেছেন যে এইমুহূর্তে তাঁর নাম ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম শক্তিশালী অভিনেতার তালিকায় রয়েছে।সঙ্গে আরও যোগ করেছেন, এই ছবি দেখে যতটা অনুপ্রাণিত তিনি হয়েছেন তিনি তা বহু বছর তাঁর সঙ্গে ঘটেনি। 'এটা করার জন্য ধন্যবাদ। তুমি সত্যিই দুর্দান্ত। অনেক অনেক শুভেচ্ছা, বড়সড় ঝাপ্পি পাঠালাম!'
স্বভাবতই হৃতিকের মতো একজন এতবড় তারকার তরফে এহেন প্রশংসা শুনে আপ্লুত আয়ুষ্মান। 'ওয়ার' এর নায়কের টুইটটি রিটুইট করে পাল্টা 'ঝাপ্পি' পাঠিয়েছেন তিনি। সঙ্গে লিখেছেন, 'আমি স্বপ্নেও ভাবতে পারিনি। অনেক অনেক ধন্যবাদ। তোমার থেকে পাওয়া প্রশংসার গুরুত্বই আলাদা আমার কাছে'। প্রসঙ্গত আয়ুষ্মানের পাশাপাশি ছবির নায়িকা বাণী কাপুর ও পরিচালক অভিষেক কাপুরকেও টুইটারে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন 'সুপার ৩০' ছবির নায়ক।

টুইট করে 'বন্ধু' আয়ুষ্মানের উদ্দেশে হৃতিক লিখেছেন যে এইমুহূর্তে তাঁর নাম ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম শক্তিশালী অভিনেতার তালিকায় রয়েছে।সঙ্গে আরও যোগ করেছেন, এই ছবি দেখে যতটা অনুপ্রাণিত তিনি হয়েছেন তিনি তা বহু বছর তাঁর সঙ্গে ঘটেনি। 'এটা করার জন্য ধন্যবাদ। তুমি সত্যিই দুর্দান্ত। অনেক অনেক শুভেচ্ছা, বড়সড় ঝাপ্পি পাঠালাম!'
স্বভাবতই হৃতিকের মতো একজন এতবড় তারকার তরফে এহেন প্রশংসা শুনে আপ্লুত আয়ুষ্মান। 'ওয়ার' এর নায়কের টুইটটি রিটুইট করে পাল্টা 'ঝাপ্পি' পাঠিয়েছেন তিনি। সঙ্গে লিখেছেন, 'আমি স্বপ্নেও ভাবতে পারিনি। অনেক অনেক ধন্যবাদ। তোমার থেকে পাওয়া প্রশংসার গুরুত্বই আলাদা আমার কাছে'। প্রসঙ্গত আয়ুষ্মানের পাশাপাশি ছবির নায়িকা বাণী কাপুর ও পরিচালক অভিষেক কাপুরকেও টুইটারে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন 'সুপার ৩০' ছবির নায়ক।
|#+|
উল্লেখ্য, অভিষেক কাপুর পরিচালিত এই ছবি প্রযোজনা করছেন ভূষণ কুমার ও প্রজ্ঞা কাপুর। জানিয়ে রাখা ভালো, এই ছবির জন্য আয়ুষ্মান বিশেষ ডায়েট মেনে চলছিলেন তিনি। নিয়মিত করেছেন শরীরচর্চাও। করোনার জেরে চণ্ডীগড়ে গত বছর অক্টোবরে ছবির শ্যুটিং হয়। ৪৮ দিনের মধ্যেই ছবির শ্যুটিং শেষ করা হয়।