২০১৯ সালে হৃত্বিক রোশন এবং টাইগার শ্রফ অভিনীত ‘ওয়ার’ সিনেমাটির সাফল্যের পর এবার এই সিনেমার দ্বিতীয় পর্ব আসতে চলেছে আগামী বছর। অয়ন মুখার্জি পরিচালিত এই সিনেমায় প্রথমবার স্ক্রিন শেয়ার করবেন ঋত্বিক রোশন এবং জুনিয়র এনটিআর। সিনেমাটি যে একটি অ্যাকশন বেসড সিনেমা হতে চলেছে, তা আর বলার অপেক্ষা রাখে না।
সিনেমাটির চিত্রনাট্য এখনও সর্বসম্মুখে না এলেও এই সিনেমাটির ক্লাইম্যাক্স যে দুর্দান্ত হতে চলেছে তা ইতিমধ্যেই আঁচ করতে পারছেন দর্শকরা। ঋত্বিক এবং জুনিয়র এনটিআর, এই দুই তারকার এন্ট্রিও হতে চলেছে মারাত্মক। সিনেমার বেশিরভাগ শুটিং হবে মুম্বইতে, কিছুটা আমেরিকায়।
আরও পড়ুন: মুখোমুখি লড়াইয়ে সইফয়ের দুই সন্তান! ভাই ইব্রাহিমকে টেক্কা দেবেন সারা
আরও পড়ুন: ‘ডেসপারেট না হলেই হল...’, কাস্টিং কাউচ নিয়ে কি ভিক্টিম শেমিং করে দিলেন রণিতা?
YRF স্পাই ইউনিভার্সের অন্যতম বিগ বাজেটের সিনেমা হতে চলেছে এটি। ২০২৫ সালে ১৪ আগস্ট অর্থাৎ স্বাধীনতার প্রাক্কালে এই সিনেমাটি মুক্তি পাওয়ার কথা। ঋত্বিক এবং জুনিয়ার এনটিআর ছাড়াও এই সিনেমায় অভিনয় করবেন কিয়ারা আডভানি।
সিনেমার পরিচালক ইতিমধ্যেই জানিয়েছেন, সেট মোটামুটি রেডি হয়ে গেছে। আগামী ১৫ দিন একটানা ক্লাইম্যাক্স দৃশ্যের শুটিং হবে মুম্বইতে। এই সিনেমার আসল টিআরপি যে ক্লাইম্যাক্স হতে চলেছে, তা পরিচালকের এই কথায় বেশ স্পষ্ট হয়ে যায়।
আরও পড়ুন: শ্রীদেবীর মৃত্যুর পর সৎ বোনেদের কাছাকাছি আসেন, জাহ্নবী-খুশিই নাকি আগলায় অর্জুনকে
আরও পড়ুন: এক যুগ পর আসছে হেমলক সোসাইটির সিক্যুয়েল? 'আনন্দ কর' পরমের পরবর্তী জীবনের পর্দায় আনছেন সৃজিত?
‘ওয়ার ২’ সিনেমায় ঋত্বিক একজন ভারতীয় র এজেন্টের ভূমিকায় অভিনয় করবেন, অন্যদিকে জুনিয়র এনটিআর অভিনয় করবেন খলনায়কের ভূমিকায়। বিশেষ চরিত্রে অভিনয় করবেন জন আব্রাহাম। আদিত্য চোপড়া পরিচালিত এই সিনেমাটি যশ রাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের সপ্তম সিনেমা হতে চলেছে।